নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

এই মহাবিশ্বে আপনি কোথায়, দেখে নিন একবার।। বিজ্ঞান ছবি ব্লগ

২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১



এই ছবিগুলি আপনাকে একটা মোটামুটি ধারনা দেবে আমাদের পৃথিবী , আমাদের সোলার সিস্টেম, আমাদের সূর্য , এই মহাবিশ্বের বা ইউনিভার্সের কোথায় আমাদের অবস্থান ইত্যাদি।এতো নিখুতভাবে এর আগে কোন সচিত্র তথ্যমালা আগে দেখিনি তাই মনে হল আমার অনুভূতিটুকু শেয়ার করিনা কেন আপনাদের সাথে। ছবির ক্যাপশন ইংরেজিতেই থাকছে, ওটার অনুবাদ করে মুল বক্তব্য থেকে সরে আসার চেষ্টা করলাম না, কারন কিছু শব্দ বাংলায় পরিবর্তন হয়না।৩৩ টি ছবিতে নিজেকে চিনে নিন আর জানুন কত ভাগ্যবান আপনি, আমি যে আমরাই এই মহাবিশ্বে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ মানবকুল যার পরিপূর্ণ নাশ নেই এবং সর্ব প্রতিরোধ ক্ষমতা আছে।


This is the Earth! This is where you live.




And this is where you live in your neighborhood, the solar system




Here’s the distance, to scale, between the Earth and the moon. Doesn’t look too far, does it?




THINK AGAIN. Inside that distance you can fit every planet in our solar system, nice and neatly.




But let’s talk about planets. That little green smudge is North America on Jupiter.




And here’s the size of Earth (well, six Earths) compared with Saturn:




And just for good measure, here’s what Saturn’s rings would look like if they were around Earth:




This right here is a comet. We just landed a probe on one of those bad boys. Here’s what one looks like compared with Los Angeles:




But that’s nothing compared to our sun. Just remember:





Here’s you from the moon






Here’s you from Mars





Here’s you from just behind Saturn’s rings







And here’s you from just beyond Neptune, 4 billion miles away.






Let’s step back a bit. Here’s the size of Earth compared with the size of our sun. Terrifying, right?






And here’s that same sun from the surface of Mars







But that’s nothing. Again, as Carl once mused, there are more stars in space than there are grains of sand on every beach on Earth






Here’s another look. The biggest star, VY Canis Majoris, is 1,000,000,000 times bigger than our sun




Which means that there are ones much, much bigger than little wimpy sun. Just look at how tiny and insignificant our sun is






But none of those compares to the size of a galaxy. In fact, if you shrank the sun down to the size of a white blood cell and shrunk the Milky Way galaxy down using the same scale, the Milky Way would be the size of the United States





That’s because the Milky Way galaxy is huge. This is where you live inside there





But this is all you ever see





But even our galaxy is a little runt compared with some others. Here’s the Milky Way compared to IC 1011, 350 million light years away from Earth





But let’s think bigger. In JUST this picture taken by the Hubble telescope, there are thousands and thousands of galaxies, each containing millions of stars, each with their own planets





Here’s one of the galaxies pictured, UDF 423. This galaxy is 10 BILLION light years away. When you look at this picture, you are looking billions of years into the past.





And just keep this in mind — that’s a picture of a very small, small part of the universe. It’s just an insignificant fraction of the night sky.





And, you know, it’s pretty safe to assume that there are some black holes out there. Here’s the size of a black hole compared with Earth’s orbit, just to terrify you






This is your home
এটাই আমাদের গ্রাম , পৃথিবী ।।
সুত্রঃবাডফিজ

মন্তব্য ৫৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজিজ ভাই, পোষ্ট প্রিয়তে নেয়া ছাড়া তো কোন উপায় দেখছি না।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । :)

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

শাহ আজিজ বলেছেন: হ্যাঁ জাদিদ , অনেক দিন বাদে !! ভালোত সব !!

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: মাথা নষ্ট! আমরা কল্পনাও করতে পারবোনা কত ক্ষুদ্র আমরা অথবা এই মহাবিশ্ব ঠিক কতটা বিশাল! এই ভাবনা কিছুক্ষনের জন্য থমকে দেয়!

পোস্টের জন্য ধন্যবাদ!

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

শাহ আজিজ বলেছেন: ডিসেম্বার বা জানুয়ারির অমাবস্যায় সুন্দরবন চলে যান । বাতি নিভিয়ে নৌকার পাটাতনে চিত হয়ে শুয়ে আকাশ গঙ্গা দেখুন । আমি নিশ্চিত , পাগল হয়ে যাবেন, আমিও হয়েছিলাম । এতো তারা শহরে দেখা যায়না , চাঁদই দুর্লভ !!

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

ইছামতির তী্রে বলেছেন: হাহাহাহা।
হাসলাম কেন জানেন? আমি এটা Bookmark করে রেখেছিলাম সামুতে শেয়ার দেয়ার জন্য। এই যে লিঙ্ক। আপনাকে অনেক ধন্যবাদ আমার পরিশ্রম বাচিয়ে দেয়ার জন্য।

Just a tiny little ant in a giant jar. এই লাইনটি অবশ্যই মনে আছে। আমাদের সত্যিই এই অবস্থা! তবু আমাদের কত বড়াই! কয়েকদিন আগে ইবনে কাসীর রঃ এর "আল বিদায়া ওয়ান নিহায়া'তে একটা হাদিস পড়লাম। আপনার সাথে শেয়ার করছি।

রাসুল সাঃ কে কুরসীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, "যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ! কুরসির নিকট সাত আকাশ ও সাত জমিন বিশাল প্রান্তর নিক্ষিপ্ত কড়া অপেক্ষা বেশী কিছু নয়। আর কুরসীর তুলনায় আরশ প্রান্তরের তুলনায় কড়ার মত"।

আল্লাহু আকবার। আল্লাহ মহান।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

শাহ আজিজ বলেছেন: যারা ধর্মে বিশ্বাস করেনা তারা একটা ব্যাপারে অবাক হয় খুব যে নবী মোহাম্মদ কোথা থেকে সাত আসমান বা সাতটি লেয়ারের ধারনা পেলেন?? আবার কোরআনে উল্লেখ আছে এই আসমান ভেদ করা কঠিন কিন্তু কৌশল ধারনে তা সম্ভব হতে পারে । আসলেই লেয়ার সরাসরি ভেদ করেনা এক্তাকে বৃত্তাকারে পৃথিবীকে প্রায় এক পাক দিয়ে তারপর মহাকাশে যাওয়া যায়। এভাবেই ঈশ্বরে বিশ্বাস আরও দৃঢ় হয়।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন, প্রিয় তে পোস্ট :)

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

 বলেছেন: সরাসরি প্রিয়তে !!

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: অসীম মহাবিশ্বে বড্ড ক্ষুদ্র আমরা !!
খুব সুন্দর পোষ্ট !

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

শাহ আজিজ বলেছেন: বড্ড অসহায় লাগে এই সীমাহীনতায় ।

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

শাহ আজিজ বলেছেন: বড্ড অসহায় লাগে এই সীমাহীনতায় ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

মামুন রশিদ বলেছেন: অসাধারণ!

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

খেলাঘর বলেছেন:


পোস্ট ভালো।
তবে, বাংলাদেশে কেহ যে ভুগোল বই পড়ছে বলে তো মনে হচ্ছে না।

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: ভুগোল দিয়া কি করবেন ?
গুগল করেন !:#P

৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

নিমচাঁদ বলেছেন: এক্সিলেন্ট পোষ্ট !

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১০| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো পোস্ট ।

@ শাহ আজীজ ভাই, এই দুইটা লিঙ্ক আপনার চিন্তা ভাবনার খোরাক জোগাবে হয়ত

লেয়ারস অভ হেভেন


সেভেন আর্থ কনসেপশন

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । পড়ে দেখব।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারণ লাগলো !!! মহাবিশ্ব সব রহস্যের আঁধার । এই রহস্য খোলাা করতে মানুষের হয়তো আরো কয়েক শতাব্দী লেগে যাবে ।

+++++

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: আসলে আমার দীর্ঘ পড়াশুনায় এতটুকু মনে হয় কিছু রহস্য কখনোই উদঘাটিত হবে না । আমরা পৃথিবী পরিক্রমায় কতখানি এগিয়েছি , আর ওগুলোত শুধুই চোখে দেখা অনুমান মাত্র ।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে...

তারকা রবি শশি খেলনা তোমার হে উদাসী
পড়িয়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি ...;)

একেক জনকে কয়েক পৃথিবীর চে বড় বড় জান্নাত দেয়া যে হাদীস.. বা তার দূরত্ব বোঝাতে যে আরবীয় ঘোড়ার ৫০০ বছরের দূরত্বের যে কথা জানতাম..
মনে হচ্ছে তা লাইট ইয়ারে কনভার্ট করারই ইঙ্গিত ছিল :P :) :D

কে বলে ঐ সব বড় বিশাল?

সবচে বিশালতো আমি। আমি দেখছি বলেই না তা দৃষ্টিগ্রাহ্য! আমি নাই কিছূ নাই ;) =p~ =p~ =p~

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

শাহ আজিজ বলেছেন: জী স্যার :-0

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০২

আবু শাকিল বলেছেন: চমৎকার পোস্ট ।

শোকেসে রাখলাম।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

শাহ আজিজ বলেছেন: শো কেস ??

ধন্যবাদ

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

ইমরান আশফাক বলেছেন: সবটুকুই অনুবাদ করে দিন।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

তোমোদাচি বলেছেন: আমার ছেলের সাথে বসে দেখলাম, ও খুব মজা পেল; কারন ও এখন সোলার সিস্টেম নিয়ে আছে; ভাবছি ওকে এটা প্রিন্ট করে এনে দির

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৪

শাহ আজিজ বলেছেন: দীর্ঘ ১ ঘণ্টা বসে সাইট খুজে বের করে আপনার ছেলের জন্য লিঙ্ক দিলাম।http://www.buzzfeed.com/daves4/the-universe-is-scary?bffb

এছাড়া প্সেস ডট কম এর মেম্বার করে দিন , হাবেল ডট কম ইত্যাদি।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয়তে !

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

অশ্রুত প্রহর বলেছেন: বাপ রে বাপ! অনেক কিছু জানলাম। :-) :-)

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

শাহ আজিজ বলেছেন: পৃথিবীতে জানার শেষ নেই ।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পোষ্ট । সহজ বাসায় কঠিনের ব্যাখ্যা ।

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। কয়েক হাজার বিজ্ঞানী সার্বক্ষণিক চোখ রাখেন হাবল এর তোলা অনলাইন ছবিতে , ২৪ ঘণ্টা ৩৬৫ দিন। কি পরিশ্রম করেন তারা মানবের জ্ঞান অর্জনে ।

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৫

বৃতি বলেছেন: চমৎকার পোস্ট।

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

২০| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

মো্ মনির হোসেন বলেছেন: ধন্যবাদ

২১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সোহেল মাহমুদ বলেছেন: এ মহাবিশ্ব কত ক্ষুদ্র্ আমরা।

অসাধারণ পোস্ট।+++++

২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বিজ্ঞানীদের তাদের কঠোর পরিশ্রমে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

একলা ফড়িং বলেছেন: অসাধারণ! শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ!



সরাসরি প্রিয়তে!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

ভুং ভাং বলেছেন: অসাধারণ . অসাধারণ পোস্ট।+++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

মাসূদ রানা বলেছেন: অসাধারণ লেগেছে ...... প্রিয়তে রাখলাম :)

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

২৫| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫২

রুদ্র হুমায়ূন বলেছেন: এসব দেখি আর মাথা হ্যাং হয়ে যায়। এসব দেখলে নাস্তিক হওয়া ছাড়া আর উপায় থাকে না আমার।

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: নাস্তিক হওয়ার কোন অপশন দেখিনা কারন এই আবিস্কার আপনাকে মহাশক্তির আভাস ও আস্থা দেয়। ধর্ম তোঁ এই শক্তি সম্পর্কে অজ্ঞাত ছিল প্রতিষ্ঠার সময়। এখানে ঈশ্বর বা মহাশক্তি প্রবল প্রকট । পার্থক্যটা এই আপনি এই মহাশক্তিকে কিভাবে নিজের করে নেবেন। এটা আমার নিজের কথা ও বিশ্বাস। আমি শুধু প্রার্থনা করলেই হবে । এটাই পুরোহিতদের মাথা ব্যাথার কারন।

২৬| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখাটি ভালো লাগলো।



ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জেনে।

২৭| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: ভালো লাগা..........

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.