নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৬৯ সালে এভাবেই – ঠিক যেভাবে তুমি চিৎকার করে মুষ্টিবদ্ধ হাতে ক্রোধ উগরে দিচ্ছ আমরাও তোমার মত স্কুল ছেড়ে রাজপথে নেমে পাকিস্তানী জুনটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম । সেই সময়ে সুখে থাকা – তখনও মায়ের কাছে শুতাম , স্কুলের পড়া ঠিক করে ক্লাসে যেতাম , সেই আমরা - ঠিক আজকে যেমন তোমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে হাত তুলে দিয়েছ তেমনটি হয়নি । তখনতো পাকিস্তানী পুলিশ আর সেনাদের বিরুদ্ধে ৬ দফা আর মুজিবের মুক্তি চেয়েছি । আজ তোমরা দেশী নির্যাতকের বিরুদ্ধে গর্জে উঠেছ । কোন বিদেশি সেনা নেই নেই কোন দাবি নেতার মুক্তিতে , আছে একরাশ ঘৃণা বুক ভরা ধর্ষকের বিরুদ্ধে আর আছে নিরব যাতনা , কান্না রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে ।
বালিকা ! তোমার এই ক্রোধ ভরা , চোখ পাকানো তীব্র ঘৃণাহত দৃষ্টি , একধরনের অরাজকতার বিরুদ্ধে – অসাধারন । তুমি জেগে ওঠো বট – পাকুড়ের ছায়ায় , কচি ধানের ক্ষেতে , আসন্ন সরিষার হলদে আবরনে । তুমি এই ঘৃণা নিয়ে জেগে ওঠো রাজপথে শাসকের বিপক্ষে – অক্ষমতার সোনালি কেদারায় আবিষ্ট মূর্তিমালায় , তোমার দ্রোহ দেখে আমার হয় হিংসে কেননা আমি পারিনি তোমার মত উঠতে জ্বলে , বিলিয়ে দিতে সোনালি তারুন্য ।
তোমার জ্বলে ওঠা দৃষ্টির কাছে হোক পরাজিত ধর্ষক ও তাদের পালক , ছাই হয় যেন তাদের চৌদ্দ গোষ্ঠী ।
© শাহ আজিজ ১১/১০/২০
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০১
শাহ আজিজ বলেছেন: এভাবেই উঠুক জেগে আপামর জনতা ।
২| ১১ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমার জ্বলে ওঠা দৃষ্টির কাছে হোক পরাজিত ধর্ষক ও তাদের পালক , ছাই হয় যেন তাদের চৌদ্দ গোষ্ঠী
++++
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমার জ্বলে ওঠা দৃষ্টির কাছে হোক পরাজিত ধর্ষক ও তাদের পালক , ছাই হয় যেন তাদের চৌদ্দ গোষ্ঠী
অসাধারণ পোস্ট শাহ আজিজ ভাই। আমিও উদ্বুদ্ধ হলাম। ধর্ষকরা নিপাত যাক। দেশের মাটি শান্তি পাক।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন: সহমত
৪| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।লক্ষ থাকতে হবে বিজয়ের।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৮
শাহ আজিজ বলেছেন: আমি আশাবাদি
৫| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১
নেওয়াজ আলি বলেছেন: বাঁচতে হলে লড়তে হবে। লড়াই করে বাঁচতে হবে
১১ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: লড়াই লড়াই লড়াই চাই
৬| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর একটা কবিতা হয়ে গেছে বর্তমান সময়ের প্রতিবাদ নিয়ে। কবিতার মত সাজালে আরও ভালো হতো। আপনারা আপনাদের দায়িত্ব করেছেন অতীতে এখনকার দায়িত্ব নিতে হবে নতুনদের। এটাই নিয়ম।
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: তাই দেখছি । তবে ছিন্নভিন্ন ব্যানারে । এরা এক হতে পারবেনা মনে হয় ।
৭| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: বালিকাদের জেগে উঠতে আমাদেরই সহযোগিতা করতে হবে।
১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: এবার ওরা নিজেরাই জেগে উঠেছে
৮| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৯
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
শিরোনাম আর ছবি, যেন একটি দ্রোহের আগুনঝরা উত্তাপ ছড়িয়ে গেলো চেতনায়।
কাব্যিক কথামালা হলেও মনে পড়ে গেলো - "একদিন আমিও ছিলাম.......... "
১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: এখনো আছি তবে ঘরের কোনে , ভেঙ্গে পড়া শরীরে , ঋজু উন্নত মাথা ও মননে , হেরে যাইনি , আমরা হারিনা ----------
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: চারিদিকে জেগে উঠেছে জনতা।