নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাইল্যান্ড

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

থাই সামরিক বাহিনী প্রধান ঘোষণা করেছেন গত মঙ্গলবারে মিলিটারি কমিশন মার্শাল ল জারির পর আজ তারা দেশটির সকল ক্ষমতা ও নিয়ন্ত্রণ গ্রহন করছে । ইতোমধ্যে সামরিক বাহিনী, রাজনৈতিক দলসমুহ , ইলেকশন কমিশন ও সিনেটরদের মধ্যে চলমান অচলবস্থা কাটানোর সকল প্রকার চেষ্টা ব্যর্থ হলে সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণভার গ্রহন করে। আজ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সেনা, বিমান, নৌ বাহিনী এবং পুলিশ রাষ্ট্র নিয়ন্ত্রণের ভার হাতে নিয়েছে । গত ছ মাস ধরে থাইল্যান্ডে কার্যত একটি অচলবস্থা বিরাজ করছিল । লাল শার্ট ও হলুদ শার্টের নেতাদের কপালে কি ঘটেছে এখনো জানা যায়নি । ২০০৬এ থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বাহিনী পুনরায় নির্বাচন দিলে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা নির্বাচিত হন ২০১১ তে । ইংলাক কে এমাসের প্রথমে ক্ষমতা থেকে বিদায় নিতে হয় দুর্নীতির অভিযোগে । মুলত হলুদ শার্টধারীরা সিনাওয়াত্রা পরিবার বিরোধী হিসাবে পরিচিত । রাষ্ট্রের ক্ষমতার উপর থাকসিন প্রভাব ফেলছে এই অভিযোগে তারা ছমাস আগে আন্দোলনে যায় । সামরিক বাহিনী রাষ্ট্র ক্ষমতা নিলেও লাল শার্ট ধারী থাকসিনপন্থিরা ব্যাঙ্ককের বাইরে তাদের অবস্থান থেকে নড়তে নারাজ । তারা বলছে কপালে যাই থাকুক তারা এখানের অবস্থান থেকে সরবে না।তারা এর আগে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে লড়বার হুমকি দিয়েছিল । ১৯৩২ সাল থেকে থাইল্যান্ড ১১বার সামরিক ক্যু দেতার শিকার হয়েছে ।
বিলিয়েনর বলে পরিচিত থাকসিন সিনাওয়াত্রা এখন স্বেচ্ছাপ্রবাস জীবন কাটাচ্ছেন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

পংবাড়ী বলেছেন: থাইল্যান্ড ভালো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.