নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া আর সংবাদকর্মীদের কেচ্ছা

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬




সংবাদ সংগ্রহ আর পরিবেশনের কারনে সংবাদ মুল্যবান হয়ে ওঠে । এক্ষেত্রে কিভাবে পরিবেশিত হল তার ওপর সবকিছু বর্তায় । ছবিটি দেখুন এবং নিজেই সিদ্ধান্ত নিন কি ধরনের সংবাদ আপনার কাছে গ্রহণযোগ্য ।
এবার গল্পে আসি-----
আব্দুল দেখল একটি বাঘ এক কিশোরীকে আক্রমন করছে ।

আব্দুল বাঘকে হত্যা করল এবং কিশোরী বেচে গেল।

মিডিয়া খবর লিখল স্থানীয় বীরের হাতে মহিলা রক্ষা পেল ।

আব্দুল বলল আমিতো ইউরোপিয়ান নই ------

এবার মিডিয়া লিখল এক বিদেশী বীরের হাতে বাঘের কবল থেকে মহিলা রক্ষা পেল।

আব্দুল এবার বলল আমিতো পাকিস্তানী !!

গোটা শিরোনাম পাল্টে ব্রেকিং নিউজ হল এরকম “বালিকার সঙ্গে খেলার সময় নিরীহ বাঘ জঙ্গির হাতে নিহত”

এভাবেই খবর তৈরি হয় খবরের লোকেদের হাতে স্রেফ পরিবেশনের কায়দা কানুন হয় ভিন্ন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তান ও বাংলাদেশে যারা চাকুরী পায় না, তারা আসে মিডিয়ায়।

২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: ইদানিং এদের প্রতাপ সবচে বেশি ।

২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯

নেওয়াজ আলি বলেছেন: এখন বাংলাদেশে যারা চামচা তারা ভালো আছে। ডিজিটাল ৫৭ এ অন্যরা কাবু।

২৪ শে জুলাই, ২০২০ সকাল ৯:৫০

শাহ আজিজ বলেছেন: কি যে হচ্ছে বুঝতে কষ্ট হয় ।

৩| ২৩ শে জুলাই, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: মিডিয়ায় যারা কাজ করে তারা দালাল, তারা চাটুকার। তারা ধান্দাবাজ।

২৪ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: হুম , ১০০ ভাগ সত্যি ।

৪| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে ২০১৭তে এফবিআই ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) তদন্তে উঃ কোরিয়ার রাষ্ট্রিয় মদদে কিছু হ্যাকারের নাম এসেছিল, বাংলাদেশের বা বাংলাদেশ ব্যাঙ্কের কারো নাম আসেনি। বাংলাদেশের কেউ জড়িত তেমন কোন ইংগিতও করা হয় নি।
রয়টার তখন খবর করেছিল - এফবিআই তদন্ত রিপোর্টে "রিজার্ভ চুরিতে একটি রাষ্ট্র তথা উঃ কোরিয়া জড়িত"

কিন্তু প্রথমআলো ও কিছু পত্রিকা চতুরতার সাথে হেডলাইন করেছিল -
এফবিআই তদন্ত রিপোর্ট প্রকাশ - "রিজার্ভ চুরিতে রাষ্ট্র জড়িত"

পত্রিকার ভেতর এমন ভাবে এটা সেটা কাহিনী তুলে বিশাল লম্বা রিপোর্ট ..ভাল ভাবে না পড়লে বোঝার উপায় নেই যে রাষ্ট্রটি বাংলাদেশ না উত্তর কোরিয়া।

২৪ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: পুরোটাই গোলমেলে ছিল ।

৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:১৬

সোহানী বলেছেন: সে আর বলতে..............

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫০

শাহ আজিজ বলেছেন: হুম , তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.