নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেল ছয়টি যুগ গৃহহীন আমি
ঘুরি ফিরি আপন বলয়ে
স্বাধিকারহীন ,নতজানু
নিজভুমে প্রতিকারহীন
উত্তাপময় জীবনযাপন
প্রতিরোধ আর প্রতিশোধে
কাটে অনন্ত সময় সশস্ত্র
যোদ্ধাদের সমাহারে ।
শত অনিয়ম আর হাজারো
অলঙ্ঘনীয় ললাট লেখাকে
মুছে ফেলে এখানেও জন্ম হয়
হয় মৃত্যু, চলে ভালোবাসা
জীবনের সকল চাওয়া পাওয়ার নিকেশ।
প্রতিদিন ভোরের রক্তিম আকাশকে
রেখে বায়ে দক্ষিনমুখী
হই নত সেজদাতে
দুহাত তুলে মাগি অবসান
এই বারুদ মাখা জীবনের,
বলি আর যেন হয়না
যেন বয়না কারো রক্তস্রোত
না যেন শুনি গুলির শব্দ
অ্যাম্বুলেন্সগুলো যেন থাকে থেমে
অপরান্হের ক্লান্তিমাখা অবসরে
একটি দিন, ঈশ্বর মাত্র একটি দিন
দাও ক্ষান্তি , ছেদ কাটো মায়ের
কোল খালি করার বীভৎস বাসনায়।
ঈশ্বর বধির , পক্ষপাতে দুষ্ট
ব্যাস্ত সাজাতে প্রথম পাঠানো কিতাবেরে।
রাস্তায় চলে শোকের মিছিল লাশ কাধে
বালকেরা মারে ছুড়ে পাথর
সাঁজোয়া যানে, নির্ভীক চিত্তে
হয়ে গেছে তা নিত্য দিনের খেলা,
জন্ম তাবুতে কাঁটাতারে ঘেরা
গোলার কানফাটা আওয়াজ
আর বুক ভরা বারুদের নিঃশ্বাস
নিয়ে শিশুরা প্রথম চোখ তুলে দেখেছে
লাল ক্রস মাথার উপরে
নয় নীল আকাশ,শত বিড়ম্বনার
ভিতরেও মায়ের স্নেহদৃষ্টি, গোলাপী
ঠোটের স্পর্শ,দেখেছে কঠিন অবয়বের পিতাকে
একে-৪৭ ঝোলানো কাঁধে, ডাকছে
মুক্ত করার প্রলম্বিত পথে,স্বাধিকার আদায়ে।
কালো পাথরে চুমু খাওয়া তামাম কওম
এক নয় কখনো , বিচ্ছিন্ন হাজারো পথে
আমাদের পথে আমাদের সাথে নেই কেউ
একাকী লড়ি কঠিন সংগ্রামে,শত্রুর
আহারে উদরপূর্তি, কি নির্মম দয়ার
পুতুল হয়ে বেচে থাকা , মৃত্যুতে নির্ভয়
তাই বেধে নেই সবুজ পটি মস্তকে
হাতে তুলি অস্ত্র, উচ্চারিত হয় কালেমা
শরিক হই সদ্য শহীদানের
শোকের কাফেলায় , গেল ছয়টি যুগ ধরে ।।
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৪
শাহ আজিজ বলেছেন: অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না তাই আগ্রহ হারিয়ে ফেলে। ইতিহাস জানতে হবে , শুধু ইভেন্ট খুললেই হবে না।
ধন্যবাদ আপনাকে ।
২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো ++++
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪
হামিদ আহসান বলেছেন: ছয়টি যগ ধরে চলা ইতাহাসই যেন বললেন। ধন্যবাদ ..........................
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। ফিলিস্তিনিদের জীবন যন্ত্রণার দুর্দান্ত প্রকাশ।
ধন্যবাদ, ভাই শাহ আজিজ।