নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

লড়াইঃ শাহবাগী বনাম শাহবাগী

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ স্কয়ারে চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে ছাত্রলীগ ও ১৪ দলের শরীক ছাত্র সংগঠনের সঙ্গে ব্লগারদের তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে।
শুত্রবার বিকেলে সমাবেশ থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা নিয়ে এ মতবিরোধ সৃষ্টি হয়।

ব্লগার, ছাত্র ইউনিয়ন এ কর্মসূচিকে আপসকামী আখ্যায়িত করে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের পক্ষে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, ১৪ দলের শরীক জাসদের ছাত্র সংগঠন জাসদ-ছাত্রলীগ, ওয়ার্কার্স পার্টির ছাত্রমৈত্রী জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া পক্ষে।

এ নিয়ে রাত ১১টা পর্যন্ত ব্লগার ও ছাত্রলীগের মধ্যে কয়েকবার মাইক নিয়ে টানাটানির ঘটনায় ঘটে।

ব্লগাদের অভিযোগ, তাদের এককর্মীকে মিরপুরে খুন করা হয়েছে। ছাত্রলীগ জামায়াতের সঙ্গে আঁতাত করে এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত চেষ্টা করছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।অনেক ব্লগার ও ছাত্র ইউনিয়ন নেতারা ডা. ইমরানকে ছাত্রলীগের দালাল হিসেবেও আখ্যায়িত করেছেন। এ নিয়ে ব্লগারদের একাংশ ‘প্রজন্ম চত্তর’ নামে ফেসবুক গ্রুপে ডা. ইমরানকে নিয়ে আপত্তিকর অনেক মন্তব্যও করেছে।


পরে রাত ১১টা ৫ মিনিটে ছাত্রলীগের মতামতকে উপেক্ষা ছাত্র ইউনিয়ন ও ব্লগারদের একাংশ সারাদিন শাহবাগে থাকার ঘোষণা দেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
বিম্পি-ছাগুদের ৩ মাস ব্যাপি আন্দলোন সংগ্রাম-নাসকাতা সবকিছু নস্যাৎ হয়ে যাওয়ার পর এখন সুরু হয়েছে বিভিন্ন গুজব ছড়িয়ে মনবল ভাঙ্গার চেষ্টা।
কদিন আগে 'বারত যুযু' ছাইড়া ধরা খাওয়ার পর আবার গুজবের ছড়াছড়ি।
Click This Link

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: শাহাবাগিরা টাকা কৈ পায় ??

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

পাঠক১৯৭১ বলেছেন: গণ জাগরণ শেষমেষ মাফিয়ায় পরিণত হবে।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

বেলা শেষে বলেছেন: Ganja, Kolki, Tari, Nari..........oh it is very goood for me- every Thing is free........
Thenk you very much Brother........Please write more & more ........Salam & Respect to all of you.!!!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

শাহ আজিজ বলেছেন: গত বছর গনজাগরন মঞ্চ এই সময়ে সব প্রগতিশীল মানুষদের ভেতরে সাড়া জাগিয়ে একটি উত্তাল আন্দোলন সৃষ্টি করেছিল । প্রথম ফাঁসীর রায়ের পর সবাই ঘরে ফিরেছিল শুধু কিছু লোক বাদে যারা কোন ইস্যু ছাড়াই ওখানে অবস্থান নিয়েছিল । ওটাই কাল হয়েছে । রাজাকারদের ফাঁসী ছাড়া জামায়াত নিষিদ্ধের পর আর তো কোন ইস্যু থাকলো না , না থাকলো কোন প্রতিপক্ষ । এখন মঞ্চ লড়াইয়ের দখলে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.