নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইনে ফুল কিনুন শাহবাগ থেকে ------
আশ্চর্য হবার কিছু নেই , শাহবাগে ফুলের দোকানে ল্যাপটপে ফুলের অনলাইন ক্যাটালগ দেখে ফুল কেনাবেচা শুরু করেছে একটি দোকান । দাড়িয়ে দাড়িয়ে বেশ ভালোই লাগছিল দেখতে । একটা মডেম লাগিয়ে ওরা দেশ বিদেশের ফুলসজ্জার নতুন প্যাটার্ন কপি করছে আর নিজেদের রাখছে আপডেটেড । ফুটপাতে বসে প্রযুক্তির এই ব্যাবহার আমায় আনন্দ দিলো যে নিরাশ হইয়ো না , যারা দেশটাকে পিছিয়ে রাখতে চায় এই বৈশাখই যেন হয় তাদের শেষ হবার দিন । ধন্যবাদ তারুণ্য কে ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০
অরণ্যতা বলেছেন: ভাই দয়া করে ওদের মোবাইল নাম্বারটা একটু মেইল করবেন [email protected]
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮
সোহানী বলেছেন: দারুনতো............... ধন্যবাদ শেয়ার করার জন্য...