নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বদ সাংবাদিকতার নমুনা

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬

মালয়েশিয়ার এম এইচ ৩৭০ হারানোর পর থেকে আমি খুব উদ্বিগ্নতার সাথে প্রতিদিনের খবর নেবার জন্য চষে বেড়াতাম বড় সংবাদপত্র গুলোতে, যদি কিছু মেলে । ইত্যবসরে শুরু হল সংবাদপত্রের অস্বাভাবিক আচরন , সেটা বুঝে নিতেও সময় লাগে । রাশিয়ার একটি পত্রিকার বরাত দিয়ে লেবানিজ মিডিয়া খবর দিল যে প্লেনটি কান্দাহারে নেমেছে । মস্কোর ওই পত্রিকায় লেবানিজদের দেওয়া তথ্যের কোন আভাস পাওয়া গেলনা অথবা তারা অনলাইন লেখাটি মুছে দিয়েছে । বাংলাদেশের পত্রিকা হুবহু ওটাই ছেপেছে যা লেবানিজ মিডিয়া করেছে। আমি প্রথমেই একটি পোস্ট দিয়ে স্বভাব অনুযায়ী খুজতে লাগলাম খবরের সত্যতা । দুঃখিত অনলাইন সুত্র দেওয়া থাকলেও তা সেখানে আর নেই বলে জানান দিল । আমেরিকা রাশিয়া সমর প্রতিযোগিতা খেললে কি হবে শয়তানির দিক দিয়ে তারা একাট্টা । ২৩৯ জন যাত্রি নিয়ে একটি বিমান হাওয়া হয়ে যাবে অথচ আলকায়দার যোদ্ধাদের ঠিকই স্যাটেলাইটে অনুসরন করে দ্রোণ দিয়ে বোমা মেরে হত্যা করা যায় , যায়না শুধু তাদের কাছে সংরক্ষিত কয়েকশ স্যাটেলাইটের ২৪ ঘণ্টায় দুনিয়াব্যাপি ধারণকৃত ছবিতথ্য সরবরাহের । যাহোক এভাবেই কেটে গেছে অনেকগুলি সপ্তাহ । শেষ খবরে এটাকে আসামেও আরেকবার পাওয়া গিয়েছিল । আজ সকালে বাংলানিউজ২৪ এ আবারো একবার পাওয়া গেল ## অবশেষে নিখোঁজ মালয়েশীয় যাত্রবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে।গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড়ে যাবার পর টানা ৬ সপ্তাহ ধরে নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে খুঁজে পাওয়ার এই দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি এক্সপ্লোরেশন কোম… Click This Link
By banglanews24.com##
একটি ছবিও দেওয়া হয়েছে সাথে । আমি বিশ্ব মাধ্যমগুলোতে কোন খবর পেলাম না বরং সি এন এন ২৮ তারিখের খবরে জানাচ্ছে এক টুকরো ধাতবের পাত পাওয়া গেছে কিন্তু তা ওই বিমানের কোন অংশ নয় । Click This Link
বাংলানিউজ কিছুক্ষনের জন্য ওই সংবাদটি বন্ধ রেখে আবার খুলেছে এখন । একটা প্রশ্ন জাগছে তা হল মিডিয়ার একটি অংশ কেন এই প্রতারনামুলক সংবাদ ছাপিয়ে জনমনে হয়রানি করছে। অনলাইন সংবাদ মানেই প্রায় সাথে সাথে বিশ্বব্যাপী ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে পারা । আমার ফেবুতে ৮১ টি অনলাইন মিডিয়া যুক্ত আছে । বদ সাংবাদিকতার জন্য কোন কোয়ালিফিকেশনের দরকার হয়না দরকার মালিক ও সাংবাদিকের মাথা ফাটানোর যোগ্যতা । তাই ই চলছে এখন । আমি দুঃখিত ।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: জার্নালিজমের কতগুলো মৌলিক নৈতিকতা এবং পেশাদারী মানদন্ড রয়েছে। সেটা জবাবদিহিতার মাধ্যমেই অগ্রসর হয়। কিন্তু সংবাদ যখন উত্তেজনা বিনোদনে টার্ন নেয় তখন তা ভয়ংকার আকার ধারণ করে। আপনি তাদের সরাসরি হলুদ সাংবাদিকতাও বলতে পারবেন না, আবার সঠিক সংবাদ পরিবেশকও বলতে পারবেন না। সংকটময় বাজে পরিস্থিতি।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

শাহ আজিজ বলেছেন: সব মানদণ্ড এখন দণ্ডিত হয়ে গেছে । প্রথম দিকে বিখ্যাত পত্রিকাগুলোই শুরু করেছিল মালয়শিয়ান হারানো বিমান নিয়ে এই ইদুর বিড়াল খেলা । আমার সাম্প্রতিক পর্যবেক্ষণ হচ্ছে অইসব পত্রিকা আর এ নিয়ে খুব বাড়তি খবর দিচ্ছেনা । ওবামার সফর শেষ হলে দেখি কিছু নতুন এপিসোড শুরু হয় কিনা । ফেবুর লিঙ্কে বাংলা অনলাইন পত্রিকার অবস্থা খুবই নাজুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.