|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রতি কোরবানির পর ঢাকার বাজারে সব্জির দাম থাকে চড়া। বিক্রেতা কম ক্রেতা বেশী তাই ওরা গরুর দামে পালং শাক বেচে । এবার চিত্র উলটে গেছে, কোরবানির আগেই সব্জির দাম বেড়েছে। বাঙ্গালী বড় ক্রিয়েটিভ জাতি । শেয়ার মার্কেটের মতো গরু ছাগল ও সব্জির দাম নামানো ওঠানোর মহা দায়িত্ব তারাই হাতে নিয়েছে । 
পেপে,গাজর,বরবটি, মিষ্টি কুমড়া , বাধা কপি কেটে ধুয়ে নিন ঠিক ছবির মতো করে। ফুটন্ত পানিতে শক্ত থেকে নরম পর্যায়ের সব্জি ঢালতে থাকুন। শেষে দিন বাধা কপি । সব সব্জিই কিন্তু আধা সেদ্ধ হবে। জালিতে ঢেলে পানি ঝরান। ঠাণ্ডা পানিতে ছোঁয়াবেন না। পেয়াজ দুটি চার টুকরো করে ফালিগুলো ছাড়িয়ে নিন, আদা চাক করে কাটা চার টুকরো ,রসুন কোয়া আস্ত চার টুকরো ,শুকনো মরিচ চারটি আধা করে ভেঙ্গে , কাচা মরিচ চারটি ফালি করে গরম তেলে ছেড়ে দিন , এবার সয়া সস ডার্ক বিদেশী হলে স্বাদ বাড়বে, চার চামচ ঢেলে দিন, কালো গোল মরিচ গুড়ো পরিমান মতো দিন ,প্রায় সাথে সাথে জালির সব্জি কড়াইয়ে ঢালুন । বড় চামচ দিয়ে নেড়ে পরিমান মতো লবন দিন । দু তিন মিনিট পর দেখুন সব্জিতে তেল ও সস মেখে গেছে এবার দু কাপ পানিতে গোলানো কর্ণ ফ্লাউয়ার ঢেলে দিন । আপনি কর্ণ ফ্লাউয়ারের পরিমান না জানলে তিন চা চামচ দিন। সস ও কর্ণ ফ্লাউয়ার সব্জির পরিমান বুঝে দেবেন। আস্তে ধীরে দুমিনিট নেড়ে অল্প আচে পাচ মিনিট ঢেকে রাখুন । গরম ভাতের সাথে পরিবেশন করুন । লক্ষ্য করুন আমি টেস্টিং সল্ট দেইনি। আপনি দেবেন কিনা তা আপনার ইচ্ছার ওপর নির্ভর করে।সয়া সস গুলশান মার্কেট নং ১ ভালো পাবেন । চীনা সস সস্তা হবে । ছবি দেখুন । মোবাইলে তোলার কারনে ছবি পরিস্কার হয়নি। আগামীতে ডি এস এল আরে তুলবো , এবার ওটা বেদখল হয়ে আছে।   




 ১৯ টি
    	১৯ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫৯
০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫৯
শাহ আজিজ বলেছেন: ভালো লাগবে, দেখবেন ।
২|  ০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:২৪
০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:২৪
মেকগাইভার বলেছেন: কয় চামচ তেল দিছেন? 
সবজি খায়া লাভ হইলো টা কি তাহলে? 
বাংগালীর আসল  প্রবলেম হইলো কিচেনে।
  ০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩৩
০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:৩৩
শাহ আজিজ বলেছেন:  তেল তিন টেবিল চামচ । আপনার ইচ্ছায় বাড়াতে পারেন । আমরা মাঝে মধ্যে তেল ছাড়াই সুপের মতো করে এই সব্জি খাই । 
তেল ছাড়া সব্জি খাওয়ার লাভ লোকসান আপনি নিজের মতো করে বুঝে নেবেন । উপরে আরেকবার পড়ুন ।
লেখাটি যারা রান্না বান্না পারেন তাদের জন্য। 
বাংগালীর আসল প্রবলেম হইলো কিচেনে। এটা দিয়ে ঠিক কি বোঝাতে চাইলেন??? 
৩|  ০৮ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪৪
০৮ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪৪
ঢাকাবাসী বলেছেন: ভাল রেসিপি।
  ০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
শাহ আজিজ বলেছেন: যাক , আপনার পছন্দ হইছে, আরও দিমুনে !!
৪|  ০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
বিদ্রোহী সত্ত্বা বলেছেন:   
   
 
  ০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩১
০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩১
শাহ আজিজ বলেছেন: রাগ হইয়া বা কাইন্দা কাইটা লাভ নাই। আইজ বাসায় সব্জি না খাইলে রাতে চকলেট আইস্ক্রিম মিলবোনা :-&
৫|  ০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫১
০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
খুবই দরকারি লেখা। ছবিও মন্দ হয় নি। 
সব্জি নিয়ে এরকম রেসিপি দিলে সব্জি খাওয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। 
সমস্যা হলো সব্জি খাওয়া ভালো সেটি জানি, কিন্তু মানতে পারি না। ভালো খাবার ভালো লাগে না... 
ডিএসএলআর দখলে আসলে, আশা করছি আরও ভালো সব্জির রেসিপি পাওয়া যাবে.... 
  ০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
শাহ আজিজ বলেছেন:  হা হা হা , সবারি অবস্থা একিরকম। সব্জির উপর ঝাড়া ১ ঘণ্টার বক্তৃতা দিয়ে আয়োজকদের বলি ভাই আমার গরুর চাপ আর রুটি কই   
   
   
   
 
৬|  ০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৭
০৮ ই অক্টোবর, ২০১৪  সন্ধ্যা  ৭:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
  
   
   
 
রাজনীতিবিদেরা আমাদের এই কথা শুনলে দিলে শান্তি পাবেন নিশ্চয়   
   
 
  ০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৩
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: নিউ আইডিয়া
৭|  ০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:২৭
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:২৭
সুমন কর বলেছেন: দেখতে তো সুন্দর লাগছে।   
   +++
 +++
  ০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৫
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: খাইতেও খারাপ লাগে নাই   
   
 
৮|  ০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:৫৩
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ৮:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট  
 
ভালো থাকবেন  
 
  ০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৫
০৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ !!
৯|  ০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৫
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৫
নাসরিন চৌধুরী বলেছেন: ওরে বাবা আপনি যে ভাল রাধতেও পারেন---সবজি আমার খুব পছন্দের। ভাল লাগল রেসিপিটি
  ০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৫৫
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১০:৫৫
শাহ আজিজ বলেছেন:  আমি খুব লজ্জা পাচ্ছি কিন্তু   
 
 আগত দিনগুলোতে আরও সচিত্র মেনু দেবো। 
১০|  ০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:০৭
০৯ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:০৭
জাফরিন বলেছেন: সবজি নিয়ে এরকম আরও রেসিপি দিবেন প্লিজ। আমি সবজির উপর বেচে থাকি
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫১
০৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: সুন্দর রেসিপি, বাসায় গিয়ে ট্রাই করবো।