নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ইয়াজিদি শিশু আজিজ মারা গেল শেষমেশ

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

আজিজের মা বাবা বাধ্য হয়েছিল শিঞ্জির পর্বতমালায় আজিজকে ত্যাগ করতে কারন সে জন্ম থেকেই পঙ্গু।আজিজকে বহন করা নাকি তাদের জন্য অসম্ভব ছিল । ১৪দিন যাবত শিশুটির কোন নাম ছিলনা, ছিলনা পানি ও খাবার । প্রখর সূর্যের তাপ আজিজের চোখ দুটির ক্ষতি করেছিলো। তবুও আজিজ বেচেছিল ঈশ্বরের অনুগ্রহে । সিরিয়া ও ইরাক বর্ডারের এই নো ম্যান্স ল্যান্ডে অগ্রসরমান আই এস এর ঘাতক যোদ্ধারা পৌঁছানোর আগেই সবাই সরে পড়ছিল আরও নিরাপদ অবস্থানে । পঙ্গু আজিজ বোঝা হয়ে দাঁড়ালো তার নির্দয় বাবা মার জন্য। তারা তাকে ওই পাহাড়ে রেখেই ত্যাগ করল রিফিউজি ক্যাম্প। কুর্দি মুক্তিসেনারা দখল নিল ওই জায়গার। তারা দেখল একটি অর্ধমৃত শিশু পড়ে আছে একাকী। দ্রুত তাকে সিরিয়ার একটি হাসপাতালে পাঠাল। চিকিৎসা পেল আজিজ। তার পানিশূন্যতা এতটাই বেশী যে এতে তার কিডনি দুর্বল হয়ে গিয়েছিলো। খুব দ্রুত ওর ছবি ফেসবুক ও অন্যান্য সামাজিক সাইটে চলে এলো। প্রতিবেশিরা আজিজের বাবাকে জানাল এই খবর। নির্দয় এই বাবা রওনা হল কুর্দিশদের নিয়ন্ত্রিত সিরিয়ার এই হাসপাতালে। কিন্তু পিতা জালালের জন্য দেরি হয়ে গেছে । সে পৌঁছানোর আগেই ভোরবেলা আজিজ দুনিয়া ছেড়ে চলে গেল পরপারে।
ভালই হল, এইরকম পশু বাবা আর মার সাথে না থাকাই উত্তম।
সামাজিক সাইটগুলো হারিয়ে যাওয়া মানুষকে কিভাবে সাহায্য করে আপনজনের খবর পেতে তার বড় প্রমান শিশু আজিজ।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

ফিলিংস বলেছেন: যাও আজিজ আল্লাহ তায়ালার কাছে। তিনি পরম দয়ালু & দাতা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

শাহ আজিজ বলেছেন: বড় নির্দয় এই পৃথিবী । এই জন্য সিরিয়া,ফিলিস্তিনে স্থায়ী কোন শান্তি নেই।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

পুরান লোক নতুন ভাবে বলেছেন: বাহ শাহ আজিজ তুমার মানবতার উদাহরণ দেখে ভালোই লাগলো। এক বিধর্মীর জন্য তুমার কি হাহাকার!! ফিলিস্তিনে অই বস্তির পোলা পাইনের জন্য তা না দেখালেও চলবে!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: মানবতা একটি সেকুলার বিসয়।আপ্নি কি চাইছেন যে বিধর্মীদের কতল আবশ্যিক? তাহলে মার্কিনীদের হত্যাযজ্ঞও বৈধ । হাহাকার সবার জন্য কিন্তু ঘাতকদের জন্য কোন হাহাকার নেই। সিরিয়ার দুলাখ হত্যার জন্য কোন শব্দ উচ্চারন করেছেন কখনো? ওই শিশুটির কোন জাত ধর্ম নেই।আমার শিক্ষাতে এসবের কোন স্থান নেই। পৃথিবীর সব নিরস্ত্র মানুষই আমার মিত্র। সভ্য হতে শিখুন।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

এ্যামালগাম বলেছেন:
ভালো লাগেনা আর এই সব

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১

ইমরান আশফাক বলেছেন: আহৎহারে, কবে নাগাদ শিশুদের জন্য নিরাপদ পৃথিবী তৈরী হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.