নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে দেওয়া আইটেম যেমন পেয়াজ চার ফালি করে ছাড়িয়ে নিন,৪টা শুকনা মরিচ, চারটা কাচা মরিচ, চার টুকরো আদা , চার কোয়া রসুন ,লবন, চিনি, সিরকা, সয়া সস, গোলমরিচ গুড়া প্রয়োজন মতো,কর্ণ ফ্লাওয়ার চার চা চামচ পানিতে গুলে নিন, ব্রয়লার মুরগি ৬০০গ্রাম(বুকের মাংস হলে আরও ভালো হয়),দুটি ক্যাপসিকাম ও পরিমান মতো বাদাম টা প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম।
পানি ফুটিয়ে তার মধ্যে মুরগি ছেড়ে আধা সেদ্ধ করে রাখুন, স্টকিং ফেলবেন না।
গরম তেলে মুরগি হাল্কা ভেজে নিন , বাদাম লাল করে ভাজুন।
কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়ে তাতে শুকনা মরিচ ও আদা ছাড়ুন, রসুন কোয়া দিন, ক্যাপসিকাম ছেড়ে নেড়ে দিয়ে চার টেবিল চামচ ডার্ক সয়া সস দিন, নাড়ুন,গ্রেভির পরিমান আন্দাজ করে স্টকিং ঢালুন, পেয়াজের ফালি ছাড়ুন, একে একে সিরকা চার চামচ, গোলমরিচ, লবন, চিনি পছন্দমতো ছেড়ে নাড়ুন । এবার মুরগি আর বাদাম , ভালো করে নেড়ে দিন।কাচা মরিচ ছেড়ে এবার কর্ণগোলানি ঢালুন সাবধানে যাতে ঝোল খুব ঘন না হয় আবার পাতলা না থাকে। নাড়ুন। চামচে টেস্ট করুন চিনি লবন টক ঝাল ঠিক আছে কিনা। নামিয়ে গরম পরিবেশন করুন সাদা ভাতের সাথে।
২| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩
ডরোথী সুমী বলেছেন: বাদাম বেঁটে দিলে গ্রেভিটা একটু ঘন হতোনা? অবশ্য খেতে খেতে আস্ত বাদাম দাঁতের নীচে পড়লে ভালই লাগবে। ধন্যবাদ, রেসিপির জন্য।
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০
শাহ আজিজ বলেছেন: এটা সিচুয়ান ডিশ ,এখানে বাদাম বেটে দেওয়ার নিয়ম নেই আর গ্রেভি ঘন হবে কর্ণ ফ্লাওয়ারে। একবার করে দেখুন ,ভালো লাগবে।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪
খেলাঘর বলেছেন:
এবারের প্রো-পিকে আপনাকে চীনাদের মতই মনে হচ্ছে; শেষে কি চাইনীজ বলা শুরু করবেন?
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৭
শাহ আজিজ বলেছেন: আমি চীনা ভাষায় পড়াশুনা করেছি ।
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
শাহ আজিজ বলেছেন: ছবি কিছুটা ওলট পালট হয়ে গেছে ,মাংস সেদ্ধ মাঝে চলে গেছে , ওটা ২য় হবে ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
আমিনুর রহমান বলেছেন:
ক্ষুদা বাড়িয়ে দিলেন
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
এহসান সাবির বলেছেন: জোস!!
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ক্ষিধা লাইগা গেলো দেখে
৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৯
কলমের কালি শেষ বলেছেন: দেইখাইতো লোভ লাগছে । খাইতে মুঞ্চায় ।
৯| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: ইদানিং কি খুব রান্না করা হচ্ছে !!
খেতে হবে। দেখতে সুন্দরই লাগছে।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
শাহ আজিজ বলেছেন: মাঝে মধ্যেই করি ছেলে মেয়েদের জন্য । পরিকল্পনা থাকলে ছবি তুলি ।
১০| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
ইমরান আশফাক বলেছেন: বাহ্, দেখে ভালই তো মনে হচ্ছে।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০
অদৃশ্য বলেছেন: বাহ্, চমৎকার একটা আইটেম শেখা হয়ে গেলো... জ্বীভে জলতো এসেছেই...
শুভকামনা...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: ঠেকান , কাপড় নষ্ট হবে যে----
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১
মাথা ঠান্ডা বলেছেন: খেতে মুনচায়।