নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়ে ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের ব্যবস্থা করেছেন। বিয়ে, ফুলশয্যা সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানেই উপস্থিথ থাকতে পারেননি। তাইতো মন্ত্রিপরিষদের বৈঠকে সুযোগের সদ্বব্যবহার করলেন। রেলমন্ত্রী মুজিবুল হকের নিকট আবদার করে কুমিল্লার মিষ্টি চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ কুমার জীবনের অবসান ঘটিয়ে গত ৩১ অক্টোবর রেলমন্ত্রী বিয়ে করেছেন নিজ এলাকা কুমিল্লার হনুফা আক্তার রিক্তাকে। বিয়ের পর সোমবার তিনি প্রথম এসেছেন মন্ত্রিপরিষদের বৈঠকে।
মন্ত্রিসভার বৈঠকের রেওয়াজ অনুযায়ী সবাইকে আপ্যায়ন করানো হয়। কিন্তু সঙ্গত কারণেই এদিন একটু ভিন্নভাবে আপ্যায়ন হয়। আপ্যায়ন পর্বে কেবিনেট সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানালেন, এই মিষ্টি রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের মিষ্টি।
রসিক প্রধামন্ত্রীর সঙ্গে সঙ্গেই প্রশ্ন, এই মিষ্টি ঢাকার না কুমিল্লার? রেলমন্ত্রী জানালেন, ঢাকার।
প্রধানমন্ত্রী বললেন, ‘ঢাকার মিষ্টি হলে হবে না, আমি কুমিল্লার মিষ্টি খাবো।’ এসময় কেবিনেট কক্ষে হাস্যরসের সৃষ্টি হয়।
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬
শাহ আজিজ বলেছেন: নববধুকে নিয়ে ব্যাস্ত থাকার কারনে মাথায় আসেনি আইডিয়াটা
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই হুদা কথা কইয়েন না তো, বিয়া তো আমরাও করছি না কি? কৈ দেশের মিষ্টি খাওয়ানের কথা তো ভুলি নাই?
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫
শাহ আজিজ বলেছেন: আপ্নের বিয়ার সময় বয়স কি ৬৭ হইছিল
ওই বয়েসে এম্নিতেই আউলাইয়া যায়গা আর বিয়া করলে তোঁ পুরাই পারকিন্সন
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: রেলমন্ত্রী উচিৎ ছিল কুমিল্লার মিষ্টি দিয়ে সাবইকে অপ্যায়ন করার ।