নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিগুলি মুলত ফরাসীদের হেমন্তের পোশাক নিয়ে। ওদের হেমন্ত আর আমাদের মাঘের শীত একই রকম। শীত ছুই ছুই করছে। আমি লক্ষ্য করেছি ঢাকাতে শীতেই যা কিছু পরে নেওয়া যায় । কারন আমাদের শীত সর্বসাকুল্যে দুমাস থাকে। এসময় তরুনরা সাধ্য অনুযায়ী ভারি পোশাক পরে । কি সুয়েটার, প্যান্ট, জ্যাকেট,জুতো আর সানগ্লাস । আধুনিক তরুণীরা আরও একধাপ এগিয়ে। সব ফ্যাশন যেন ওদের জন্য। আমার দারুন সময় কাটে পাঞ্জাবির ওপর ম্যাচ করে চাদর ঝোলানো, সাথে শান্তিনিকেতনী ব্যাগ। প্যারিস ফ্যাশনের দিক দিয়ে এগিয়ে, তাই তরুণদের জন্য আমার চয়েস দিলাম। এর কাছাকাছি পোশাক বা জুতা ঢাকাতেই পাওয়া যায়।
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৬
শাহ আজিজ বলেছেন: একসময় ৮০র শেষ দিকে গার্মেন্টস রিজেকটেড মাল আসত বঙ্গবাজারে , ধুমসে কিনতাম । এখন রিজেকট বলতে নেই। বঙ্গবাজারের উপরে ভালো সেলাই দরজিরা তৈরি করে লেটেসট কাপড় , ডিজাইন কপি আসে লুকিয়ে গার্মেন্টস কারখানা থেকে।
২| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
ইলি বিডি বলেছেন: সোহানী বলেছেন: বঙ্গ বাজার জিন্দাবাদ.............. আমরা সব ফ্যাশানের উর্দ্ধে
৪| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
খেলাঘর বলেছেন:
ফ্রান্স কি পরবে, তা নির্ভর করে আমাদের হতভাগ্য গার্মেন্ট মেয়েদের উপর।
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০১
শাহ আজিজ বলেছেন: না তেমনটি নয়। মুল ডিজাইন আসে বায়ার এর কাছ থেকে , কাপড়ও তেমনি , বোতাম সুতো পর্যন্ত। আমাদের মেয়েরা শুধু সেলাই করে ।
৫| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
কলমের কালি শেষ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
সোহানী বলেছেন: বঙ্গ বাজার জিন্দাবাদ.............. আমরা সব ফ্যাশানের উর্দ্ধে