নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভ্রাতাগন , আসুন বিবাদ না করিয়া কিছুক্ষন হাসি -------------- !!

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯

ইহা একটি সংগৃহীত বিষয় এবং দারুন মজার খোরাক যোগাইবে ।
@সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট দাবী করেছেন আমেরিকা আবিস্কারক কলম্বাস নাকি মুসলিম ছিলেন এবং তিনি সেখানে গিয়ে মসজিদ দেখেছিলেন।

এ খবরের প্রেক্ষিতে Samiran Bhattacharya এর স্ট্যাটাসঃ

কলম্বাসের প্রকৃত নাম ছিল কলিম ঊদ্দীন আব্বাসী। তিনি ছিলেন আব্বাসীয় বংশের একজন নামকরা নাবিক। অনেকে তাকে কলিম আব্বাসী নামে চিনত তবেঁ বন্ধুবান্ধবরা কলিম আব্বাসী না বলে সংক্ষেপে কলম্বাস ডাকত। তাঁর পুর্বপুরুষেরা আব্বাসীয় সাম্রাজ্যের বানিজ্য প্রসার করেছিলেন। সমুদ্রপথ সমূহের ম্যাপ তারাই প্রথম একেছিলেন। রানী ইসাবেলা তাকে খৃষ্টান ধর্ম নিতে চাপ দিলে কলিমঊদ্দীন আব্বাসী তা অস্বীকার করেন এবং তখন রানী তাকে বন্দী করেন। মৃত্যুর পর তাঁর নাম পরিবর্তিত করে ক্রীশটোফার কলম্বাস হিসাবে প্রচার করা হয়। এইভাবে ইউরোপীয়রা ইতিহাসকে নিজের মত করে বানিয়ে নিয়েছে।

Shankar Panday এর কমেন্টঃ
তবে ঢাকার বরেন্দ্রা সাহা যে বিলেতে গিয়ে Bernard Shaw নামে অনেক ভাল ভাল বই লিখেছেন এটা ডেফিনিট ।

Madhumati Adhikari এর কমেন্টঃ
মাইকেল জ্যাকসন বিরাট হিন্দু ছিলেন। তার নাম ছিলো মাইকা লাল জ্যাকি সেন। যিনি পরবর্তীতে খ্রিস্টান মিশনারি কর্তৃক অপহৃত হন এবং খ্রিস্টধর্ম গ্রহন করেন। এর প্রমাণ তার বিভিন্ন স্টেজ শো'তে "ভারতনাট্যম" ও "কথাকলি" নাচ প্রদর্শন করতে দেখা যায়।

--- ঔপপত্তিক ঐকপত্য

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

খেলাঘর বলেছেন:


কলম্বাস নোয়াখালীর লোক ছিলেন, পুরো নাম: কলিম আম্বিয়া বিশ্বাস; সংক্ষেপে, কলম্বাস।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

শাহ আজিজ বলেছেন: নিউক্যালির লোক কোনহানে না আছে? অবশ্য সাইদি চান্দের থন বাইর করি দিছে =p~ =p~

২| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

রাবেয়া রব্বানি বলেছেন: বুঝোলাম না। কৌতুক না রিওমার

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৩

শাহ আজিজ বলেছেন: তুরস্কের প্রেসিডেন্ট আমেরিকাতে কলম্বাসের আগেই মুসলিম পৌঁছানোর দাবি করার পর বিভিন্ন সামাজিক সাইটে মজা শুরু হয়, এটি তারই একটি।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

আহসানের ব্লগ বলেছেন: :|

৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা রে !!!!!!! ;)

আমার দাদা বলিয়াছিলেন , আমরা নাকি কলম্বাসের বংশধর । সেকারনেই আমারে যদি কেউ বলে ভাই উত্তর দিকে আগান , আমি পকেট থেকে মোবাইল বাইর কৈরা কম্পাস চালু করি । শত হইলেও কম্পাস বিহীন কলম্বাস অসম্ভব ! :)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

শাহ আজিজ বলেছেন: তখন কি ডিজিটাল ইউরোপ শুরু হইছিল ???? :P

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: অপূর্ণাম্বাস রায়হানাস !:#P !:#P

৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: লে হালুয়া



নব টেক্স বুক চেন্জ করো এখন :D :D :D /:) /:) /:)

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

শাহ আজিজ বলেছেন: ইউরোপিয়ানরা জাতে মাতাল তালে ঠিক =p~ =p~

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: ক্যামতে কি !!! =p~

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: কলম্বাসরে একজন তোঁ নোয়াখাইল্যা বানাই হালছে------- =p~ =p~ =p~

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা কই পাইলেন আজিজ ভাই এমন সংগ্রহ

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: আমার ফেসবুকে কিছু বন্ধু আছে যারা নানাবিধ সিরিয়াস ও মজাদার পোস্ট দিয়ে থাকেন , আমি সেসব কপি করে রাখি এবং------------- :-0 :-0

৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

কাজী রায়হান বলেছেন: আমি ‍শিউর আইন উদ্দিন ও খৃস্টান মিশনারী দ্বারা অপহুত এবং অনিচ্ছায় ধর্মান্তরিত হয়ে আজকের আইনস্টইন হয়েছেন । আসলে তিনি আমাদের পাশের পাড়াও আইন কাকু

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: এইতো , আরেকটি নতুন আবিস্কার , আহলান আহলান !!

৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: অপূর্ণাম্বাস রায়হানাস =p~ =p~

নামের এই বিবর্তন দেখিয়া হাহালুখুগে ভ্রাতা :)

১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: আমার হাসি পায় না কেন?? বলুন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.