নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালি কাবিনে জামিন
হয় রুদ্ধ যৌবনমালার
বনসাইয়ে বাঁধা পত্রপল্লব
রাতারাতি বিকশিত
কাব্যকান্তির শেকড়ে ।
অযুত অপেক্ষার
ঘটে অবসান নিশীথে
ত্রয়োদশী আর পুর্ণচাদের
চতুর্দশীর থরথর কম্পমান
পালাবদলের মাহেন্দ্রক্ষণে
কন্যাকুমারিকার ফেনায়িত
বালুকাবেলায় মুদে থাকা সুখে।
জীবন নাট্যের দ্বিতীয় পালার নট,নটী
কথা কয় ছড়হীন বেহালার সুরে
পালাকার খেলে খেলা
ভাসায় আশার ভেলা
শতবর্ণী পালতোলা নায়ে
ত্রিবেণী সঙ্গমে ।।
২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৫
শাহ আজিজ বলেছেন: বিবাহ আসর থেকে বাসর পর্যন্ত একটি বর্ণনা মাত্র । কাবিন সম্পন্ন হলেই তো মুক্তি , তার কুমারীত্ব শেষ হল সোনালি সনদে । পালাকার হচ্ছে ঈশ্বর , সে যেভাবে জীবনটাকে সাজিয়েছে সেই ভাবেই চলবে । তারপরও মানুষ আষাঢ় ভেলায় ভাসে , ঠিক প্রদীপ জ্বালিয়ে শুভ কামনায় গঙ্গা - যমুনা- ভগিরথির সঙ্গমে ভাসিয়ে দেয় , জীবন একটা শতবর্ণের পালের মত ।
বোঝা গেছে কিছুটা ??
২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩২
শাহ আজিজ বলেছেন: তারপরও মানুষ আষাঢ় ভেলায় ভাসে , ঠিক প্রদীপ জ্বালিয়ে শুভ কামনায় গঙ্গা
তারপরও মানুষ আশার ভেলায় ভাসে , ঠিক প্রদীপ জ্বালিয়ে তাবৎ নারীরা শুভ সময় , শুভ ক্ষন নিষ্কণ্টক জীবন শুভ কামনায় গঙ্গা -
নিচের লাইনটা সংশোধন করতে হবে ।।
২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ++++++
২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় !!
৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪
দুঃখ বিলাস বলেছেন: ভালো লেগেছে।
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় !!
৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমকপ্রদ চিন্তা।
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় !! হ্যাঁ , আমি শব্দ নিয়ে খেলাঘর গড়ি । ওতেই আনন্দ ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৫
কলমের কালি শেষ বলেছেন: মাথা চুলকাচ্চি...থট ইজ ভেরী হাই ফর মি...