নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিকা যদি আবিষ্কার হয় আর প্রথমদিকে যদি সরবরাহ কম থাকে, তখন অবশ্যই গুরুত্বের বিচারে টিকা প্রদান করতে হবে।
এই তালিকার শীর্ষে রয়েছে স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে যারা কোভিড-১৯ রোগীদের সংস্পর্শে আসতে হচ্ছে।
করোনাভাইরাসে বয়স্ক মানুষজন বেশি আক্রান্ত হচ্ছেন। ফলে টিকাটি সেই বয়সের ওপর কার্যকর হলে বয়সী ব্যক্তিরাও টিকা পাওয়ার তালিকায় এগিয়ে থাকবেন।
যুক্তরাজ্য বলেছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সদস্যরা, বিশেষ কোন কোন জাতিগোষ্ঠীর সদস্যদের আগে টিকা প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে।
চীনের CanSino Biologics এবং ব্রিটেনের Cambridge-based pharmaceutical company AstraZeneca 'র ভ্যাক্সিন তাদের দ্বিতীয় ট্রায়ালের ফলাফল ভাল পেয়েছেন । ভ্যাক্সিন প্রয়োগে ক্লান্তি বা অবসাদ , জ্বর ,খিঁচুনি, মাথাব্যাথা উপসর্গ হয় কিন্তু তা মোটেও তীব্র গোছের নয় । ১৪ থেকে ২৮ দিনের মধ্যে শরিরে প্রতিরোধ বা অ্যান্টিবডি তৈরি হয় যা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম । দ্বিতীয় ট্রায়ালের সবাই ভাল আছেন ।
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: আক্রান্ত কেউ টিকা পাবে কিনা আমিও তাই খুজছি ।
২| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:২৫
ডার্ক ম্যান বলেছেন: টীকা আসা গুরুত্বপূর্ণ । স্বাস্থ্যসেবার সকল কর্মীকে আগে দিতে হবে ।
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪১
শাহ আজিজ বলেছেন: স্বাস্থ্য কর্মী ( আবুল কালাম আজাদ বাদ , পদত্যাগ করছে) , সেনা , পুলিশ , সেবা কর্মী আগে ।
৩| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
ভালো খবর।
বাংলাদেশ সরকার চীনের সাথে কি চুক্তি করছে, তা মানুষকে এখনো জানতে দেয়নি।
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩
শাহ আজিজ বলেছেন: চুক্তি যাই করুক একটা চার্টার তৈরি করেছে এসব ল্যাব যে কারা আগে পাবে --- এতক্ষন তাই পড়ছিলাম ।
৪| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন ভাল করা খবর। ধন্যবাদ আজিজ ভাই।
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪
শাহ আজিজ বলেছেন: খাড়ান , কোহিরে খবরটা দিয়া নেই , কাহিল হইয়া গেছে বেচারা ।
৫| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুড়া মানুষদের দেওয়ার দরকার কি?
তারাতো এমনিতেই মরে যাবে, স্বাস্থ্য কর্মী
রাজনীতিবীদ, বড় বড় ব্যব্সায়ী যারা দশের
কথা দেশের কথা ভাবেন তাদেরকে আর যুবকদের
অগ্রাধিকার দেওয়া হোক। কারণ তারাই দেশের হাল
ধরবে। কোন দেশ কি করবে যানিনা তবে আমাদের
দেশে তাই হবে। জোর যার মুল্লুক তার।
২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: ক্যান নুরু ভাই বুড়ারা কি মানুষ না ? আপনি আমি হেনা ভাই সবাই আগে টিকা লমু । জোয়ানরা কদিন বাদে হা হা হা ।
৬| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে দেশের গরীবের কম্বল বিত্তবানদের গদীর নিচে
যে দেশে করোনা মহামারীর ত্রানের চাল ডাল নুন
রাঘব বোয়ালদের খাটের নিচে সে দেশে করোনার
ভ্যাকসিন গরীব আর বুড়ারা পাবার আশা কি করে
করতে পারে। আগে বড় লোকেরা বাঁচুক পরে বুড়া
হাবড়াদের চিন্তা করা যাবে। কদিন পরতে মরেই
যাবো না হলে বৃদ্ধাশ্রমে তাই তাদের নিয়ে না ভাবলেও
জগত সংসারের কোন কিছু আমসবে যাবেনা। আমরা
এখন ডেড হর্স !! যার কানা কড়ি মূল্য নাই।
২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২১
শাহ আজিজ বলেছেন: হাই ইমিউন নিয়া গরীবরা ভালই আছে । আমার কাছেই শতাধিক বস্তি ঘর । ছাদে গেলে দারোয়ানকে জিজ্ঞাসা করি , সে বলে এখনো কারো কথা শুনি নাই । বিপদে আমরা মধ্যবিত্তরা । ত্রান চুরি করে লীগের লোকেরা ।
৭| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩
মোঃ ইকবাল ২৭ বলেছেন: আগামী ফেব্রুয়ারীর আগে বাংলাদেশ টিকা পাবে বলে মনে হচ্ছে না। ডিসেম্বরের দিকে বাংলাদেশে শীত পড়বে। শীতে করোনায় বেশী মানুষের মৃত্যু হয়। যেটি ইউরোপ আমেরিকায় হয়েছে। তাই শীতের আগে আগে টিকা না আসলে বাংলাদেশের বহু মানুষের ক্ষতি হতে পারে।
২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: ট্রায়াল সম্ভবত আগামি মাসেই শুরু । সাধারনের টিকা কবে আসবে কেউ বলতে পারেনা ।
৮| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মনে হচ্ছে কারা আগে পাবেন এটা নিয়ে নতুন দুর্নীতির রাস্তা তৈরি হবে এখন।
২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: একটা কিছু হবে । ত্রান চুরি , যথেষ্ট সেবা নেই , ভুয়া সার্টিফিকেট । এসবের মাঝে টিকা মোটেও নিষ্কণ্টক নয় ।
৯| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সিনিয়র সিটিজেনরা আগে পাওয়া দরকার। সুন্দর সিদ্ধান্ত ।
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭
শাহ আজিজ বলেছেন: যুবকরা বলতে গেলে নিরাপদ ।
১০| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শিশু এবং যুবকদের সবার আগে পাওয়া উচিত।সকলের শেষে বৃদ্ধদের বয়সক্রমে,যে সবথেকে বেশি বয়সি সে সকলের শেষে।
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭
শাহ আজিজ বলেছেন:
১১| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:১০
নেওয়াজ আলি বলেছেন: ভালো খবর । পৃথিবী বাঁচতে চায়
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৮
শাহ আজিজ বলেছেন: সবাই অধীর আগ্রহে ---------- অপেক্ষায়
১২| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:১২
ডঃ এম এ আলী বলেছেন:
সুসংবাদটি দেয়ার জন্য ধন্যবাদ
২১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: আপনি কেমন আছেন এখন
১৩| ২২ শে জুলাই, ২০২০ রাত ১:২৯
রাফা বলেছেন: প্রাথমিকভাবে অবশ্যই সাস্থকর্মিদের পাওয়াটা জরুরী।এরপরে হলো নিয়মিত বিভিন্ন বাহিনির লোক ,কারন তাদের বসবাস একত্রে।পর্যায়ক্রমে বেশি আক্রান্ত দেশের এরপরে সকলের পাওয়ার অধিকার অবশ্যই আছে।
০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯
শাহ আজিজ বলেছেন: সহমত । টিকার খবর প্রদীপের নিচে পইড়া গেছে ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: এই টিকা কি শুধু আক্রান্তদের জন্য?
নাকি সবাইকেই নিতে হবে?