নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল সব্জির এই যে সবুজ ভাব এটা ঠিক জেনুইন নয় । আবার ভাবি পাকানোর রসায়ন সেইযে ঢুকেছে মনে এখন যাই দেখি মনে হয় রাইপেনার দিয়ে পাকানো , টসটসে হলদে । হলুদ রমণীরাও যায়না বাদ আমার সন্দেহর তালিকা থেকে । কিন্তু সবুজ বানাচ্ছে কি দিয়ে তাওত জানা দরকার । পেপে ভাজি সকালে মাস্ট । সেই সবুজ পেপে এনে দেখি ভেতরটা পেকে গেছে । দোকানিকে বললে গ্যালিলিও ভাব নিয়ে বলে একটা পাকা পেপে ১০০র উপর দাম , হস্তায় পাইলেন, কয়দিন রাইখা খাইতেন, বেহেস্তের ফলের মত স্বাদ পাইতেন । গতকাল করল্লা কিনেছি, এই গরমে আবার প্রতিদিন মাছের সাথে করল্লা দিয়ে না খেলে জীবনটা বৃথা মনে হয়। তাজা সবুজ করল্লা, কাটতেই ভিতরে লাল টুকটুকে বেহেস্তের বিচি । মনটাই খারাপ হয়ে গেল। আমার সন্দেহ ঠিক এমন কিছু দিচ্ছে যাতে সবুজ আরও সবুজ হয়। কোথায় যাই , হয় পাকিয়ে হলুদ করবে নয় ঝাকিয়ে সবুজ করবে । কেমিক্যাল আলির ফাসি হয়ে গেছে নয়ত তাকে বলা যেত এমন একটা কেমিক্যাল বোমা বানাও যা দিয়ে জাফর ইকবালের দ্রোন ব্যাবহার করে ভোরবেলা বাজারিদের উপর মারা যেত । কারো দোষ পড়ত না , বলা যেত মানুষ বিহীন ওই প্লেন বেহেস্তের স্বাদ দিতে নেমে এসেছিল , জোরে বল আলহামদুলিল্লাহ !!
১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৭
শাহ আজিজ বলেছেন: নাউজুবিল্লাহ
২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এইগুলো শুনলে রাগ লাগে। আমরা ধিক্কার জানাই আমাদের সরকারকে যারা এই দেশের নাগরিকদের নুন্যতম সুবিধা দিতে পারছে না। এই সংক্রান্ত আইন থাকলেও তার প্রয়োগ নাই।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪১
শাহ আজিজ বলেছেন: কাকে বা কাদের বললে কাজে দেবে জানা নেই তবে গ্রাম পর্যায়ে কীটনাশক বিক্রেতাদের ওপর স্থানীয় পর্যায়ে কিছু কাজ করা যায় । সরকার এখন ডেকোরেশন পিস মাত্র ।
৩| ২০ শে মে, ২০১৪ রাত ৮:০০
সুমন কর বলেছেন:
ভালো বলেছেন।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬
শাহ আজিজ বলেছেন: ভাল? সেতো বলতেই হবে ------
৪| ২১ শে মে, ২০১৪ রাত ৩:১৬
কানা দাজ্জাল বলেছেন: কাউকে বল্লে কাজ হবে না। প্রধানমন্ত্রী আর তার ভাই বোনদের ক্যামিকেল যুক্ত ফলমূলাদি আর শাক সবজী খাওয়ানোর ব্যাবস্থা করেন। যেইটা খাইলে তেনারা নরকে না ঢুইকা, নরকের দরজায় ঠ্যাং উপরের দিক দিয়া বাইজ্যা থাকব, দেখবেন সব ঠিক।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯
শাহ আজিজ বলেছেন: তারা কোথাকার খাবার খায় এই আইডিয়া আমার নাই ।
৫| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
বিষক্ষয় বলেছেন: @ কানা দাজ্জাল
প্রধানমন্ত্রর কেউ বাংলাদেশে থাকে না
৬| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
বিষক্ষয় বলেছেন: @ কানা দাজ্জাল
প্রধানমন্ত্রীর পরিবারের কেউ বাংলাদেশে থাকে না
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
মদন বলেছেন: আলহামদুলিল্লাহ