নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

প্রস্তুত হ’ধর্ষক হে

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৪


চৌদ্দ শিকে আর কতকাল বাচবে এভাবে
জনতা খুজছে তোমায় কাস্তে হাতে নিয়ে
শ্রমিক ভাই খুজছে বটে হাতুড়ি হাতে
গাইতি শাবল আছে বটে মুটে মজুরের কাছে
বালিকার বাবা কোদাল হাতে ক্রুদ্ধ শিরে
খুজছে মাটি খুড়ে খুড়ে কবর দেবে তোকে
প্রস্তুত হ’ ধর্ষক হে মৃত্যুর স্বাদ নিতে ।।
© শাহ আজিজ ১২/১০/২০

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া

ধর্ষকরা প্রস্তুত মৃত্যুর জন্য

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: ওরা প্রস্তুত থাকে একরকম , সবসময় , যদি পড়ে পুলিশের হাতে ।

২| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। ছবির লোকগুলি যদি ধর্ষক হয় তবে তারা মনে হয় খোশ মেজাজেই আছে।

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: হাত তুলে বাত চিতে ব্যাস্ত বেগমগঞ্জের ধর্ষক , হয় হাজতে না হয় জেলে ।

৩| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: দারুণ ----------‘

১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: বড় বড় লাইন লিখে কোন লাভ নেই।
দুইদিন পরে খোজ নিয়ে দেখবেন জামিন নিয়ে বাইরে হাল তবিয়তে ঘুড়ে বেড়াচ্ছে।
নোয়াখালীর সূর্বণ চরের টাও জামিনে বাইরে বের হয়ে এসেছে।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩২

শাহ আজিজ বলেছেন: এরপর গুপ্ত মাইর চলবে ।

৫| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: গাড়িতে এটার সাথে পুলিশদের সেলফিটা দেখেছেন?
না দেখলে আগে দেখে আসুন। এর পর থেকে আমি আর কোন কিছুই আশা করি না।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩

শাহ আজিজ বলেছেন: লিঙ্ক চাই

৬| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ ও ধার দুটাই আছে।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৪

শাহ আজিজ বলেছেন: জানতাম না যে আজই মৃত্যুদণ্ডের আইন হবে ।

ধন্যবাদ।

৭| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

নেওয়াজ আলি বলেছেন: আপনার কাব্য বিমুগ্ধ ।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নীল আকাশ বলেছেন: লিংক নেই। ছবিটা আছে। নিন আপনার জন্য দিলাম-

এই দেশে কোন উচ্চাশা করবেন না। কোন কিছুই হবে না।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: মারহাবা , ইনশাল্লাহ



ইন্নালিল্লাহে -----------

৯| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৮

অনল চৌধুরী বলেছেন: জনগণ কিছুই করবে না, কারণ তাদের বেশীরভাগই মনে মনে একেকটা ধর্ষক।
সুতাং ধর্ষণ প্রতিরোধে ক্রসের উপর ওষুধ নাই।

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: আগে সবার মানে রাষ্ট্র যারা চালায় তাদের মানসিক গঠনে পরিপূর্ণতা আসা দরকার । জন বিচ্ছিন্ন বলেই জন ভাবনা নেই । জনভাবনা থাকলে যেকোনো বিষয়ের উপর দখল থাকবে , দখল থাকলে ভাবনা জাগবে , আর তাতেই প্রতিষেধক হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.