নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদ্দাম হোসেনের কবরের দেহাবশেষ আট মাস আগেই সরিয়ে ফেলেছে তার অনুসারী তিকরিতের সুন্নি মুসলিমরা । তাদের আশঙ্কা ছিল শিয়া মুসলিমরা এই কবর ধ্বংস করবে । এবং করেছেও তাই । শিয়ারা তিকরিত পৌঁছে সাদ্দামের কবর যা তার স্বজনদের জমিতে দাফন করা হয়েছিল তা তেল ঢেলে আশপাশের এলাকা সহ পুড়িয়ে দেয় । সাদ্দামের অনুসারী এই সুন্নি মুসলিমরা জানিয়েছে সাদ্দামের দেহাবশেষ একটি গোপন জায়গায় সুরক্ষিত আছে। শিয়া মিলিশিয়ারা সাদ্দামের কবরের উপরের ছবি ভেঙ্গে ও কবরের স্থাপনা গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয় । সাদ্দাম তার দীর্ঘ শাসনামলে শত শত শিয়া মুসলিমকে হত্যা , বন্দী, নির্যাতন করেছে।সাদ্দামের আলবু নাসির গোত্র সরাসরি এই খবর ফাস করেছে। আলবু নাসির গোত্রের মাত্র চারজন সদস্য এই মিশনে অংশ নেয়। কিন্তু তারা সাদ্দামের পুত্রদের কবরগুলো রক্ষার উদ্যোগ নেয়নি। সম্ভবত ওগুলো ধ্বংস করেছে শিয়ারা। আলবু নাসির গোত্রের একজন বললেন সাদ্দামকে তো ওরা একবার ফাসিতে ঝুলিয়ে হত্যা করেছে আবারো যাতে মৃত সাদ্দাম হত্যার শিকার না হয় তার জন্য আমরা খুব হুঁশিয়ার ছিলাম। ইরাক এখন তিন খণ্ডে বিভক্ত। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, কুর্দিস্তান ও শিয়া দখলকৃত এলাকা ।
©somewhere in net ltd.