নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

৭০০০ বছর আগেকার আঁকা শিকারের চিত্র , স্পেনে

২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৩৫

পুরাতত্ত্ববিদরা স্পেনের একটি পাহাড়ের গুহায় ৭০০০ বছর আগেকার আঁকা শিকারের চিত্র খুজে পেয়েছেন । পূর্ব স্পেনের ক্যাসটেলিওনের ভিলাফ্রাঙ্কা এলাকার কোন পর্বতের ৬ মিটার লম্বা গুহায় এটি পাওয়া গেছে । পর্বত ও সঠিক স্থানের নাম এখনো গোপন রাখা হয়েছে। চিত্রটি পুরু ধুলা ময়লায় ঢাকা ছিল । এই চিত্রটিতে ১০ টি মানুষের , ষাঁড় , দুজন তীরন্দাজ ও একটি ছাগলের চরিত্র অঙ্কিত আছে ।
এই ম্যুরালগুলো দুর্যোগপূর্ণ খোলা আবহাওয়ার মুখে থেকেও গুরুতর ক্ষতির সন্মুখীন হয়নি ।
স্পেনের সরকারের দেওয়া অনুদানে একটি পুরাতত্ত্ব এলাকার খনন কাজ করতে গিয়ে পুরাতত্ত্ববিদরা আচমকা এই গুহার সন্ধান পান । এরকম একটি আবিস্কার তাদের স্তম্ভিত করেছে। বার্সেলোনা বিশ্ববিদ্যালয় পুরাতত্ত্ব বিভাগ, তলুস বিশ্ববিদ্যালয়, ভালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ প্রফেসর ও গবেষকরা ওই এলাকায় একটি খননকাজে নিয়োজিত থাকার সময়েই তাদের হাতে মেসিডোনিয়ান বেসিনের সবচে নিখুত ও পুরাতন একটি গুহাচিত্র আবিস্কার হল । গেল নভেম্বরে এটি আবিস্কার হওয়ার পর এই সংবাদ গোপন রাখা হয়েছিল শুধুমাত্র নিরাপত্তা বলয় সৃষ্টির কারনে ।গত এপ্রিল মাসে দক্ষিন স্পেনের জায়েনে একটি গুহা লুণ্ঠনের শিকার হয় । খুব শীঘ্রই এটি উম্মুক্ত করা হবে দর্শকদের জন্য ।







মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৪ সকাল ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

২| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৪৯

উদাসীন_বালক বলেছেন: ধন্যবাদ

২৫ শে মে, ২০১৪ সকাল ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।

৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৪৮

ড. জেকিল বলেছেন: সব চাইতে পুরাতন গুহাচিত্রও স্পেনে পাওয়া গিয়েছিলো মনে হয়, তাই না ?

২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: আলতামিরা , হ্যা ওটাও স্পেনে ।

৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) শেয়ার করার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.