নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের চারছাত্রেরই মরদেহ উদ্ধার হয়েছে (ওদের ছবি সহ)

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬

সেন্টমার্টিনসে সাগরে নিখোঁজ থাকা আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের চারছাত্রেরই মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর বুধবার সকাল ৯টায়এক জনের এবং ৪৫ ঘণ্টা পর সকাল ১১টায় বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

সেন্টমার্টিনকোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, সেন্টমার্টিনেরউত্তর বীচে সাগরে ভাসমান লাশটি দেখতে পেয়ে কোষ্টগার্ডের টহল টীম এটি উদ্ধারকরে। পরে লাশটি সেন্টমার্টিন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লাশটি একাধারে পানিতে ভাসমান থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। একারণে খুব সহজেই লাশের পরিচয় নিশ্চিত করা যাচ্ছেনা। তবে ধারণা করা সাব্বির হাসানের লাশ।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে গোসল করতে নেমে সেন্টমার্টিন দ্বীপেরদক্ষিণ-পূর্ব পাশের সমুদ্র সৈকতে ঢাকা আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়েরকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ায়িং বিভাগের শিক্ষার্থী মনফিজুল ইসলামইভান ও সাদ্দাম হোসেন অঙ্কুর নিহত হন। এছাড়াও সমুদ্রেরপানিতে ৪ শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। তারা হলেন, উদয় মাহমুদ, শাহরিয়ারকবির নোমান, সাব্বির হাসান ও গোলাম রহিম বাপ্পি। তারা সকলেই কম্পিউটারসাইন্স বিভাগের ৩য় ও ৪র্থ বর্ষের ছাত্র।


বাপ্পী-নোমান-মানফেজ সাঁতার জানতেন, উদয়-সাদ্দাম জানতেন না

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

নিজাম বলেছেন: গভীর সমবেদনা।

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

ঢাকাবাসী বলেছেন: জ্ঞানের অভাব, বেপরোয়া আচরণ, দুঃখজনক!

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

রমিত বলেছেন: গভীর সমবেদনা। শুনেছি গোলাম রহিম বাপ্পি খুব ভালো এথলিট ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.