নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক ও কবি কাসাফাদ্দৌজা নোমানের আহবানে আজ তার ফেসবুকার বন্ধু ও অনুসারীরা শাহবাগে মিলিত হয়েছিলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রথম এবং একমাত্র অল রাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে আনীত শাস্তিসমুহের প্রত্যাহার বা সহজীকরন করার দাবি নিয়ে। সম্পূর্ণ অরাজনৈতিক , ও কোন সংগঠন বিহীন এই জমায়েতে ১৭০ জন ফেসবুকার ,ব্লগ লেখক ও কবি উপস্থিত ছিলেন । শ্লোগান ছাড়াই বা বক্তৃতা ও কোন মঞ্চের ধার না ধেরে নোমানের বন্ধুরা দাড়িয়ে যান প্লাকারড ব্যানার হাতে , নীরবে । ৭ টি টেলিভিশন কোম্পানির প্রদায়ক ও ক্যামেরাম্যান শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ানো এই সাকিব সমর্থকদের কাছ থেকে জেনে নিচ্ছিলেন তাদের অনুযোগ, অভিমান ও মতামত । কিছু পত্রিকার প্রদায়করাও এসেছিলেন । পুলিশ বেশ যত্ন সহকারে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছিলেন ।
তরুন তুর্কীরা টি ভি কে বেশ বিপ্লবী ভাব নিয়েই বলছিলেন । রোজার দিনে বিকেলে আমরাও এতো বন্ধুর আশা করিনি । কোন রাজনৈতিক বা সাংস্কৃতিক দলের পরিচয় ছাড়াই নোমান এবং আমরা সফল হয়েছি আমাদের মেসেজ জনগন ও ক্রিকেট বোর্ডকে পৌঁছে দিতে। ধন্যবাদ আজকের বন্ধুদের যারা তপ্ত দুপুর উপেক্ষা করে রোজা রেখে এসেছিলে প্রতিবাদ সমাবেশের মানববন্ধনে । ছবি দেখো !
আমার তোলা ভি ডি ও ঃhttps://www.facebook.com/photo.php?v=10152168181492539&set=vb.672602538&type=2&theater
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:১২
একজন সুখীমানুষ বলেছেন: ভাল উদ্যোগ। সমর্থন রইল।