নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবন বাদন
শ্রাবনের মধ্যভাগের মধ্য রজনীতে
ঘুম ভেঙ্গে রইলাম চেয়ে আকাশপানে
আলোর আশায়,দুরাশায় ভাসিয়ে আমায়
চলে ঘাসফুলের কাঙ্ক্ষিত মেঘ বিসর্জন
কন্যাদ্বায়গ্রস্থ আকাশ ভুমিপুত্রকে সজীব
আর বর্ষনসঙ্গমে রাখতে অটুট বংশধারা
ঝরে চলে অবিরত সুখজাগানিয়া সুরে।
আমি একবুক দুঃখ নিয়ে উৎকোচহীন ট্রাফিকের
মত দাড়িয়ে থাকি চতুর্মুখী যন্ত্রনার আইল্যান্ডে
চারদিকের তাবৎ বাহনকে দিয়েছি স্বাধীনতা
ইচ্ছেমত চালাবে খুশীর গতিতে উদ্দাম
ষ্টিয়ারিং এ রেখে হাত যাবে ধুসর প্রান্তরে
অনন্ত কষ্টে বাধা বুক দীর্ঘশ্বাস ছাড়ে নিরাপদে।
ঘরের তাবৎ বস্তু ঘুমিয়ে শাওনের ঘোরে
কষ্টকল্পিত কার্পণ্যযুক্ত ঈষৎ আলো যায় দেখা
বৃষ্টি ও মেঘ ছাপিয়ে দূর ব্ল্যাকহোলের কাছে
মাথা ঘোরে জিরো গ্রাভিটিতে নেশা মাখানো
নভোচারীদের ছান্দসিক চলাফেরার মত
বাইরে আকাশগায়ে সাদার উপরে কালো
মেঘেদের দ্রুত উত্তরমুখী ছটফট চলাচল
শ্রাবনকন্যার অঝোর ধারা দিয়ে দেয়
ছিটেফোটা মাথা মুখে ও চোখে
মুখমণ্ডল পবিত্র হয় প্রার্থনার তরে
চক্ষুদ্বয়ে আবারো নামে ক্লান্তি
শ্রান্তিতে পুনঃনিদ্রায় বিছানায় দেই এলিয়ে
জীবন যন্ত্রনার ভারে অপ্রয়োজনীয় কাঠামোখানি ।।
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮
শাহ আজিজ বলেছেন: দেবো দেবো ,ধীরে বন্ধু ।
২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর... ভালো লাগলো কাব্যিক প্রকাশ..
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৩
সাদরিল বলেছেন: এবার খুব দ্রুত শ্রাবণ চলে গেলো।
আমি একবুক দুঃখ নিয়ে উৎকোচহীন ট্রাফিকের
মত দাড়িয়ে থাকি চতুর্মুখী যন্ত্রনার আইল্যান্ডে
শ্রাবনকে অনুভব করার জন্য দারুন দুটি লাইন
২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭
শাহ আজিজ বলেছেন: লাইন দুটো অকস্মাৎ এসে গেল কোন প্রস্তুতি ছাড়াই , ব্যাস লিখে দিলাম ।
ধন্যবাদ প্রিয় ।।
৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৪
এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় ।।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬
মোঃ মামুনুর রশিদ বলেছেন: ছিটেফোটা মাথা মুখে ও চোখে
মুখমণ্ডল পবিত্র হয় প্রার্থনার তরে
চক্ষুদ্বয়ে আবারো নামে ক্লান্তি
শ্রান্তিতে পুনঃনিদ্রায় বিছানায় দেই এলিয়ে
জীবন যন্ত্রনার ভারে অপ্রয়োজনীয় কাঠামোখানি ।।
খুবেই ভালো লাগলো।
আশা করি এই রকমেই আরো কিছু পাবো