নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেলজিয়ামে এবার সামারে বাইরে যাচ্ছেন না যারা সচারচর ভিন্ন দেশে সময় কাটান । কিন্তু তাই বলে কি থিঙ্ক ট্যাঙ্ক বসে থাকবে ? তারাও নতুন কিছু নিয়ে শহরের বাইরের জঙ্গলে নতুন ক্যাম্পিং চালু করেছে । ঝুলন্ত এই ক্যাম্প দৃশ্যত মজবুত । ভেতরে শোয়ার বসার জায়গা আছে । দিনে জঙ্গলে হাঁটাহাঁটি , শিকার , মাছধরা এবং সন্ধ্যায় বার বি কিউ । ইয়াম্মি ।
আমরা টয়লেট টেনট খুজে পেলাম না , দুঃখিত । পার্বত্য চট্টগ্রামে , সিলেটে এবং সুন্দরবনে এরকম ক্যাম্প চালু করলে মন্দ হয়না , কি বলেন ?
০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৭
শাহ আজিজ বলেছেন: ওদের সাথে আঁতাত করে করতে হবে মানে কন্ট্রাক্ট ওদের দিতে হবে ।
২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার,
........................................................
এমন একটা স্হানে বেড়াতে যেতে চাই ।
০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৯
শাহ আজিজ বলেছেন: এখন রোম থেকে ফিরতি ফ্লাইটে ১২৫ জন আদম ঢাকায় ফিরছে । আসুন আমরা গাজিপুরের গজারি বনেই সারতে পারি ব্যাপারটা ।
৩| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম মন্দ হয় না। সন্ধ্যায় টেন্টে ঢুকতে পারবেন হয়তো, সকাল পর্যন্ত টেকা যাবে কিনা সন্দেহ আছে। এটাতো বাংলাদেশ স্যার, বেলজিয়াম না। তবে আইডিয়াটা বেশ ভালো লেগছে।
০৯ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: একটা ব্যাবস্থা করে নিলে চমৎকার হবে ।
৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: বেলজিয়ামের লোকজন আছে মহাসুখে। কারন ওদের রাজনীতিবিদরা ভালো মানুষ।
৫| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই আপনাকে ধন্যবাদ
ফিরে আসার জন্য।
বেলজিয়ামে যেতে ইচ্ছা করছে
বাবুই পাখির বাসা দেখতে !!
০৯ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৪
শাহ আজিজ বলেছেন: নুরু ভাই , তাইলে রিজেনট থেকে একটা ভুয়া সার্টিফিকেট জোগাড় করেন আগে ------------
৬| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১:১৮
নেওয়াজ আলি বলেছেন: আপনি পার্বত্য চট্টগ্রামে কোথায় কোথায় ঘুরেছেন
০৯ ই জুলাই, ২০২০ সকাল ৮:৪৫
শাহ আজিজ বলেছেন: রাঙ্গামাটি আর লেকে দিনভর নৌ বিহারে বিবিধ জায়গা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
পার্বত্য চট্টগ্রাম এখন সন্ত্রাসীদের দখলে।