![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইসকল শতবর্ষী বৃদ্ধদের এখন কোন দেশ নেই ,নেই ঘরবাড়ি, নেই কোন পরিজন, নেই নির্দিষ্ট কোন আশ্রয়। তারা দ্বিতীয় মহাযুদ্ধ দেখেছে, শান্ত ফিলিস্তিনের গর্জে ওঠা দেখেছে , ইরাকের পতন দেখেছে। হটাৎ করেই তাদের গ্রামে হামলে পড়ল সিরিয়ার বাহিনী। খেজুর গাছ ঘেরা শান্ত মাটির তৈরি ঘর আর বিশাল জলপাই বাগান থেকে তারা বিতাড়িত হল। তারা জানেনা কি কারনে চৌদ্দ পুরুষের ভিটামাটি ছেড়ে তারা এখন তাবুবাসী । অনেককেই লেবানিজরা তাদের পরিবারে আশ্রয় দিয়েছে কিন্তু তারা ফিরে এসেছে এই তাবুর জীবনে সিরিয়ার বর্ডারে এই আশায় গৃহ যুদ্ধ থামলে তারা শেষ নিঃশ্বাসটুকু নেবে মরুপ্রান্তে নিজেদের উঠোনে ।ইউ এন এইচ সি আর এর নেয়া এইসব হতভাগ্য শতবর্ষীদের তোলা ছবি নিয়ে আজকের আয়োজন।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:২১
শাহ আজিজ বলেছেন: এই পোস্টটির মন্তব্য মুছে ফেলা হয়েছে ।
এতো বছর পরে আর মনে নেই ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬
আমি সাজিদ বলেছেন: আসাদের বাহিনীর অত্যাচারের শিকার নাকি বিদ্রোহীদের? দশ বছর আগের পোস্ট যদিও।