নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কোরবানির গরু কিনেছেন ?? জিতেছেন !!

৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৪



গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কোরবানির পশুর হাট প্রায় গরু শূন্য। ক্রেতাদের তীব্র চাপ থাকলেও হাটগুলোতে গরুর সংখ্যা ছিল খুবই কম। যে কয়েকটি গরু ছিল তা নিয়ে রীতিমতো ক্রেতাদের মাঝে ছিল কাড়াকাড়ি। দাম কোনো ব্যাপার ছিল না গরু পাওয়াটাই ছিল সৌভাগ্যের ব্যাপার। তাই কে গরুর রশি ধরতে পারেন তাই নিয়ে ছিল প্রতিযোগিতা। আজ হাহাকার হাটে । গরু নেই ক্রেতা প্রচুর । সবাই আজকে জিততে চেয়েছিল সস্তায় গরু কিনে কিন্তু বিধি বাম , অনেককেই হয়ত দামি ছাগল নিয়ে বাসায় ফিরতে হবে । বাসায় যারা সেলফি তুলবে বলে সাজুগুজু করে ক্যাম লেন্স পরিস্কার করছিল তারা টি ভি , পি সিতে বসে গেছে দুঃখের স্ট্যাটাস দিতে ।
আমার কন্যার কাউ পার্টনার যারা ছিল তারা দুপুরে খেয়ে বেরিয়েছে । আই অ্যাম শিউর যে তারা গরু পাবেনা । কন্যার মন খুব খারাপ সে বলল আগামিতে সে ছাগলেই ফিরে যাবে । আমি সান্তনা দিলাম ছাগলওয়ালারা সন্ধ্যায় বেরিয়ে পড়বে , এমনকি কাল কোরবানির দিনেও পাবে । দরজায় দাড়িয়ে কিনব আমরা

আপডেট - আমাদের মানে আমার মেয়ের ভাগের গরু কেনা গেছে । রাত ৮ টায় বাড়ির নিচে তাকে খাওয়ানো হচ্ছে । মেয়ে আমায় ভিডিও দেখাল । ছোট দেশি এবং সারহীন গরু । সার এবং হরমোনে গরু চমক দেয় । যাক পাওয়া তো গেল । আলহামদুলিল্লাহ ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



সবকিছু উলট পালট হয়ে গেছে

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৭

শাহ আজিজ বলেছেন: সবাই জিততে চায় কিন্তু হারবে কে ? ক্রেতারা এই মুহূর্তে বলছে এটা সিন্ডিকেটের ষড়যন্ত্র , গরুর দাম বেড়েছে , বিক্রেতারা খুশি ।

২| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


যতবেশী টাকা যাবে, সেটা আল্লাহ পাবেন।

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

শাহ আজিজ বলেছেন: ভায়া

৩| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিডিয়াগুলি গরুর সরবরাহ সম্পর্কে ভিন্ন কথা বলেছে এই কয়দিন। আমার গরুর পার্টনার কালকে সকালে হাটের দৃশ্য দেখে যা অনুমান করেছে তার সাথে মিলে যাচ্ছে আপনার কথা।

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: মিডিয়াই এখন সর্বশ্রেষ্ঠ বাটপাড় এবং তারা দুদিকেই তাল দিয়েছে ।

৪| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মিডিয়া ইচ্ছা করলে
ভাসাতেও পারে আবার
ডুবাতেও পারে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: এই ক্ষমতা ভাল নয় । রাষ্ট্রের ভারসাম্য রক্ষা হয়না এই অনাচারে । যে কারনে বিদেশীরা দেশের মিডিয়ার উপর বিমুখ কারন তারা ক্রেডিবিলিটি হারিয়েছে । বিদেশি মিডিয়া খুব একটা খবর দেয়না বাংলাদেশের তাতে সমস্যা আমাদের , আমরা জানতে পারিনা কি ঘটছে ।

৫| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:২৮

বিজন রয় বলেছেন: বাংলাদেশ একটি আজব চিড়িয়াখানা।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: আপনি কি বুঝাতে চাইছেন আমরা সেই আজব চিড়িয়াখানার প্রাণী??

৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ দেশে সব রকম দু' নম্বরী কাজ সম্ভব। কাউকে বিশ্বাস করা যায় না।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: হুম

গরু কিনেছেন ভাই ?

৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯

বিজন রয় বলেছেন: অবশ্যই!

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪০

শাহ আজিজ বলেছেন: ছিঃ

৮| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মেয়েকে অভিনন্দন। এবার আমাদের কোরবানি দেয়া হচ্ছে না, তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে গরীবদের মাঝে কোরবানির টাকা বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: আমার টাকাটা বানভাসিদের জন্য যাবে ।

মেয়ে খুব স্পর্শকাতর কোরবানির ব্যাপারে । অবশ্য গরুর মাংস আত্মীয়দের বাসায় যাচ্ছেনা , যাচ্ছে পাশের বস্তিবাসিদের বাড়ি ।

৯| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:১০

সাইন বোর্ড বলেছেন: নিউজ দেখলাম, অনেকেই হাটে গিয়ে গরু পায়নি । তবু আপনি একটা পেয়েছেন । শুকরিয়া ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: আমাদের বাড়িওয়ালা কোথা থেকে ম্যানেজ করল পরে জানা যাবে ।

১০| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সারা দিনই দেখলাম হাটে ক্রেতা কম।সবাই পরে কিনবে ভাবছিল।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১১

শাহ আজিজ বলেছেন: অনেকেই ধরা খেয়েছে ।

১১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ঈদ মুবারক, সুস্থ সুন্দর থাকুন সকলে। নিরাপদে ঘরে থাকুন। জীবন কে রক্ষা করা এখন নিজ দায়িত্বে পালন করুন। ভীড়ে নয় নীড়ে থাকুন। শুভ কামনা নিরন্তর।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: শুভ কামনা । ঘরেই আছি , নিচেও নামি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.