নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ: বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় অনুমোদিত, মঙ্গলবার অধ্যাদেশ জারী

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩



আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন যে আগামীকালই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারীর মাধ্যমে এটি কার্যকর করা হবে।

ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের মুখে সরকার আইন পরিবর্তনের এই পদক্ষেপ নিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে আইনের সংশোধনী প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর ফলে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় সংশোধনী আনা হবে।
আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে আরও জানিয়েছেন, যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি এসেছে, তাই সরকার তা বিবেচনায় নিয়েছে।
গত শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা বৃদ্ধি করা হচ্ছে।
একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় ছাত্র, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিক্ষোভ-সমাবেশ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার খবর আসে।
ধর্ষণবিরোধী সর্বশেষ দফার এই আন্দোলন দানা বাঁধে নোয়াখালীর বেগমগঞ্জে একজন গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর।
ছাত্র সংগঠন-সহ বিভিন্ন সংগঠন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এবং তা অব্যাহত রয়েছে। এসব সমাবেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান প্রচলন করার দাবি তোলা হয়।
---------------------------------------------------------------------------------------------------------
আমি কালো কাপড় খুলে নিলাম ।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: মন্ত্রী, এমপি, সচিব, ধনী ইত্যাদি শ্রেনীর লোকদের মেয়েদের ধর্ষন হয় না কেন?

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩০

শাহ আজিজ বলেছেন: ক্রস ফায়ারের ভয়ে

২| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৬

কামরুননাহার কলি বলেছেন: মৃত্যুদণ্ড কার্যকর হবে তো, নাকি বলা পর্যন্তই শেষ?

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৪

শাহ আজিজ বলেছেন: আপাতত শাহবাগ ঠাণ্ডা করা দরকার ।

তবে সিলেট , বেগমগঞ্জ পার্টির ফাঁসি দ্রুত হবে ।

৩| ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব প্রশংসা একমাত্র আল্লাহর।
এতদিন পরে একটি যথার্থ আইন
প্রনয়ণ করা হয়েছে। ২/১টাকে মৃত্যুদণ্ড
দিলে ধর্ষণ কমে যাবে ইনসা্আল্লাহ।
সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

রাজীব নুর বলেছেন: মন্ত্রী, এমপি, সচিব, ধনী ইত্যাদি শ্রেনীর লোকদের মেয়েদের ধর্ষন হয় না কেন?
শিল্পপতি লতিফুর রহমানের মেয়েও ধর্ষিত হয়েছিলো।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫

শাহ আজিজ বলেছেন: রাজীব ঐটা টের পায়নি

৪| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আইন তো আছে কিন্তু কার্যকর হওয়া নিয়ে কথা। ক্ষমতার জোরে দোষীকে নির্দোষ, নির্দোষীকে দোষী সাব্যস্থ করে ।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

শাহ আজিজ বলেছেন: এই বিষয়টা বাংলাদেশে আরেক করোনা ভাইরাস । পুলিশকে সাইজ করতে না পারলে কোন সুফল আসবে না ।

৫| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৮

নেওয়াজ আলি বলেছেন: এতে উকিল এবং পুলিশ লাভবান হবে না । আপনার ধারণা শেয়ার করবেন

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

শাহ আজিজ বলেছেন: সত্য । পুলিশ এবং উকিল দেশ চালায় ।

৬| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুসংবাদ, তাতে কোন সন্দেহ নাই। কিন্তু ধর্ষণের মামলায় দ্রুত বিচার নিশ্চিত করাও জরুরী। আর একটা কথা, যত দ্রুত সম্ভব সংসদে অধ্যাদেশটি পাশ করাতে হবে। অন্যথায় এটি বিধিবদ্ধ আইনে পরিণত হবে না। ভবিষ্যতে সমস্যা হতে পারে।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

শাহ আজিজ বলেছেন: শাহবাগে ছোট ধাওয়া খাইয়া এত দ্রুত পাশ , আসছে দিনে আরেকটা বুলন্দ আওয়াজ , ব্যাস । সংসদ নিশ্চয়ই ডিসেম্বরে বসবে । অনলাইন সংসদ হয়না ??

৭| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩

নতুন বলেছেন: ধর্ষনের সাজা মৃত্যুদন্ড করার চিন্তা খুবই ভালো।

কিন্তু এখন মিথ্যা মামলার সংখ্যাও অনেক বেড়ে যাবে। তাই মিথ্যা মামলার সাজাও বাড়ানো দরকার। এমনকি যেই উকিল মিথ্যা মামলা পরিচালনা করবে তারও সাজার ব্যবস্থা রাখতে হবে।

কারন আইনব্যবসায়ীরাই আইন বেচে খাচ্ছে তারাই পরামর্শ দেয় কিভাবে মিথ্যা মামলায় জেতা যায়, কিভাবে হত্যা, ধর্ষন মামলার আসামীকে নিদোর্ষ প্রমান করা যায়। তাদের নৈতিকতার শিক্ষাটা দরকার।

হত্যা ধর্ষন মামলায় উকিলের ভুমিকা হবে তাকে নমনিয় সাজার ব্যাপরারে চেস্টা করা। তাকে নিদোর্ষ প্রমানের জন্য ধর্ষিতাকে মিথ্য প্রমান করে ধর্ষকে মুক্ত করা নয়।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১

শাহ আজিজ বলেছেন: এটা খুব টেকনিক্যাল ব্যাপার এবং যারা এতে যুক্ত তারাও এটা নিয়ে আলাপ করেছেন । যেমন নুরু কোন ধর্ষণ কাজে জড়িত নয় তাও সরকার এবং ওই মহিলা চাইছে নুরুর শাস্তি হোক । এখানেই সরকারের দুর্বলতা প্রমানিত । এক ছাত্রনেতা শাহবাগের মেয়েদের ধর্ষণ করতে চেয়েছে যে কেন তারা শাহবাগ তপ্ত করছে । সরকারের দুর্বলতা এখানেই প্রমানিত। আপাতত দুই জায়গার ধর্ষকদের ফাঁসি হবে নিশ্চিত কিন্তু ভবিষ্যতে এই ধারা ঝুলে যাবে ।

৮| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

মোছাব্বিরুল হক বলেছেন: আইন কতোটুকু কার্যকর হয় তাই দেখার বিষয়।

১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

শাহ আজিজ বলেছেন: আমিও অপেক্ষায় অ্যাকশনের জন্য ।

৯| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

নতুন বলেছেন: আসল সমস্যা কত বড় সাজা হইলো সেটাতে না।

যদি ধর্ষনের সাজা ৭ বছরও হয় তবেও তা ধর্ষন কমার জন্য অনেক কাজ করবে। যদি প্রতিটি ধর্ষনের বিচার হয় এবং সবারই ৭ বছল সাজা হয় তবে সেটা দেখেই অনেকে এমনটা করার চিন্তা মাথায় আনবেনা।

দূবলতা আমাদের সমাজের। আমাদের নিজেদের।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: অপেশাদার রাজনীতি ও রাজনিতিক যে কত ভয়াবহ হতে পারে আমাদের চলতি সমস্যা তার প্রমান ।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই আইন পাশের আগের ঘটনার বিচার এই আইন দিয় সাজাদেয়া যাবে না।

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২০

শাহ আজিজ বলেছেন: সাম্প্রতিক সময়ের ঘটনা যা তদন্তাধিন চলে আসবে এই কোপের নাগালে । আমার ধারনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.