নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

অভাগা যুবক বাংলাদেশ ।। কবিতা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

শরীরের ৯৯ ভাগ পুড়িয়ে
লাইফ সাপোর্টিং এ
বার্ন ইউনিট এর ওয়ার্ডে
শুয়ে আছে ৪২ বছরের যুবক
নাম তার বাংলাদেশ ।
পিতা মাতা অজ্ঞাত,
জন্মের পর থেকেই
ডাস্টবিন কুড়িয়ে খেতে অভ্যস্ত ।
বাইপাস হবে ওর শ্বাসনালীর
সুস্থ নিঃশ্বাস নেবার তরে,
এযাবতকাল যায়নি পাওয়া
একফোঁটা রক্ত, ঘেঁটে তাবৎ
সামাজিক সাইটে , ফেসবুকে
ওর মৃতবৎ অবস্থায় পাওয়া গেছে
১৬ কোটি লাইক !
কি নির্মম সময় এই অভাগার
পুড়ে ছারখার তবু নয় মাথা নোয়াবার
বাংলাদেশ নাম যার !

ঢামেক এর বুড়ি মেথরানী
দ্যায় তুলে জাউ ধোঁয়া ওঠা
নতুন খেজুর গুড় মেশানো স্বাদে
চোখ বেয়ে তার ঝরে অঝোর ধারা
বলে ও জন্মেছিল ওই ফুটপাতে
মেলেনি ঠাই ঢামেকের সীমানাতে
পাক সেনা আর রাজাকারের দাপটে ।
বলেছে তারা বাপ নেই যার
এখানে ডেলিভারি হয়না সেই জারজের
শিশুটির চিৎকারে শহীদ মিনার
কেঁপেছিল থর থর করে
আজ সে ৪২এর তাগড়া জোয়ান ।
গোটা শরীরে হাজার পেট্রোল বোমার
রাহাজানিতে রচিত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র
কি অপূর্ব মানচিত্র, দেখার মতো বটে!

হে বাঙ্গালী ! দেখে যেও অভাগারে
ঢামেকের বার্ন ইউনিট এর বিছানায়
শুয়ে কাতরায় ভালবাসার বাংলাদেশ !!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.