নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেমাইয়ের ঈদ,ক্রমে জর্দা যুক্ত হল এবং পোলাও মাংস,বিরিয়ানি,তেহারি, হালিম,পরাটা,দহিবড়া আরও কতকি!সেই সেমাই অর্থাৎ দুধ সেমাই কিন্তু হারিয়ে যায়নি। আজ মোহাম্মাদপুর এলাকায় যেহারে গরু জবাই হচ্ছে তাতে ভ্রম হতে পারে কোরবানি কিনা? অবস্থাদৃষ্টে মনে হয় খুব দেরি নেই ঈদুল ফিতর ও ঈদুল আযহা মিলে মিশে একাকার হয়ে যাবে । এ দুটির আলাদা কোন বৈশিষ্ট্য থাকবেনা । এক হালি লেবু ১২০ টাকা টাউন হল বাজারে । স্ত্রী বললেন কিনলাম না। হাঁটতে হাঁটতে রায়ের বাজারের কাছে এলাম, রাস্তার উপর সব্জিওয়ালা বসে ছিল । তার লেবু ২০ টাকা হালি । উৎসব এলে মনে হয় জীবন থেকে পালাই, পালিয়ে কদিন বাইরে বড়জোর ভারতে যাওয়া যায় । একবার গিয়ে বেশ মজা করেছিলাম । অনেকেই আজকে কক্সবাজার গেছে , ব্যাস্ত জীবনে পরিবর্তন আনতে । সবাই ভালো থাকুন এবং সাধ্য মত ঈদ পালন করুন।কোন উৎসবেই বিব্রত হবেন না অমানুষদের কাণ্ড কারখানায় । নিজের মত পালন করুন,শিশুদের খুশি করে , বাড়ির কাজের লোকদের নতুন কাপড় আর আপনার খাবার শেয়ার করে ।ঈদ মানে খুশি , তাই আনন্দ করুন । বন্ধুদের ঈদের শুভেচ্ছা । ও হ্যাঁ আমার কথা স্মরন করে এক চামচ সেমাই খাবেন কিন্তু।
২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: ঈদ মোবারক
২| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৮
ঢাকাবাসী বলেছেন: ঈদ মুবারক।
২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: ঈদ মোবারক
৩| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮
আরজু পনি বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক +