নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

এই অনিন্দ্যশ্রী রূপসীদের কে বলেছিল পুলিশ হতে ??

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৮

এই রূপসী নারীরা চীন দেশের পুলিশ। ওদের তো সিনেমার নায়িকা বা উচ্চতম মডেল হওয়ার কথা । এরা সবাই চীনের মুসলিম প্রধান এলাকা শিনচিয়াং প্রদেশের তাজিক জাতির মেয়ে এবং তাজিক রেজিমেন্টাল ফোরসের সদস্য । একদা এবং এখনো বেশ রক্ষণশীল সমাজে এরা বেড়ে ওঠে। কিন্তু তর তর করে বেড়ে ওঠা পৃথিবীর শীর্ষ অর্থনীতির দেশটির পুবের হাওয়া দুরের গোবি মরুর কোলে এসে লেগেছে । এরাও পরদা ছেড়ে বেরিয়ে এসেছে নতুন চীনের নতুন হাওয়ায়। তাজিকরা মুলত তুর্কি বংশোদ্ভূত এবং তারা এই মরু অঞ্চলে আবাস গেড়েছিল যখন তুর্কি মুসলিমরা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিলো। এদের মুল স্রোতধারা টিকিয়ে রেখেছে অনেকেই । তারা উইঘুর, কাজাখ, উজবেক ছাড়া বৈবাহিক সম্পর্ক করেনি। অনেক হান- উইঘুর,কাজাখ, উজবেক ,তাজিক মিশ্র সন্তানদের আমি দেখেছি বেইজিঙে। অনেকেই চীনের পুবের সমৃদ্ধ শহরে আবাস গড়েছে ।পুলিশে অন্তর্ভুক্তির খবর এই প্রথম পেলাম। চায়না ফোরামে আমার অনেক সহসাথী শিনচিয়াং এ গিয়ে অপরাধ করে এই রূপসীদের হাতে ধরা পড়ার ইচ্ছে প্রকাশ করেছেন এবং পিটুনি খাওয়ার আগ্রহ দেখিয়েছেন।
সুত্র ও ছবিঃ চায়নাফোরাম/ফ্রি টক





































মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

মুহাই বলেছেন: সুন্দর

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮

শাহ আজিজ বলেছেন: বাকি ২০০ জন চুপচাপ দেখে গেছেন ! আপনিই প্রথম কমেনটস কারী । ধন্যবাদ।

২| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


জ্ঞান অর্জনের জন্য যেমন চীনে যাওয়া উচিত তেমনই দেখছি জেলে যেতে হলে সুদূর চীন দেশেই যাওয়া উচিত :P

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

শাহ আজিজ বলেছেন: চলেন যাই , আর অইখানে যদি গ্রেফতার হওয়া যায় শুধু কালেমা শুনাইলে ভালো খাবার , জামাই আদর সবই মিলব। তাছাড়া এটাও তো "জ্ঞ্যান অর্জন" । নবি তো উল্লেখ করেন নাই "কোন জ্ঞ্যান" :P !:#P

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

ইমরান আশফাক বলেছেন: আমিও আছি আপনাদের সাথে, আমারে থুইয়া একা একা ওখানে যেয়েন না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

শাহ আজিজ বলেছেন: আমি বুড়া মানুষ ভাই,যাক সাহায্যের জন্য একজনকে পাওয়া গেল । =p~

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খাইছে!
পুলাপাইন তাইলে গ্রেফতার হইতেই চাইবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.