নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেভিড স্লেটার, ব্রিটিশ ফটোগ্রাফার,জঙ্গলে বাদরের ছবি তোলার সময় আচানক ক্ষিপ্ত বাদর ছিনিয়ে নেয় তার ক্যামেরা । ডেভিড পালিয়ে বাচেন। এবার ননপেইড মডেল বাদর ক্যামেরা উলটে পালটে ক্যামেরা দিয়ে যা করেছে তা বিস্ময়কর। সে নিজের ছবি বা যাকে ইদানিং সেলফি বলা হয় তা তুলেছে। এটি ২০১১এর ঘটনা। কদিন আগে উইকি তার পেজে এই ছবি সংযোজন করলে ডেভিড আপত্তি করেন । উইকি ডেভিডকে উড়িয়ে দিয়েছে এই বলে নিজের রাস্তা মাপো বাবা, এর কপিরাইট ওই বাঁদরটির তোমার নয়। হ্যাঁ ক্যামেরা তোমার হতে পারে কিন্তু ছবিগুলো তোমার তোলা নয় । ডেভিড বিপদে , চলছে তর্ক । অবশ্য বাঁদরটির অভিমত জানা যায়নি আর ক্যামেরাও কিভাবে উইকির হাতে এলো তাও বেশ রহস্যময় ।
যাইহোক আপনার ক্যামেরা সাবধানে রাখবেন । পুরাতন ঢাকার বাদরেরা ছড়িয়ে পড়েছে সারা শহরে । কখন আপনার কেনা ক্যামেরায় ওর সেলফি হয়ে ফেবুতে চলে আসে আর আপনার বান্ধবী মত পরিবর্তন করে তার কোন গ্যারান্টি নেই।
২| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬
লিরিকস বলেছেন: +
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৯
তারছেড়া লিমন বলেছেন: দারুন...................
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৯
সায়েদা সোহেলী বলেছেন: , দুর্দান্ত সেলফি