নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনপ্রকার রাখঢাকহীন ঘোষণা । নাস্তিকদের কতল বা হত্যা করো। কি ভীষণ ব্যাপার । এখনো পর্যন্ত না কোন সুশীল না মঞ্চ প্রতিবাদ করেনি এই ভয়ানক একটি ঘোষণার । তার বিরুদ্ধে কোন দেশপ্রেমিক ব্যারিস্টার উচ্চ আদালতে দাখিল করেননি কোন নালিশ বা কারন দর্শায়নি সরকারকে জননিরাপত্তা বিধানে এবং সরাসরি রায়ট বা গোলযোগের হুমকি প্রদর্শনের জন্য শফিকে আটক কেন করা হয়নি ।
অদ্ভুত উটের পিঠে নয়, অদ্ভুত কুত্তার পিঠে চলেছে স্বদেশ ।
এখন সত্যি সত্যিই যদি কিছু মানুষ তরবারি হাতে নিয়ে নারায় তকবির দিয়ে কিছু মানুষের ওপর ঝাঁপিয়ে পরে কতল শুরু করল ,কেমন হবে ব্যাপারটা । ব্যাক্তিগত প্রতিশোধ নেবার অপূর্ব সময় , নাস্তিক নিধনের নামে । কারো শরীরে নাস্তিক লেখা থাকেনা ,থাকেনা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য বিশ্বাসের চিহ্ন । আমরা কি বেঘোরে জীবন হারাবো ? জীবন হারাবে অসংখ্য মানুষ ? এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ শাসন করছে আওয়ামি লীগ ? কোথায় মুক্তিযোদ্ধা মন্ত্রীগণ ? শরীরের সব অনুভূতি কি বিসর্জন দিয়ে দিয়েছেন , মন তো ছিল , ওটা নিশ্চয় মরে যায়নি । আমাদের শ্রেষ্ঠ সময় কৈশোরের মুক্তিযুদ্ধ কিন্তু অটুট আছে , ওটার মৃত্যু নেই !!
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: প্রাসাদের খেলা শুরু হয়ে গেছে।
এটা দুটো জিনিষ ভাবতে বাধ্য করে।
১। আওয়ামী লীগ যখন ভয়ংকর কোনো খেলায় মেতে উঠে তখন পরিকল্পিত ভাবে এরকম ইস্যূ সামনে নিয়ে আসে। কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা স্পষ্ট ও ধরা পড়বে। আশা করছি আমার আমার ভয় অমূলক প্রমাণ হবে।
২। ইতিমধ্যে ঘটে গ্যাছে এমন কোনো বির্পযয় লুকানোর জন্য আওয়ামী লীগ এরকম ফলহীন / অর্জনহীন খেলা আগেও খেলেছে। আমার অনুমান মিথ্যে হোক।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২২
শাহ আজিজ বলেছেন: চীনে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল স্কুল ছাত্রদের দিয়ে শিক্ষকদের নির্যাতন ৩ কোটি লোককে হত্যার মাধ্যমে । আমাদের দেশে নিজ কর্মীদের উপর শেখ মুজিব রক্ষিবাহিনি লেলিএ দিয়েছিলেন একদলিও শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় । এবার সবচে ভালো গেমস হবে হেফাজত দিয়ে ধোলাই হবে যারা ভিন্নমত পোষণ করেন বতমান সরকারের বিরুদ্ধে । সবশেষে হেফাজতের পুনঃ ধোলাই হবে অকাতরে মানুষ খুন করার অপরাধে । জামাত তো হাতের মুঠোয় , আরবদের তীব্র চাপ আর পার্টির আভ্যন্তরীণ ক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি খুব সুবিধার মনে হয়না।
৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৩
দ্যা লায়ন বলেছেন: শিশু আর বুড়ো সমান সময় পার করে,এদের কথার বিশেষ কোন গুরুত্ব না দেয়াই ভালো।
২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩
শাহ আজিজ বলেছেন: লায়ন, আমরা এই মুহূর্তে একটা পিপড়াকেও কেয়ার করে চলি
৪| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪
অেসন বলেছেন: আমাদের সুশীল সমাজের এই ব্যাপারে কোন উচ্চবাচ্য নেই। সরকারের
সাথে সাথে তারাও কি আপোষ করলো ! নাকি নাস্তিক হওয়ার ভয়ে চুপ
হয়ে গেলেন ! শফি সহেবরা যাকে তাকে নাস্তিক উপাধি দিয়ে কতলের
সিদ্ধান্ত নিতে পারে।
৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: শাহ্ আজিজ@ আমার মন্তব্যের উত্তরে আপনার জবাব মারাত্মক। অনেক গভীর ও দূরদৃষ্টির অভিঘাত।
ব্যক্তিগত ভাবে আমি খুব ভয়ে আছি। এলাকার লোকজন আমাকে বৃথাই সন্দেহ করে ও ভুল বুঝে আছে। হেফাজতিদের বাঁটে পড়ার শংকায় আছি।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত উটের পিঠে নয়, অদ্ভুত কুত্তার পিঠে চলেছে স্বদেশ ।