নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বৈরুত – হিরোশিমার মিনি ভার্সন

০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৭



বৈরুতকে একসময় প্রাচ্যের প্যারিস বলা হত । ৪০এর দশকে আমাদের এই অঞ্চলের ছেলেরা বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত । ওখানে চিকিৎসা এবং হাসপাতাল ব্যাবস্থা খুব উন্নত ছিল । জীবনযাত্রার মান পাশের অনেক দেশ থেকে এগিয়ে ছিল লেবানিজরা । ইসরাইলিদের বসতি স্থাপনের সময় পরিস্থিতি বদলে যায় । বিতাড়িত ফিলিস্তিনিরা লেবাননে ঢুকে পড়ে এবং এখনও তারা ক্যাম্প জীবন যাপন করছে । সিরিয়ার শরণার্থীর ঢেউ আরেক ধাক্কা দিল লেবাননকে । দেশটি এখন রিফিউজিদের হাতে । একদিকে ফিলিস্তিনি যোদ্ধা আরেকদিকে হিজবোল্লাহ , হামাস ও অন্যদিকে ক্রমশ দখলদার ইসরাইলি সেনাবাহিনীর ত্রাসে লেবানিজরা নিজ দেশে রিফিউজির মতো। এরই মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটলো ৫ তারিখের ভয়াবহ বিস্ফোরণ । পুরো বন্দর এলাকা গুড়িয়ে দিয়েছে ওই বিস্ফোরণ । আসুন দেখি অ্যামেনিয়াম নাইট্রেট কি যাতে এত মারাত্মক ক্ষতি হয় জনজীবন ও সম্পদের ।
অ্যামেনিয়াম নাইট্রেট স্ফটিকের মত সাদা কঠিন পদার্থ যা কৃষিকাজে নাইট্রোজেনের উৎস হিসাবে সারে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে এই রাসায়নিক জ্বালানি তেলের সাথে মিশিয়ে বিস্ফোরক তৈরি করা হয়, যা ব্যবহার করা হয় খনির কাজে এবং নির্মাণ শিল্পে। জঙ্গীদের অতীতে এই রাসায়নিক ব্যবহার করে বোমা বানানোর নজিরও আছে। বিশেষজ্ঞরা বলছেন অ্যামোনিয়াম নাইট্রেট তুলনামূলকভাবে নিরাপদ একটা রাসায়নিক যদি তা সঠিকভাবে নিরাপদে গুদামজাত করা হয়। অবশ্য প্রচুর পরিমাণে এই রাসায়নিক দীর্ঘদিন মজুত রাখলে তা নষ্ট হতে শুরু করে।
কয়েক বছর আগে চীনের থিয়ানজিনের বন্দরের কাছেই গুদামে একই জিনিসের বিস্ফোরণ ঘটে কয়েক শ’ মানুষ মারা গেছিলো । চেন্নাই এয়ারপোর্টের পাশেই কিছু মজুদ আছে যা এখন ঘিরে রাখা হয়েছে কোন বিপদ যাতে না ঘটে । লেবানিজ সরকার এতই ঢিলেঢালা যে এই বিপজ্জনক জিনিস যা ২০১৩ সাল থেকে ওখানে পড়ে আছে তার কোন সুরাহা তারা করেনি । বেশ কিছু ছবি পোস্ট করলাম বন্ধুদের জন্য ।






































মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



প্রাচ্যের প্যারিস, আরবের হিরোশিমা

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা

২| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৯

আকন বিডি বলেছেন: ভয়াবহ অবস্থা।
এইরকম আমাদের দেশে হলে কি ভাবে সামাল দিবে চিন্তাই করা যায় না।
আজকে দেখলাম চট্টগ্রাম পোর্ট অথরিটি চেক করছে তাদের গুদাম।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: তারা হয়ত জানেইনা অ্যামোনিয়াম নাইট্রেট কি ?

আমাদের জঙ্গিরা জেনে গেল ফর্মুলা । তারা আগেই জানে ।

৩| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

আকন বিডি বলেছেন: কিন্তু ইউএসএ এটা বোমা হামলা কেন বললো? আচ্ছা মোসাদ কোন অপকর্ম করে নাইতো? অথবা হিজবুল্লাহ?

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: কেউ না কেউ জড়িত এই অকামে । জানা যাবে দুদিন বাদে । পাশেই একটা জাহাজে আগুন ধরছিল , সেখান থেকেই এই বিপর্যয়ের শুরু । ইউ এস এ মনে হয় ডেলিগেশন পাঠাইতে চায় তাই কাইশা লইল ।

৪| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ানক ধ্বংসযজ্ঞ! পিলে চমকে ওঠে!

হে আল্লাহ তুমি বিশ্বাটাকে শান্তিময় করো।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০

শাহ আজিজ বলেছেন:
আপাতত ওই এলাকায় শান্তির ক্ষীণ সম্ভাবনা নেই ।

৫| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




এখন সমবেদনা করা ছাড়া আর কিইবা করার আছে। রাষ্ট্র ব্যবস্থাপনাতে যদি কোথাও ভুল থাকে তার মাসুল কতোবড় হতে পারে তার নজীর হচ্ছে আজকের বিস্ফারিত লেবানন। মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করছি।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: লেবাননের ব্যাপার এমনই যে রফিক হারিরি গেসিল রিয়াদে বেড়াইতে । সউদরা তারে দিয়া সৌদি টি ভিতে পদত্যাগের ঘোষণা দেওয়াইল , কি আজব অগোর ব্যাপারস্যাপার । হারিরি দেশে ফিরে স্বপদে বহাল থাকল , এখন আসছে নতুন প্রধানমন্ত্রী । গুদামে আগুন লাগছে জাহাজ থেকে কিন্তু তারা এতটুকু সচেতন না এইটাই অবাক করা কাণ্ড ।

৬| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১২

আকন বিডি বলেছেন: সামনে কি আরেকটি ‘পবিত্র ধর্মযুদ্ধ’

স্যার এই বিষয়ে একটা লেখা দিয়েন।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: ধর্ম বিষয়ে আমি লিখিনা ।

৭| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৩

আকন বিডি বলেছেন: এটাতো ধর্ম নিয়ে না। এটিতো আমেরিকা ভার্সেস চিন যা আমেরিকানরা ধর্মের নামে ব্যবহার করতে চাচ্ছে।

শেষ অংশ এমন
"পম্পেও ২০১৫ সালে কানসাসে কংগ্রেসম্যানদের এক মিটিংয়ে বলেছিলেন, আমেরিকা হচ্ছে ইহুদি–খ্রিষ্টান জাতির দেশ। তাঁদের কর্তব্য হলো যিশুর পুনরাগমন পর্যন্ত অশুভ শক্তির বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাওয়া। পম্পেওর এই মানসিকতা অতি গভীরে প্রোথিত। যদি কোনোভাবে আগামী নির্বাচনে ট্রাম্প জিতে যান, তাহলে এই পম্পেওর কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেধে যেতেও পারে।"

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

শাহ আজিজ বলেছেন: এটি ফাউল টক । এর চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ।

৮| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো না দেখলেই আমার জন্য ভালো হতো। আজ রাতে আমার ঘুম হবে না।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০

শাহ আজিজ বলেছেন: স্লিপিং পিল

৯| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিবিসি বলছে ঐ গোডাউনের দরজায় ওয়েলডিংএর কাজ চলছিল।বিস্তারিত তদন্তের পর আসল রহস্য জানা জাবে।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৬

শাহ আজিজ বলেছেন: হতে পারে তবে দায়দায়িত্বহীন এসব কাজ ঘৃণ্য বটে ।

১০| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এমোনিয়াম নাইট্রেট ও ইউরিয়া সার তেমন কোন বিপদজনক কেমিকেল না।
ইভেন এতে আগুনও ধরেনা। গ্রামের সারের দোকানেই পাবেন, ম্যাচ দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে দেখতে পারেন। আগুন ধরে না, কোন দেশই এটা নিয়ে সতর্কতা অবলম্বল করেনা।
এই বাংলাদেশেই প্রতিদিন শত শত টন এমোনিয়াম নাইট্রেট ও ইউরিয়া সার তৈরি হচ্ছে গুদামেও আছে, রফতানিও হচ্ছে।
চট্রগ্রাম, আশুগঞ্জ, ঘোড়াশাল, কাফকো ইত্যাদি কারখানায়
বিশ্বাস না হলে ব্লগার নীল আকাশকে জিজ্ঞেস করে দেখতে পারেন, উনি সার কারখানায় আছেন। উনি আরো বিস্তারিত সঠিক তথ্য বলতে পারবেন।

এমোনিয়াম নাইট্রেট ও ইউরিয়া সার খুবই বিপদজনক বিষ্ফোরকে পরিনত হয় যখন ডিজেল বা ফার্নেস অয়েলের সাথে মিশ্রিত হয়। এরপরও বিষ্ফোরন হবে না, লাগবে আরেকটি স্টার্টার বিষ্ফোরক (ডেটনেটর) সহায়তায় বিষ্ফোরন হতে পারে। বা চারিদিকে বিপুল অগ্নিকান্ডে প্রচুর তাপ উৎপন্ন হলেও সেলফ ডেটনেট হয়ে যেতে পারে।

বৈরুত সার গুদামে সম্ভবত ডিজেল বা ফার্নেস অয়েল লিক হয়ে মিশে গেছিল। ২০১৩ থেকেই। তদন্ত শেষ হলে জানা যাবে।

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: ওর পাশেই একটা ছোট বোটে আগুন লেগেছিল । মনে করা হয় ওর থেকেই আগুনের সুত্রপাত । বন্দর এলাকা তেলের ড্রাম থাকাটা বিচিত্র কিছু না । আমি হিজবুল্লাহকে সন্দেহ করি ।

১১| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বৈরুত বিস্ফোরণের মূল ঘটনা হয়তো কোনদিনই জানা যা্বেনা খুব সূচারু ভাবে অন্যদিকে প্রবাহিত করে দেবে।

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: মাল্টি পার্টি ইনভল্ব এখানে । কেউ না কেউ সুযোগ নিয়েছে ।

১২| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিরীহ মানুষের মৃত্যু এবং সম্পদের ক্ষয় ক্ষতি অবশ্যই নিন্দনীয়। আমরা এসব দেখে অভ্যস্ত নই বলে কষ্ট পাই। কিন্তু আরব দেশগুলোর মানুষের রুক্ষ হৃদয় এসব ঘটনায় খুব বেশি আন্দোলিত হয় না। সেখানে বোমা বিস্ফোরণ নিত্য নৈমিত্তিক ঘটনা। যে বাড়িটা বোমা বিস্ফোরণে উড়ে গেল, তার পাশের বাড়িতেই হয়তো বিয়ের অনুষ্ঠান চলছে। বিস্ফোরণের ঘটনা দেখে এসে ওরা আবার বিয়ের কাজ কামে মেতে উঠে।

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: একজন নববধু সাদা পোশাকে পোজ দিয়ে ছবি তুলছিল আর তখনি সাদা ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারদিক । বধু কাছেই তাদের দরজা দিয়ে নিরাপদ হল -- এটাই দেখছিলাম ওই রাতে । হ্যা লাশ বহন আর দাফন লেবানন আর আশপাশ এলাকায় নিত্য ব্যাপার ।

১৩| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৫

নুরহোসেন নুর বলেছেন: সম্ভবত ঘটনার পিছনে জঙ্গিগোষ্ঠীর হাত আছ!!

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৫

শাহ আজিজ বলেছেন: পুরো এলাকাটাই তো জঙ্গিরা চালায় ।

১৪| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভয়াবহ অবস্থা, শরীর শিউরে ওঠে।

০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: ওদের এই ধারাবাহিকতা চলবেই ।

১৫| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৫

ফেনা বলেছেন: ভয়াবহ অবস্থা।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।

০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: আরও ভয়াবহ খবর হচ্ছে ফরাসিরা এগিয়ে আসছে প্রাক্তন কলোনিকে কব্জায় নিতে । সিরিয়ায় রাশিয়াকে আক্রমন করতে উস্কে দিচ্ছে সৌদি প্রিন্স , ইরান তো আছেই , পাশে ইসরায়েল ।

১৬| ০৯ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইন্না লিল্লাহ..........

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৮

শাহ আজিজ বলেছেন: --- ওয়া ইন্নাইলাইহে রাজেউন

১৭| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩

অন্তরা রহমান বলেছেন: যুদ্ধবিধ্বস্ত একটা দেশের উপর আরেক বিস্ফোরণের ধাক্কা, দেখে ভয়ই লেগেছে।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০০

শাহ আজিজ বলেছেন: নতুন ধাক্কা সরকার বিরোধী বিক্ষোভ , ফরাসীদের অনুপ্রবেশ লেবাননের রাজনীতিতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.