নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

অবিবাহিত মুসলিম যুবকদের ইরাক যেতে মানা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

ভারতের অবিবাহিত ও ৩০ বছরের কম বয়সী মুসলমান যুবকেরা ধর্মীয় উদ্দেশ্যে ইরাক যেতে ভিসার আবেদন করতে পারবেন না।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইরাক সরকারনিয়ন্ত্রিত ভিসা প্রক্রিয়াকরণের অন্যতম সংস্থা আলশায়া নাসের ট্যুর অপারেটর্সদের এমন নির্দেশ দিয়েছে।
ট্যুর অপারেটরদের বলা হয়েছে, পরিবার ছাড়া অবিবাহিত ও ৩০ বছরের কম বয়সী মুসলমান যুবকদের পাসপোর্ট না নিতে।
ধর্মীয় স্থান পরিদর্শনের নাম করে গত মে মাসে ভারত থেকে চার তরুণ ইরাক যান। সেখানে গিয়ে তাঁরা উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা এল।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি।
প্রতিবছর ২৫-৩০ হাজার ভারতীয় মুসলমান ধর্মীয় স্থান পরিদর্শনে ইরাক যান। বাংলাদেশের অজানা সংখ্যক যুবক ১৯৭৮এর পর থেকেই ফিলিস্তিনিদের ভাড়াটে সৈন্য হিসাবে যুদ্ধ করেছে। আমার প্রতিবেশী বন্ধু ইসরায়েলের হাতে ধরা পড়ার পর জানতে পারি তার অন্তর্ধানের রহস্য। এভাবে ১৯৯০ এর পর হাজারো যুবক আফগানিস্তানে তালিবানদের ভাড়াটে জ্বিহাদী হিসাবে কাজ করেছে এবং করছে। ঢাকা এয়ারপোর্টে প্রতিদিন গড়ে ১০ টি লাশ আসে পাকিস্তান থেকে। এই মুহূর্তে বলা অসম্ভব ঠিক কি পরিমান বাঙ্গালী যুবক আইসিস বা আইসিলএর হয়ে যুদ্ধ করছে। ফরাসিরা তাদের মুসলিম বংশোদ্ভূত আরব তরুণদের লেবানন বা মিশরগামী সকল বিমানে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রায় ৬৩ টি দেশ থেকে আরব বংশোদ্ভূত তরুনরা পালিয়ে আইসিসের সাথে যোগ দিয়েছে। শ্রীলঙ্কান এক যুবক পালিয়ে এসেছে কারন ইরাকিরা তাকে যুদ্ধ নয় বরং জঙ্গিদের টয়লেট ও মলমুত্র সাফ করার নির্দেশ দিয়েছিল। বেশকিছু তরুণী যাদের বয়স ১৪ বা ১৫ তারাও এসেছিল গর্ভধারণ করার জন্য । গর্ভ ধারনের পর জঙ্গিদের তাবারক পেটে নিয়ে তারা ফিরে গেছে নিজ দেশে।পশ্চিমে স্থায়ীভাবে বসবাসকারী হাজারো আরব পিতা মাতা শঙ্কায় দিন কাটাচ্ছেন তাদের কমবয়েসি ছেলেমেয়ে নিয়ে। আইসিস অনেক আগে থেকেই সামাজিক নেটওয়ার্ক ব্যাবহার করে এসব তরুণদের উজ্জীবিত করেছে জিহাদে অংশ নেয়ার জন্য।
ইরানের ব্যাপক বিমান হামলায় আইসিল জঙ্গিরা এখন বিপদের মুখে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: মধ্যে প্রাচ্যের দেশ গুলো আজও আধুনিক হতে পারেনি। শুধু মাত্র দুবাই ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.