নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

হাঁটা বাবা হায়দার আর নেই

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৪

নগরীর পিচঢালা পথ থেকে শুরু করে গাঁয়ের কাঁদামাখা পথ। সব পথেই ভক্ত ও অনুরাগীদের নিয়ে অবিরাম হাঁটতেন মোহাম্মদ জুলফিকার হাইদার। জীবনের পূর্ণতার খোঁজে অনেক বেশি হেঁটেছেন বলে হাঁটা বাবা নামেই পরিচিতি লাভ করেন তিনি। সবার প্রিয় হাঁটা বাবা আর ভক্তদের নিয়ে হাঁটবেন না।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন তিনি। (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মৃত্যুকালে তিন ছেলে রেখে গেছেন হাঁটা বাবা। এরা হলেন-মোহাম্মদ লাডলা হাইদার, শাহেজাদা হাইদার ও আনোয়ার হাইদার।

শ্রদ্ধা জানানোর জন্য মরহুমের মরদেহ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাখা হয়েছে। হাজারো ভক্ত-অনুরাগী হাঁটা বাবার প্রতি সারিবদ্ধভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

বড় ছেলে লাডলা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর মোহাম্মদপুর কবরস্থানে হাঁটা বাবার দাফন সম্পন্ন হবে।

তিনি জানান, ৬ মাস আগে হার্ট হ্যাটাক করেন হাঁটা বাবা। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলছিলেন। কিন্তু না হেঁটে থাকতে পারেননি বলে দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

হাঁটা বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্ত আমিনুল বলেন, আমি দীর্ঘ ১৬ বছর ধরে দেশব্যাপী বাবার সঙ্গে হেঁটেছি। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। বাবার আত্মা শান্তি পাক এটাই কামনা করি।
-------------------------------------------------------------------

ছবিটি ২০১২সালে ৮ জুন দুপুরের পর টাউন হল বাজার সংলগ্ন আজম রোডে আমার ক্যামেরায় তোলা । ছবি কপি রাইট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

২| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪১

তানভীরএফওয়ান বলেছেন: ইননালিললাহে.......।

He is mad....ok .Allah give him jannat.

But my question is why his follower stay with him at the time of Namaj. without performing namaj even Juma's namaj time.

৩| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

নীল ভোমরা বলেছেন: ধানমন্ডির বিভিন্ন রাস্তায় দলবল সহ হাটতে দেখেছি এই হাটাবাবা-কে।

৪| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনি অনেক বড় আল্লাহর অলি ছিলেন।

আল্লাহ তাঁর আত্মাকে মহামুক্তির মহান স্তরে স্থান দান করুন।

আমিন।

৫| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

স্পেলবাইন্ডার বলেছেন: রহস্যময় ব্যক্তি! তবে এই লোকটি নামাজ ও অন্যান্য ইবাদত করতেন কিনা কেউ বলতে পারেন?

৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

মুক্তকণ্ঠ বলেছেন: উলি একজন ফাউল অলি ছিলেন। মানুষকে বিভ্রান্ত করা ছিল তাঁর প্রধান কাজ। আল্লাহ তাঁকে মাফ করুক। আমীন।

(আমারে কেউ গালি দেওয়ার আগে চিন্তা কইরা নিয়েন, হাটা-বাবার বেশকিছু ভণ্ডামির প্রমাণ আমার কাছে আছে)

৭| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মুক্তকণ্ঠ বলেছেন: হাঁটা বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্ত আমিনুল বলেন, আমি দীর্ঘ ১৬ বছর ধরে দেশব্যাপী বাবার সঙ্গে হেঁটেছি

আহারে! বাবা ইজ ডেড :(

৮| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪১

এহসান সাবির বলেছেন: উনাকে প্রায় দেখতাম আমি....
:( :(

৯| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তার রুহের মাগফিরাত কামনা করি ।

১০| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

ধুম্রজ্বাল বলেছেন: কেউ তাকে বানালেন আল্লাহর অলি। আবার কেউ তাকে ভন্ড প্রমানের চেষ্টা করছে।
অথচ তিনি সম্ভবত মানসিক রোগাক্রান্ত ব্যাক্তি ছিলেন।অথবা নিজ ভাবনায় মশগুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.