নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ওরা

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪



সাতমসজিদ রোডে ইউ ল্যাব এর সামনের ফুটপাতে শিশু গুলো বসেছিল । রাস্তার কোনে খাবার দোকান । সবসময় জমজমাট থাকে ইউল্যাব আর এশিয়া প্যাসিফিক ভার্সিটির ছাত্র ছাত্রিদের কল্যানে । আজ ফাঁকা । আমি ব্যাংক সেরে এখানে কিছু খাই কারন ওদের ভাজা পোড়ায় আলাদা স্বাদ আছে । শিঙ্গাড়া মুখে দিতেই জামায় টান পড়ল , এরকম তো আগে হয়নি কখনো , ওমা, এযে আরেকটি শিশু ,মেয়ে , বয়েস ৭/৮ হবে । আমি শুধোলাম কি খাবে ? ও বলল সামুচা , রুচি বেশ ভালো , আমার প্রিয় সামুচা ই চেয়েছে, দিলাম, ও নিজেই সস লাগিয়ে নিল । খাওয়ায় মনোযোগ দিলাম । মনোযোগে আবার ব্যাঘাত ঘটলো , একি! একসাথে অনেকগুলো শিশু, সবাই আমায় খোঁচাচ্ছে , দোকানী মুচকি হাসে , ভাবখানা এই আরও দ্যান – আরও পোলা পাইন লাইন দিব ! আমি প্রমাদ গুনলাম । এ কজনকে খাওয়াতে কিছু আসবে যাবে না কিন্তু ঝাক ধরে এলে সেটা অগনতান্ত্রিক হবে , একটা সামুচার অবরোধে পড়ে যাবো । সাম্নেই কিছু ছাত্র দাড়িয়ে খাচ্ছিল , দেখিয়ে দিলাম ওদের, নাহ ওরা মাল পাতিওয়ালা লোক চেনে আরও পক্ক কেশ । চা খাওয়ার ইচ্ছে দমন করলাম । এগুতে দেখলাম ইউলাবের দেয়াল ঘেঁষে কমাসের শিশুরা বসে । ওরা কমলা খাচ্ছে আর প্লেটে বেচে যাওয়া সস চেটে পুটে খাচ্ছে । কান্না নেই ,দুঃখ নেই , অবরোধ নেই , সরকার – বিরোধী দন্ধ নেই, পুলিশ নেই, ধাওয়া নেই , আগুন নেই , পুড়ে মৃত্যুর ভয় নেই, কি স্বাধীন জীবন যাপন । আমরা প্রকারান্তরে আমাদের বন্দী করে ফেলেছি , ওরা বেশ আছে !!


















মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

চারশবিশ বলেছেন: দুই দলের কোন্দলে পুড়ে মরবে কিন্তু ওরাই আগে

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

মশিকুর বলেছেন:
আসলেই ওরা বেশ আছে!

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা কমলা খাচ্ছে আর প্লেটে বেচে যাওয়া সস চেটে পুটে খাচ্ছে । কান্না নেই ,দুঃখ নেই , অবরোধ নেই , সরকার – বিরোধী দন্ধ নেই, পুলিশ নেই, ধাওয়া নেই , আগুন নেই , পুড়ে মৃত্যুর ভয় নেই, কি স্বাধীন জীবন যাপন । আমরা প্রকারান্তরে আমাদের বন্দী করে ফেলেছি , ওরা বেশ আছে !!


--------------নাহ্ ওরা বেশ নেই। কারণ ওদের অবস্থানে থাকলে বুঝতেন, জীবন সংগ্রাম কী?

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

শাহ আজিজ বলেছেন: আমি কি কোন উত্তর দেইনি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.