নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবণ ধারাপাতের শেষাঙ্কে
প্রেয়সী আসেনা বরষন মাথায় এলোকেশে
গুড়িগুড়ি মুক্তোর দানা শরীরে কাঁঠালিচাপা
আহা, আম্রভোজনে দ্বিপ্রহরের সৌরহীন দিবস
মন চাইছে বড্ড তোমায় সোঁদা বিছানায়
নিবিড় যৌনডোরে নিয়ে বেধে সরবে গরবে ।।
বিদায়ের বাঁশি
আমি হন্যে হয়ে ঘুরেছি নগরে
তন্ন তন্ন অনুসন্ধানে বরষার কদম পুস্প
আমি কুঞ্জবাটিতে দীর্ঘবীথিতে
প্রহর কাটিয়ে প্রমোদ হটিয়ে
পেয়েছি মূমুর্ষ কদম শিশু
আমা আর শ্রাবণ যৌথ রোদন
বাজাল বিদায় বাঁশী ।।
ক্ষুব্ধ তারুন্য
গঞ্জিত তরুন ত্যাজি অর্জন
প্রতীক্ষায় বঞ্চিত অরুন দ্বারে
পরিযায়ী পক্ষীশাবক পরিম্লান
তমসাবৃত চরাচরে অন্তহীন চলাচল
আসেনা অরুণ সপ্তপদী রঞ্জনে
তিমিরেই স্তব্ধ তারুন্য তারণি রহিত সর্বাংশে ।।
২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২১
আলম দীপ্র বলেছেন: সুন্দর লেখায় , প্রথম ভালোলাগা ।
৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মন চাইছে বড্ড তোমায় সোঁদা বিছানায়
নিবিড় যৌনডোরে নিয়ে বেধে সরবে গরবে ।।
ভালো লাগলো।
৪| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ২:০০
বাংলার পাই বলেছেন: ভালো লাগলো।
৫| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭
লিমা মেহরিন বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো।