নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলা আকাশ, প্রচন্ড ঠান্ডা এবং তার সঙ্গে বৃষ্টি— এ সব উপেক্ষা করেই সোমবার থেকে রাতভর রেল ভবনের সামনে ধর্নায় বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালেও নিজের সিদ্ধান্তে অনড় রইলেন তিনি। আলোচনার সমস্ত পথকে দূরে সরিয়ে কেজরিওয়াল বলেন, “মহিলাদের সুরক্ষার বিষয়টি কোনও ভাবেই আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব নয়। দিল্লিতে মহিলাদের নিরাপত্তার কথা না ভেবে স্বরাষ্ট্রমন্ত্রী কী ভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন?” সোমবারের মতো এ দিনও প্রচুর সমর্থক রেল ভবনের সামনে হাজির হন। কেজরিওয়াল এ দিন বলেন, “আমাদের দাবি না মানলে রাজপথে সমর্থকদের বন্যা বইয়ে দেব।” ধর্নাস্থল যন্তর-মন্তরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি দিল্লির মুখ্যমন্ত্রী। ধর্নাস্থল উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) ঠিক করার কে?” ‘টিম কেজরিওয়াল’-এর অনড় সিদ্ধান্তের সমালোচনায় সরব কংগ্রেস। ধর্নায় বসার জন্য কেজরিওয়ালকে ভর্ত্সনাও করে কংগ্রেস নেতৃত্ব। কেগ্রেসের মুখপাত্র মিম আফজল বলেন, “কেজরিওয়ালের এই সিদ্ধান্তে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে। তারা এটা মেনে নেবে না।” তিনি আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরে য ধরনের কাজ করছে আম আদমি পার্টি, তাতে তাদের সরকার নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আবার জয়রাম রমেশ এক ধাপ এগিয়ে বলেন, “আপ যদি এই কার্যকলাপ বজায় রাখে তা হলে দিল্লিতে তাদের সমর্থনের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।”
২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
শাহ আজিজ বলেছেন: মহেশ ভাটের নেক্সট স্ক্রিপ্ট রেডি শুধু শুটিং বাকী । বক্স অফিস হিট ।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জটিল বিষয়?