নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে সাম্প্রদায়িক দাঙ্গা ।। পুরো ভারতে উত্তেজনা

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১

বৃহস্পতিবার শুরু হওয়া ছোটখাটো মারামারি শুক্রবার ব্যাপক দাঙ্গায় রুপ নেয়। দিওয়ালির বাজি ফোটানকে কেন্দ্র করে ত্রিলকপুরির একাংশে দাঙ্গা শুরু হয়। এযাবত ৭০ জনের বেশী গোলমালকারিকে আটক করেছে পুলিশ।দাঙ্গা নিয়ন্ত্রণে র্যা০পিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে উপদ্রুত এলাকাতে। বাড়ি ঘর,মোটর ,দোকান পাটে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।ত্রিমুখী সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ , আহত ১৪। ১৩ জন পুলিশ আহত হয়েছে।সংঘর্ষে ইট, পাথর , বোতল ও এসিড ব্যাবহার হয়েছে । ত্রিলোকপুরির এই ঘনবসতিপূর্ণ এলাকাতে পুনর্বাসিত লোকেরা বাস করে থাকে।এই মুহূর্তে এলাকাটি শান্ত তবে উত্তর দিল্লির মঞ্জুকা টিলায় নতুন করে সংঘর্ষ হয়ছে আজ রাত ৮টা পর্যন্ত । পুলিশ সর্বাত্মক প্রতিরোধে ব্যাস্ত।





















মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: দাঙ্গা কি হিন্দু মুসলমানের মধ্য ।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫১

শাহ আজিজ বলেছেন: ভারতীয় পত্রিকাগুলো দাঙ্গার কথা বলছে কিন্তু কারা জড়িত তা বলছেনা।
সবশেষে ইন্ডিয়া টুডে এবং আলজাজিরায় পাওয়া গেল ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: সকল গোলমাল বন্ধ হোক।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: ত্রিলোকপুরিতে ৪৭এ পাকিস্তান প্রত্যাগত শরণার্থীদের বসবাস । ওরা যখন আসছিলো বা ভারত থেকে মুসলিমরা পাকিস্তান যাচ্ছিল কারোরই যাত্রা সুখকর হয়নি । মাঝপথে লুটপাট, ধর্ষণ , হত্যার শিকার হয়েছিল উভয়েই। কাজেই মন থেকে মুছে যায়নি তাদের ক্ষত। মাঝে মধ্যে জেগে ওঠে ভেতরের হায়েনা প্রতিশোধ নেবার তরে। এই এলাকাটিতে মুসলিম ও হিন্দু পাশাপাশি বসবাস করে।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫

খেলাঘর বলেছেন:


মা কালি ক্ষেপেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.