নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৌষের প্রথম প্রহরে
নাম না জানা অগনিত বৃক্ষতলে
মন্দিরার সুর তোলা সন্ধ্যা বেলায়
দেহ চেয়েছিল তোমায়
দিতে ছুঁয়ে কাম্য পুরুষ হৃদয়ে
উষ্ণতা ছিল তোমার ঝলমলে
কেশ হতে ছাইরঙ্গা শাড়ি তলে
চঞ্চলা ছায়াময় পেটিকোট
আর ব্লাউজের ফাঁকে কার্পণ্যহীন জমিনে
তীব্র আকর্ষণে ছুঁয়েছিল পৌরুষমাখা
চোখ অনুজ্জল ঠোট দুটিতে ।
সব পৌষ এমনটি হয়না
সব নারীও নেয় নাকো ঠাই পুরুষের চোখে
সাঁঝ বেলাকার পৃথিবীর ভিড়ে
বাংলার হাড় কাঁপানো শীতের আঙ্গিনাতে ।।
©somewhere in net ltd.