নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বৈশাখের দাবদাহ শিশুদের জন্য আনন্দ বয়ে আনে

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৫২

ওরা দল বেধে দাপাচ্ছে পানিতে । রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধের সংরক্ষিত বিশাল পানির আঁধারে চলছে শিশুদের উচ্ছল আনন্দ আর চিৎকার হই হুল্লোড় । সবুজ হয়ে যাওয়া পানিতে ওদের দাপাদাপি দেখে আপনারও শখ জেগে উঠবে কাপড় খুলে লাফিয়ে পড়ার । পিচ্চিগুলো বড়দের কাধে উঠে ডাইভ দিচ্ছে পানিতে।ওখান থেকে চোখ উঠে যাবে ‘সবকটা জানালা খুলে দাওনা’র সেই বিখ্যাত জানালায় । ওখান থেকে এক চিলতে আকাশ দেখা যায় । আপনি যদি রায়েরবাজার বধ্যভূমির সেই স্মৃতি হাতড়ান তাহলে ভাবালুতা এসে ঘিরবে আপনাকে মুহূর্তেই । আমি ডিসেম্বরের ত্তৃতীয় সপ্তাহে ছবিতে দেখেছি , স্থম্ভিত হয়ে গেছি , বেদনায় নীল হয়েছি । আর যারা স্বজন খুজতে এসে হাত পা বাধা প্রিয় মানুষকে পড়ে থাকতে দেখে ডুকরে উঠেছেন, তাদের কথা ভাবুন । ঘাতকদের বিচার চলছে , একটা ঝুলেছে ,আশা বাকিগুলোও ঝুলবে যদিনা চেতনায় ঘটে কোন পরিবর্তন ।
দেখুন, কথায় কথায় কোথায় চলে এলুম । আবার ফিরে যাই শিশুদের পানির উচ্ছলতায় , পারলে নেমে পড়ি ওদের সাথে , দূর হোক দাবদাহ , আসুক বৃষ্টিপূর্ব শীতল হিমেল হাওয়া । সন্ধ্যায় এলে চমৎকার শীতল হাওয়ার পরশ বুলিয়ে দেবে , শান্তি আনবে শরীরে ও মনে । চলে আসুন গরম থাকতে থাকতে এক বিকালে।
ছবিঃশাহ আজিজ

































মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪৪

সিফাত সারা বলেছেন: দারুন ছবি তুলেছেন তো :) 8-|

০২ রা মে, ২০১৪ রাত ১০:৪২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ।

কোন ত্রুটির জন্য এই পোস্টটি দেখা যায়নি সম্ভবত । যাহোক এখন দেখা যাচ্ছে । ছহিগুলো আমার মোবাইলে তোলা ।

২| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:০৪

অরণ্যতা বলেছেন: সবুজ হয়ে যাওয়া পানিতে ওদের দাপাদাপি দেখে আপনারও শখ জেগে উঠবে কাপড় খুলে লাফিয়ে পড়ার । :P :P :P :P

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

শাহ আজিজ বলেছেন: ভাই , আমি কাপড় খুলতে রাজি না , বড় হয়েছিনা? কি লজ্জা------ X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.