|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

একদা শিখিয়াছিলাম মাঙ্কি অর্থাৎ বান্দর হইতে মানুষের উৎপত্তি হইয়াছে। ব্যাপারটা বিশ্বাস করি নাই এবং ভয়ে কাহাকেও বলি নাই। মাঝখান দিয়া বাবা আদম আসিয়া গুতা দিয়া গিয়াছে। ভীষণ প্রব্লেমেটিক লাগিতেছিল। কিন্তু যখন কম্যুনিস্ট ভাইদের সাথে ঘুরিতাম তখন ডারউইন নামক বানর পকেটে লইয়া থাকিতাম । আবার হুজুরদের সাথে থাকিলে আদম হাওয়ার গন্দম খাওয়ার গল্প শুনিতাম এবং মাথা দুলাইয়া মারহাবা শব্দ করিতাম। চীনদেশে দেখিলাম এসবে তেমন আসক্তি নাই, খোদায় বিশ্বাস নাই শুধু খাওয়া আর মাল টানাতে যত বিশ্বাস। আমাকে তাহারা কহিল কি এতো ভাব লইয়া বসিয়া থাকো, আসো মাল খাও দেখিবে বান্দরের টেনশন লাঘব হইয়াছে। আরে তাইতো ! কি দারুন লাগিতেছে, গুষ্টি কিলাই ওই সব থিওরির, আরও এক কাপ খাইলাম এবং সম্রাট মাওএর মতো লাগিল নিজেকে!
দেশে আবার অন্য ব্যাপার। হয় জামাত , নয় হেফাজত কিংবা লীগ অতঃপর দল । এইখানে মাল খাওয়া হারাম তবে ডাইল খাওয়া নয়। তাই সই, চক্ষু ঝলমল করিতে লাগিল। ভালো করিয়া দেখিলাম সবই তো বান্দরের লাহান লাগে। এই মারামারি, ঘুষাঘুষি, পিটাপিটি চলিতেছে। পুরাতন কম্যুনিস্ট ভাইকে টুপি মাথায় প্লেনে উঠিতে দেখিলাম। আকাশপানে তাকাইয়া বাবা আদমকে কহিলাম তুমিই ক্যাঞ্জাল বাধাইয়াছ , গন্দম খাইলা তুমি আর ভুগিতেছে ৭০০ কোটি লোক । গম্ভীর বাবা কহিল আমার ইচ্ছায় খাই নাই, তোর মা  দেওয়ানবাগির তুকতাক লইয়া আমাকে ফাসাইয়া দিয়াছে , নাউজুবিল্লাহ।
শেষকথা তিনি কহিলেন “বাবা ওভার ব্রিজ দিয়া পার হইও, না হইলে জরিমানা / জেল হইবে। বান্দরেরা টেবিলে বসিয়া ট্যাঁকা টুকা আদায় করিতেছে”।।      






 
 
ফেবুর ছাগুরা বঞ্চিত , আহা !! সখি যাতনা কাহারে কয় !
 ২০ টি
    	২০ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৫৮
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: এটা নিয়ে কিছু মানুষ খুব ব্যাস্ত থাকে এমন যে মনে হল বলি আচ্ছা কোন মানুষ কি বানরে বিবর্তিত হয়েছে । জবাব নেই। তাই এটাকে নিয়ে মজা করার যথেষ্ট কারন রয়েছে।
২|  ২৭ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:৫৭
২৭ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:৫৭
ডট কম ০০৯ বলেছেন: ব্যাঙ্গ ভাল হইছে। সাধুবাদ।
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৫৯
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৩|  ২৭ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৩:০২
২৭ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৩:০২
ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম!
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:০০
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ। জেনে ভালো লাগলো মজা পেয়েছেন ।
৪|  ২৭ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৩:০৩
২৭ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৩:০৩
 বলেছেন: +++
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:০০
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৫|  ২৭ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৯
২৭ শে নভেম্বর, ২০১৪  বিকাল ৪:৩৯
ভূতের কেচ্ছা বলেছেন:   
   
   
   
   
   
   
 
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:০১
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:০১
শাহ আজিজ বলেছেন: আমি বেছে বেছে মজার কার্টুন দিয়েছি যাতে সবাই এঞ্জয় করে।
৬|  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:১৬
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:১৬
খেলাঘর বলেছেন: 
এ্যাভালুয়েশন হলো একটা ব্যাখ্যা, এতে কম্যুনিজমের কিছু নেই; কম্যুনিজম সর্বশেষ ভাবনাগুলোর উপর জোর দেয়।
তেমনি আমরা চাই মানুষ নুজকে বুঝুক, ১৯৭১ সালের যু্দ্ধকে বুঝুক; ইহা বদরের যুদ্ধ থেকে বেশী গুরুত্বপুর্ণ।
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৫৪
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন:  পোস্টটি মজা ও ব্যাঙ্গ  করার জন্য এবং উপরের ৫ টি সহমত মন্তব্যের মধ্যে আপনি বা হাত মেরে দিলেন। 
কোন সিরিয়াস পোস্ট দিলে কমেন্টস ওয়েলকাম আর না হলে কমেন্ট করবেন না। এটি যুদ্ধ বিষয়ক পোস্ট না।
আমি দুঃখিত ।। 
৭|  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:২৯
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
একসাথে কত রকমের বিবর্তন!
জনাব শাহ আজিজ ভাই,
একদম মুগ্ধ, মানে ব্লগের ভাষায় টাসকিত হলাম...   
 
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:৫৫
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:৫৫
শাহ আজিজ বলেছেন: কদিন আগে ফেসবুকে একজন ডারঊইন ভক্ত আমায় আক্রমন করলেন কেন আমি বাদরতত্ত মানছি না। তাকে বললাম দেখান তোঁ কোন মানুষ বানরে বিবর্তিত হয়েছে কিনা। ফালতু প্যাচাল------ভাবলাম এটা নিয়ে মজা করি একটু ।
৮|  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:৩৮
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাব্বি বিনুদন ভাই , মজা পাইলাম   
 
  ২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:৫৬
২৭ শে নভেম্বর, ২০১৪  রাত ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৯|  ২৯ শে নভেম্বর, ২০১৪  সকাল ১১:৪৭
২৯ শে নভেম্বর, ২০১৪  সকাল ১১:৪৭
খেলাঘর বলেছেন: 
আপনার হাতগুলো কি পায়ের সমান লম্বা?
  ২৯ শে নভেম্বর, ২০১৪  দুপুর ১২:০০
২৯ শে নভেম্বর, ২০১৪  দুপুর ১২:০০
শাহ আজিজ বলেছেন:   মাইপা তোঁ দেখিনাই তয় আমি দুইপা দিয়া হাটি , চার হাত পা দিয়া না , ক্লিয়ার   
 
১০|  ০৯ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৯
০৯ ই ডিসেম্বর, ২০১৪  রাত ৯:১৯
এনামুল রেজা বলেছেন: অনেক মজা পেলাম আপনার পোস্ট পড়ে।
  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:১৪
২৭ শে নভেম্বর, ২০১৪  দুপুর ২:১৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: কাজের ব্যস্ততার কারনে অনেক সময় লাগলো পোষ্টটা পড়তে।
যতেষ্ট মজা পাইছি। পোষ্টে ++