নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরবদের নিজেদের মধ্যকার একটি চুক্তির শর্ত পালন না করার কারনে সউদি আরব , ইউনাইটেড আরব আমিরাত ও বাহরাইন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করার লক্ষে তাদের রাষ্ট্রদূতদের কাতার থেকে ফেরত আসার নির্দেশ দিয়েছে । আরব রাষ্ট্রগুলি নিজেদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেনা এরকম একটি চুক্তির বাস্তবায়ন না করার জন্য কাতারকে দোষী সাব্যস্ত করে এই সিদ্ধান্ত নেয় আজ । আরব বিশ্বে ইরাকের পর এইরকম একটি সিদ্ধান্ত সবাইকে উৎসুক করে তুলেছে । ‘নিরাপত্তা ও স্থিতবস্থা’ বজায় রাখার স্বার্থে রাষ্ট্র তিনটি এই সিদ্ধান্তে পৌঁছেছে । স্মরণযোগ্য গাদ্দাফিকে উতখাতের জন্য কাতার পূর্ণ সহযোগিতা করেছিল অর্থ ও অস্ত্র দিয়ে । কাতার আবার গনতান্ত্রিক ব্যাবস্থার পক্ষে বলে আসছে । ঐ তিন রাষ্ট্র ছাড়াও ওমান এবং কুয়েত জি সি সির সদস্য রাষ্ট্র । গত তিন দশকের প্রতিষ্ঠার পর এই প্রথম নিজেদের মধ্যে একটি ভাঙ্গনের সুর দেখা যাচ্ছে । চুক্তির কিছু শর্ত দেখুনঃhttp://www.aljazeera.com/indepth/opinion/2014/02/gulf-security-pact-another-gcc-2014219114134347260.html
আজ এই ঘোষণার পর দোহার শেয়ার বাজারে দরপতন হয়েছে ।
©somewhere in net ltd.