|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভূগর্ভস্থ পানির আঁধারে আর্সেনিক ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে । চিন,চিলি,হাঙ্গেরি এবং মেক্সিকো এখন আর্সেনিক বিষে পৃথিবীতে সর্বোচ্চ তালিকায়। মাইনিং এবং সংশ্লিষ্ট অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল কারনে আর্সেনিক পানিতে ছড়িয়ে গেছে। আর্সেনিক আক্রান্ত মানুষদের চামড়ার রং পরিবর্তন, পেটে ব্যাথা,আংশিক প্যারালাইসিস এবং অন্যান্য গুরুতর শারীরিক বিপর্যয় ডেকে আনে। উচ্চমানের প্রযুক্তি কাজ করছে আর্সেনিকমুক্ত পানি সরবরাহে। এই প্রক্রিয়া উচ্চমুল্যের এবং খুব উচু মানের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়। যে কারনেই সব গ্রামগুলোতে এই বিশুদ্ধ পানি দেওয়া অবাস্তব প্রমানিত হয়েছে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রাকৃতিক বর্জ্য দ্বারা পানি শোধনের চেষ্টা চালিয়েছেন ,যেমন কলার খোসা । দুর্ভাগ্য তা কাজে দেয়নি একদম। একদল গবেষক যারা উত্তর চায়না বিদ্যুৎশক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ান তারা দেখেছেন সিগারেটের পুড়ে যাওয়া ছাই আর্সেনিকযুক্ত পানিকে ৯৬% বিশুদ্ধ করেছে। প্রতিদিন শতকোটি সিগারেট ছাই ছাইদানি ও রাস্তায় পড়ে থাকে যা কিনা আর্সেনিকযুক্ত পানি শোধনে সবচে সস্তার বিনা মুল্যের উপাদান হতে পারে।তাদের গবেষণাপত্র American Chemical Society’s Industrial & Engineering Chemistry Research journal, where they published their results এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা খুব আশাবাদী এই নিরব ঘাতককে প্রতিহত করার ব্যাপারে। 
নতুন বিধিবদ্ধ সতর্কীকরণ হবে এরকমঃ সিগারেট খান ভালো কথা তবে ছাই পকেটে রাখুন এবং তা নির্দিষ্ট পাত্রে ফেলুন । অমান্যকারিকে ১ শত টাকা জরিমানা ও একদিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। 
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪২
১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪২
শাহ আজিজ বলেছেন: এই নিন Click This Link
২|  ১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৩২
১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৩২
সরদার হারুন বলেছেন: আগে সিওর হোন গবেষণাটি সঠিক কিনা ।আমাদের দেশে পরীক্ষা করে যদি
ফল পওয়া যায় তাহলেই কেবল কার্যকর পদক্ষেপ নেয় যেতে পারে। 
৩|  ১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৬
১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৪৬
সজীব বলেছেন:   
   
 
৪|  ১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫২
১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:৫২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এই ধরনের গবেষনা সিগারেট ব্যবসায়ীদের জন্য অটো মার্কেটিংয়ের কাজ করবে। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ যদি এরকম কোনো নিউজ পায় তবে তারা এ নিউজটাকে টাকা খরচ করে প্রমোট করবে।
৫|  ১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:২৭
১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ২:২৭
তুষার কাব্য বলেছেন: আসলেই কি....?   
 
৬|  ১৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:১২
১৮ ই অক্টোবর, ২০১৪  রাত ১১:১২
 আমিনুর রহমান বলেছেন: 
বুঝছি সিগারেট বেশী বেশী করে পান করে তাই ছাই জমিয়ে তা ইম্পোর্ট করতে হবে। ব্যবসা'র ভালো আইডিয়া 
  ২২ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৫:০৬
২২ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৫:০৬
শাহ আজিজ বলেছেন: সিগারেট তৈরির সব আয়োজন শেষে তামাকে আগুন দিয়ে ছাই বানিয়ে টা দিয়েওতোঁ সম্ভব ।
৭|  ১৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১২:৩৭
১৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১২:৩৭
কলমের কালি শেষ বলেছেন:   
   
   
   
   
   
  
বলা কঠিন কোথা থেকে কি আবিস্কার হয়ে যায় !!!
৮|  ২২ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৫:৩৩
২২ শে অক্টোবর, ২০১৪  বিকাল ৫:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
  
   
 
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ 
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
কিন্তু সিগারেট পোড়া ছাই যেখানে সেখানে ফেলা আইনত দণ্ডনীয়। 
ছাই জমানোর মাধ্যমে আপনার এলাকা আর্সেনিক মুক্ত করণে অংশগ্রহণ করুণ। 
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:২৬
১৮ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১:২৬
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই সরাসরি লিংকটা দেয়া যায় কিনা????