নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সিঁদুরের বিনিময়ে স্বাধীনতা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

‘ সকল বঙ্গনারী যারা হারিয়েছে স্বজন ৭১এর সংগ্রামে,
ওদের উদ্দেশে নিবেদিত’

আজি বিজয়ের দিনে উড়িয়ে পতাকা
উঁচিয়ে হাতিয়ার চলেছ বিজয়োল্লাসে

আমি তখন উদ্ভ্রান্তের মতন খুজে ফিরি
স্বজনেরে ধরে নিয়ে গেছে কাল রাতে

তুমি খুজে ফেরো মা , বাবা ,ভাইবোন
হাজারো স্বজন দাপিয়ে শহরময়

আমি খুজে ফিরি ভালবাসার সিঁদুর
বুড়িগঙ্গা রায়েরবাজার হতে মিরপুরের কিনারায়

তোমা চোখে আনন্দের ঝিলিক
হাতে পেয়ে স্বাধীনতার সোপান

অশ্রু ভাণ্ডার শুকিয়ে খরা এ চৈত্র চোখে
জেনে গেছি গাইতেই হবে জীবনভরা-বিধবার গান


তুমি নাও আলিঙ্গনে আবদ্ধ জননী
স্বজন বন্ধু সারাটি পাড়াময়

আমি উল্টিয়ে লাশ ডুকরে উঠি
ওরে তোরা দ্যাখ চেয়ে এযে আমার সিঁথির সিঁদুর ।

সিঁদুর মেখে সবুজ বনানী ওড়ে পতপত করে
ওই জমিন ভরেছে আমারি সিঁথির সিঁদুরে
কৌটোখানি পড়ে আছে খালি নিথর নীরবে
গেল বিয়াল্লিশটি বছর আগলে থাকি গামছা
জামা কাপড় আর চশমা বইপত্তর
কখনো হয়না ইচ্ছে দেখি একবার ছুঁয়ে
বনানীর গায়ে সাঁটা সিঁদুর ফোটা
পাছে খসে পড়ে বিধবার অচ্ছুৎ ছোঁয়াতে ।

কারা যেন চিৎকারে চাইছে বিচার গণহত্যার দায়ে
ভালো করে তাকিয়ে দেখি এতো সেই তারা
কাটিয়েছে একত্রে যুগ যুগ হন্তারকের সাথে
মুছেছিলো আমার সিঁথির সিঁদুর একাত্তরে যারা !

পেরেছি ভুলতে, হয়েছে ভুলতে হন্তারকের কথা
হৃদয়মাঝারে মোচড় দিয়ে চলে অনন্ত নোনা ব্যাথা
আমাস্বজনের একে দেয়া টিপ লুটে নিয়েছে হাওয়া
সিঁদুরের বিনিময়ে স্বাধীনতা, তাওতো পরম পাওয়া !!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

পাঠক১৯৭১ বলেছেন: জাতি মনে রাখেনি '৭১ এর মানুষদের, তাঁদের অবদান, তাঁদের স্বপ্ন, সব হারিয়ে গেছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২

শাহ আজিজ বলেছেন: রাজাকারদের উত্থানের জন্য ৭২ থেকে আজাবধি সকল শাসক দায়ী ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

ঢাকাবাসী বলেছেন: তাদের উত্থানটা সরকারই দ্বারাই ঘটানো হয়, এমনি এমনি ঘটেনি।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

পাঠক১৯৭১ বলেছেন: আপনারা ২ ভাই কি মুক্তিযোদ্ধা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.