নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ল্যুভ মিউজিয়াম,প্যারিস ।। ছবি ব্লগ

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৬








আপনি প্যারিস গেছেন কিন্তু ল্যুভ মিউজিয়াম দেখেননি তাহলে আপনার জীবনটাই বৃথা। আমি অনেককে বলতে শুনেছি এমন কথা। আমার সৌভাগ্য হয়নি প্যারিস যাবার তাই ভার্চুয়াল ল্যুভ দেখতাম নেটে।এবারের সামান্য আয়োজন ল্যুভ মিউজিয়ামের ভিতর ও বাইরের কিছু দৃশ্য। ল্যুভের সংগ্রহ এতো বিশাল যে তা এই পাতায় তুলে আনা সম্ভব হবেনা কখনো। আমার পছন্দের কিছু ছবি যোগ করছি সামুর সেই সকল অভাগা যাদের সম্ভব হয়নি আমার মতো প্যারিস যাবার---- । একবার ইচ্ছে হয় ইটালি নেমে গ্রীস হয়ে ফ্রান্স পৌঁছানো । যাতে পৃথিবীর প্রথম আদর্শিক স্থাপনা ও ভাস্কর্য দেখা যায়। তারপর জাহাজে করে মিশর। এই মেডিটেরিয়ান একসময় সভ্যতার ধারক ও বাহক ছিল। ওই একই সময়ে হিন্দ বা সিন্ধ এবং চীনেও ওই সময়কার আধুনিকতা চর্চা চলছিল। মানুষ শিল্প ও স্থাপনার মাধ্যমে ইতিহাসকে স্থায়ী রুপ দিতে সচেষ্ট ছিল। মিউজিয়ামগুলো খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে এই ইতিহাসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। ইরাক যুদ্ধের পরে মশকরা করছিলাম বন্ধুদের সাথে যে তুমি অমুক ইতিহাসের কিছু নমুনা দেখতে চাও তবে নিউইয়র্ক চলে যাও কারন আমেরিকানরা এখন তোমার ইতিহাস সংরক্ষন করছে। একদল মানুষ ইতিহাস ধ্বংস করছে যা শত বছর ধরে গড়েছে দাসেরা । আরেকদল মানুষ তা সংরক্ষন করছে পরম আদরে। তোঁ আসুন ল্যুভ দেখে নেই ক মিনিট।


























































































মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পোস্টে +++

ছবিগুলো অসাধারণ হয়েছে । লেখাটাও । :)

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , ভ্রাতা !!

২| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

আমিনুর রহমান বলেছেন:



দারুণ ! পোষ্টে +

আমি একটা ডকুমেন্ট্রি দিয়ে গেলাম :)

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , ডকুমেন্টারিটা আমার দেখা, খুব ভালো। আমাদেরও অনেক কিছু ছিল সব চলে গেছে বিদেশে কারন ওসব হিন্দুদের সৃষ্টি । আমি বলি ওদের আরবে যা কিছু আছে তাতো ইহুদিদের সৃষ্টি , ওরা লা জওয়াব ।

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪

মাহমুদ০০৭ বলেছেন: আমাদেরও অনেক কিছু ছিল সব চলে গেছে বিদেশে কারন ওসব হিন্দুদের সৃষ্টি । আমি বলি ওদের আরবে যা কিছু আছে তাতো ইহুদিদের সৃষ্টি , ওরা লা জওয়াব । ++++++


পোস্ট ভালো লাগল আজিজ ভাই ।

ভাল থাকবেন ।

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

শাহ আজিজ বলেছেন: পৃথিবীতে যা কিছুই সৃষ্টি সবই মানব কল্যানে। কেউ কেউ কল্যান করতে গিয়ে অন্যদের সৃষ্টি মুছে দিতে চায় ধর্মের নামে, ইজমের নামে । এরা উন্মাদ ছাড়া আর কিছুই নয়। মানুষ এখন তার পূর্ব পুরুষদের খোজে নেমেছে । অনেক অজানা ধ্বংস হওয়া সৃষ্টির মাঝে তা লুকিয়ে ছিল এখন মানুষ মাটির নিচে খুজে পাওয়া হাড়ের কারবন টেস্ট করে ৫০ হাজার বছরের পুরাতন পূর্ব মানবের অস্তিত্ব পেয়েছে। কম্যুনিস্টরা ডারউইনে ব্যাপক সমর্থন দিয়ে মানুষকে বানর বানিয়েই ছেড়েছে । ধর্ম যেমন কালপ্রিট কর্ম করে তেমন মারক্সবাদিরা আরেক ধাপ এগিয়ে। আপনি এই পৃথিবীতে মোটেও মুক্ত নন । হয় ডান না হয় বাম , পকেটে টুপি , কি জ্বালা !!!

ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬

শাহ আজিজ বলেছেন: ইহুদিরা মূর্তি পুজা করত না । এটা অধিকাংশ বাঙালি জানে না যে মক্কায় মুসলিম দখলের আগে সেখানে ইউনিভার্সাল রিলিজিওন প্রচলিত ছিল যার আওতায় অক্টোবরের ফিরতি ব্যাবসায়িরা তিন দিনের উৎসবে যোগ দিত। যার যার মান্য দেব দেবিকে পুজা দিত এবং শুয়ে সিজদা করত যেমন থাই বৌদ্ধরা এখন করে। নবী মোহাম্মাদ কিশোর বয়স থেকেই মূর্তি পুজার বিরোধি দল গঠন করে প্রচার চালাতেন যা ৪০ বছর বয়েসে নবুয়তের মাধ্যমে ইসলামিক পর্ব চালু হয়। পরের কাহিনী সবাই জানা । কিশোর মুহাম্মাদের সংস্কার প্রচারপর্বের একটি হাতে আকা চিত্র আমি সংগ্রহ করেছি ইতালীয় মিউজিয়াম থেকে।

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্ট।ভাল লাগল :)

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য !

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর পোস্ট ...

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য !

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

মামুন রশিদ বলেছেন: আহা, কবে যে নিজের চোখে দেখব!

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

শাহ আজিজ বলেছেন: স্বপ্ন দেখি আমরা সবাই । দেখি সফল হয় কিনা :-< :-<

৭| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

অরুদ্ধ সকাল বলেছেন:

ক্যাপসন দিলে ভ্রাতা আরো চমতকৃত হইতাম

৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

আবু শাকিল বলেছেন: প্যারিস যাওনের টেকা নাই।

ল্যুভ ভার্চুয়ালি দেখমু :)

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: আমাগো সবার একই অবস্থা :((

৯| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য । মূল্যবান ছবিগুলি দেখলাম ......

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

শাহ আজিজ বলেছেন: ভালো লাগলো ভ্রাতা !!

১০| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

মৃদুল শ্রাবন বলেছেন:


অভাগাদের দুঃখ আপনিই বুঝলেন। ;)

শেয়ার করার জন্য ধন্যবাদ।

(কিঞ্চিৎ ১৮+ ছিলনা কি ছবিগুলো??? )

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: ইহা শিল্পকলা । কাজেই ইহা দেখা কিঞ্চিত মকরুহ হইতে পারে কিন্তু হারাম হইবেনা ।

১১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

করিম বস বলেছেন: আমিতো মনে করছি আপনি গেছেন কিন্তু এইগুলি সব নেট থেকে সংগ্রহ করা :p

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১০

শাহ আজিজ বলেছেন: উপরে না যেতে পারার দুঃখগাথা পড়েননি

হ্যাঁ এই ছবি পিন থেকে সংগ্রহ করা।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্টে প্লাস +++++্ । কবে যে যাইতে পারবো ।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৫

ইচ্ছের ঘুড়ি বলেছেন: Louvre Museum এ গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বড়ই মধুর এবং কষ্টেরও...... প্রথমে ঢুকেই সব কিছু এতো বেশি মনোযোগ দিয়ে দেখেছিলাম যে পরে অনেক ভালো কিছু দেখার জন্য আমাদের হাতে সময় খুবই কম ছিল...... একটা ছবি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, তাই শেয়ার

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৮

শাহ আজিজ বলেছেন: আপনি ভাগ্যবান ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপনি প্যারিস গেছেন কিন্তু ল্যুভ মিউজিয়াম দেখেননি তাহলে আপনার জীবনটাই বৃথা।

কথা সত্যি। আমি গিয়েছিলাম প্যারিস। মাত্র ২রাতের জন্য। যেদিন পৌছাই সেদিন পৌছাতে পৌছাতে ল্যুভ বন্ধ হয়ে যায় আর তারপরদিন ছিল ল্যুভের উইকলি বন্ধের দিন। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস থেকে যাবে এটা।

ছবিগুলো সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: আহারে !!

ভয়ানক দুঃখজনক ঘটনা ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

অদৃশ্য বলেছেন:





খুব সুন্দর...


শুভকামনা...

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ ++++

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

সাঝের আলো বলেছেন: সৌভাগ্য হয়েছিল এ বছর। গিয়েছিলাম ল্যুভ এ।

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

শাহ আজিজ বলেছেন: ছবি তুলেছেন নিশ্চয়ই , আপলোড করে দিন দেখুক সবাই!!

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছবি ব্লগ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.