নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার হাজার জায়নবাদ বিরোধী ইহুদী ও রাব্বিরা আরব- আমেরিকানদের সঙ্গে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে । তাদের পরনে ছিল ফিলিস্তিনিদের পতাকার অনুরূপ তিন রঙের পোশাক। তারা গাজায় সহিংসতা বন্ধের শ্লোগান দিয়েছে। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল “আমরা গাজার সঙ্গে আছি” “ফিলিস্তিন মুক্ত কর গাজা বাচাও” “গাজায় গনহত্যা বন্ধ কর” “নেতানিয়াহু ও হিটলার একই ঐক্য শুধু নামেই যা পার্থক্য” । তাদের আওয়াজ হোয়াইট হাউসের উত্তর বাগান থেকে শোনা গেলেও ওই সময় ওবামা অফিসে ছিলেন না। জায়নবাদ বিরোধী গ্রুপ নেতুরেই কার্টা এর আলট্রা অর্থোডক্স ইহুদীরা শাব্বুস পরিধান করে এই প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। ২০ জনের একটি ইসরায়েল সমর্থক দল উলটো দিকে দাড়িয়ে শ্লোগান দিতে থাকে । উভয় পক্ষের শ্লোগান পাল্টা শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে ।
দেখে শুনে মনে হয় সাধারন শান্তিকামি ইহুদিরা আর আগ্রাসনবাদি জায়ন নেতাদের ভুলের জন্য মার খেতে প্রস্তুত নয়।
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬
শাহ আজিজ বলেছেন: এ জন্যই ওই সময়ে ওবামা হোয়াইট হাউসেই ছিল না। ঘেঁটে দেখলাম প্রায় সব মার্কিন ও বিদেশ পত্রিকা লিড নিউজ করেছে এই ইস্যুতে ।
২| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯
মুদ্দাকির বলেছেন: ৫ নম্বর ছবিটা মনে হয় পোষ্টের সাথে প্রযোজ্য নয় !!
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫
শাহ আজিজ বলেছেন: ৫ নম্বর ছবিটা ইসরায়েলের পক্ষে যে ২০ জন মিছিল করেছে তাদের ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০
মোমের মানুষ-২ বলেছেন: এ আওয়াজ ওবামা কান পর্যন্ত পৌছবে না