|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আই এস আই এস ইরাকি শহর মসুলের সব নারী ও কন্যা শিশুদের জন্য খৎনা বাধ্যতা মুলক করে ফতোয়া জারি করেছে।সুন্নি মুসলিম অধ্যুষিত ইরাকের এই এলাকায় এ ধরনের প্রচলন কখনোই ছিল না। প্রায় চল্লিশ লাখ মহিলা ও বালিকা এই আদেশের শিকার হবে। নারীদের খৎনা আফ্রিকাতে একটি স্বাভাবিক বিষয় । জাতিসংঘের ইরাক প্রতিনিধি জেনেভাকে এ খবর জানিয়ে দিয়েছেন। এসব খৎনা অ্যানেস্থেশিয়া বা ব্যথা নাশক ছাড়াই করা হয় বলে এটি যন্ত্রনা দায়ক ও এদের অনেকেই সেপটিকজনিত কারনে মারা যান, সারা জীবন ধরে ভয়ঙ্কর স্মৃতি বয়ে বেড়ানো, মানসিক আঘাত তো আছেই সবচে বড় বিষয় হচ্ছে এইসব ভিকটিমরা তাদের যৌন স্পৃহা ও সঙ্গমকালীন আনন্দ হতে বঞ্চিত হন । এই বিষয়টি FGM নামেই বেশী প্রচলিত ।যেসব উপসর্গ দৃশ্যমান তা নিচে দেওয়া হল  
তীব্র ব্যথা এবং শক 
সংক্রমণ 
প্রস্রাব ধরে রাখার অক্ষমতা 
সন্নিহিত টিস্যু আঘাত 
অবিলম্বে মারাত্মক রক্তক্ষরণ 
দীর্ঘমেয়াদী প্রভাব
 
বহিরাগত প্রজনন সিস্টেমের ব্যাপক ক্ষতি 
জরায়ু, যোনি সংক্রমণ 
সিস্ট এবং Neuromas 
বর্ধিত ঝুঁকি Vesico যোনি ভগন্দর 
গর্ভাবস্থা এবং সন্তানের জন্ম জটিলতা 
মানসিক ক্ষতি 
যৌন কর্মহীনতার 
কুসুম সমস্যা 
এই খৎনার বিষয়টি শুধু মুসলিমদের মধ্যে নয় তা ইহুদী, খ্রিষ্টান সম্প্রদায়, ছোট ছোট ভিন্ন বিশ্বাস ধারীদের মধ্যেও প্রচলিত। আমেরিকা,কানাডা, অস্ত্রেলিয়ার মত রাষ্ট্রে ক্ষুদ্র সম্প্রদায়ও এই প্রথা বজায় রেখেছে । জাতিসংঘের পক্ষ থেকে যোগাযোগ করলেও আই এস আই এস এর অস্ত্রধারী যোদ্ধাদের কেউ এখনো কোন সাড়া দেয়নি ।  
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:১০
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: টিকবে না । পিটাইয়া চামড়া তুলে দেবে।
২|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৯:৪৩
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৯:৪৩
মুদ্দাকির বলেছেন: 
অসুস্থ !!! অন্য কিছু বলার নাই!! 
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:১১
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: আপনার শরীর অসুস্থ ? তাড়া তাড়ি ভালো হয়ে যান।
৩|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:০০
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:০০
ফা হিম বলেছেন: আচ্ছা, এই খৎনা'র কোন ভিত্তি আছে কি? ধর্ম কি বলে? আমার খুব জানার ইচ্ছা। কেউ যদি বলতেন??
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:০৮
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:০৮
শাহ আজিজ বলেছেন: খৎনা বহু পুরাতন একটি প্রথা। কিছু এলাকার লোকেরা তাদের ধর্মের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছে কিন্তু ধরমগ্রনথে এ বিষয়ে স্পষ্ট কিছু নেই । আপনি এফ জি এম সার্চ দিন , পেয়ে যাবেন আপনার জানার বিষয়।
৪|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:৪৪
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১০:৪৪
পাল তোলা নৌকা বলেছেন: লেখক ভাইকে আমি অনেক সন্মান জানাই , তবে আমার কিছু বলার আছে, আপনি এই খবর পেলেন কোথায় ?আপনার কাছে কোনো প্রমান , ডকুমেন্টারী, ভিডিও, নিউস, কোনো রিভিউ লিংক, কোনো ওয়েব লিংক ? আছে কি ? কোনো রেফারেন্স দিতে পারবেন ? please আমার কমেন্ট এর ভুল এনালাইসিস করবেন না ।
  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:১০
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:১০
শাহ আজিজ বলেছেন:   http://bbc.in/1uimCxj
 এ ছাড়া গার্ডিয়ান দেখুন । 
৫|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:০৫
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:০৫
মুদ্দাকির বলেছেন: জ্বি ভাই, সুস্থ আছি, জিজ্ঞাস করবার জন্য ধন্যবাদ, দুই প্রন্তেই যত অসুস্থতা, আমি মধ্যমপন্থি, আমার ধর্ম আমাকে তাই হতে বলেছে।
৬|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:৩৩
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:৩৩
পাল তোলা নৌকা বলেছেন: লেখক ভাইকে অনেক ধন্যবাদ রেফারেন্স লিংক দেয়ার জন্য ।
৭|  ২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:৪৬
২৪ শে জুলাই, ২০১৪  রাত ১১:৪৬
ঢাকাবাসী বলেছেন: প্রথম প্রশ্নের উত্তরে যে আশবাদ দেখিয়েছেন তা টিকবেনা। মাওলানারা চাইলে করে ফেলবে আর ওদের চামড়া তোলার লোক থাকবেনা।
  ২৫ শে জুলাই, ২০১৪  দুপুর ১:২২
২৫ শে জুলাই, ২০১৪  দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: আমাদের এখানে এই প্রাকটিস ছিলনা নেই। মাওলানারা চূড়ান্ত বিপদে আছে।
৮|  ২৫ শে জুলাই, ২০১৪  সকাল ১১:২৯
২৫ শে জুলাই, ২০১৪  সকাল ১১:২৯
হেডস্যার বলেছেন: 
সর্বনাশ।   
 
  ২৫ শে জুলাই, ২০১৪  দুপুর ১:১৯
২৫ শে জুলাই, ২০১৪  দুপুর ১:১৯
শাহ আজিজ বলেছেন: মসুলের শিয়া ও ক্রিশ্চিয়ানদের তাদের বাড়িঘর ত্যাগ করে অন্যত্র মনে হয় জঙ্গি দখল কৃত এলাকা ছেড়ে যেতে বলেছে। কুর্দিদের সঙ্গেও ভাব ভালো যাচ্ছে না। কখন কুর্দিস্তানের দিকে হাত বাড়ায় ঠিক নেই ।
৯|  ২৫ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩৪
২৫ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩৪
মুহাই বলেছেন: আমি যতোটুকু জানি আমাদের নবীজী এটা করতে(নারী খতনা) নিষেধ করেছেন।।।।।।
  ২৫ শে জুলাই, ২০১৪  দুপুর ১:১৩
২৫ শে জুলাই, ২০১৪  দুপুর ১:১৩
শাহ আজিজ বলেছেন: এ জন্যই নবীকে ওই সময়ের আধুনিক মানুষ বলা হয়। আধুনিক আরবে এটি নেই। আফ্রিকার ছোট গোত্র ,মুসলিম ,ক্রিশ্চিয়ান ও ইহুদিরা তাও ক্ষুদ্র অংশ এটি করে । ইরাক অত্যান্ত আধুনিক সমাজ ব্যাবস্থায় অবস্থান করছিল। ইরানের মত তাকেও হাজার বছর পিছিয়ে দেওয়া হবে । খোমেনি একজন ব্যার্থ ভণ্ড বিপ্লবী ছিলেন । আই এস আই এস এর ভণ্ড টি কে??
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৪  রাত ৯:৩৪
২৪ শে জুলাই, ২০১৪  রাত ৯:৩৪
নতুন বলেছেন: আমাদের দেশের ফোতয়াবাজরাও তো এই দাবী শুরু করবে..