নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সুলেখা দাস

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৭



সূর্য না ওঠা ভোরে টয়লেট থেকে বেরিয়ে চায়ের জন্য এগিয়ে জানলাম চুলা জলেনি । লঞ্চের ধোয়া বেরুনোর চোংগা ঘিরে একজন কমবয়েসি মহিলা আর তাকে ঘিরে দুজন পুরুষ । কাছেই বাশের উপর হাত রেখে আমার সঙ্গী বন্ধু বিড়ি ফুকছে । কেবিনের দিকে এগুতেই সে আমায় ফিসফিস করে বলল গেল রাতে ওই মহিলার উপর অবিচার হয়েছে । বেশ কৌতুহলী হলাম । খানিক বাদে আমি বেরিয়ে কেবিনের অপর পাশের বারান্দায় চলে এলাম । রাতের লঞ্চ খুলনা থেকে মাঝরাতে ছেড়েছে , চালনা থেকে আমরা উঠেছি অন্ধকারে । ওই বারান্দাতে কাঠের ফ্লোরে মেয়েটি বসে নদীর দিকে তাকিয়ে । একটু দুরেই আমি ফ্লোরে বসে পড়লাম । সামনে নদী । জানুয়ারির শুরুতে কুয়াশায় আচ্ছন্ন পশুর নদী । বায়ে ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকালাম । নিতান্তই কম বয়েসি । মেয়েটি টের পেলো একজন শহুরে কেতাদুরস্ত কাধ লম্বা চুল আর গোঁফের কারসাজির কিশোর তার খুব কাছেই বসে । আমিই মুখ খুললাম – বাড়ি কোথায় ? সাধারনত এটাই দক্ষিনে স্টাইল । খুব সহজ এবং কোন বাধা বিঘ্নতা ছাড়াই মেয়েটি কলকলিয়ে বলে উঠলো লাউডুব । তাকে মনে হচ্ছে সে এইরকম কারো সাথে কথা বলার জন্য মুখিয়ে ছিল । বিয়ে হয়েছে ? হ্যা , সোজা সাপটা উত্তর । বাচ্চা ? একটা । স্বামী কি করে ? নিজেগে ক্ষেত খামার আছে আর পরের ক্ষেতে কিষেন দে । এবার নদীর দিকে স্থির তাকিয়ে জিজ্ঞাসা করলাম কি অইল কাইল রাত্তির বেলা ?
লঞ্চের মহিলা কেবিনি দরজা খিল দিয়ে শুইলাম । লঞ্চের ওই ছেমড়া অনেক গুঁতো গুতি করে খুলতি না পাইরে নদীবরো জানালা দিয়ে ঢুইকে আমার সব্বনাশ করিছে ।
আমি স্তম্ভিত তাকিয়ে নদীর পাড়ে সবে উঠে আসা সূর্যের দিকে । কি বলা যায় এমন মর্মান্তিক বর্ণনায় । মাথা উচিয়ে দেখলাম কেবিনের বাকি যাত্রীরা জানালা দিয়ে মুখ নিচু করে আমাদের দেখছে ।
খুলনা কি কত্তি গেইলে ?
বাচ্চা ফ্যালাতি ।
আমি কোন জবাব দিচ্ছিনা দেখে সে নিজেই বলল- আমার স্বামী বলল এহন ধান তোলার টাইম , চাল বানানোর কাজ , এহন বাচ্চা নিয়া যাবে না , তুই প্যাট সাফ কইরে আয় । আমার শাউড়ি আমারে নিয়ে খুলনা গেল , ভর্তি করে দেলো কিলিনিকি ।
তোমার শাউড়ি কোয়ানে গেল ?
সে ভর্তি করায়ে লঞ্চে কইরে বাড়ি চইলে আলো ।
আমি অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম তুমি একা ছিলে ?
হয় একা । রাত্তিরি আমার অপারেশন কইরে পরদিন ছাইড়ে দেলো বিকেলে । চিনি না জানি না টাউনির কিছু । হাইটে লঞ্চ ঘাটে ।
আরও অবাক হয়ে বললাম তোমার রিকশা খরচ দেয়নি ?
না । শাউড়ি কলো ম্যালা খরচ হয়ে গেল , বাজার ঘাট কম করতি হবে।
ঘাটের লোকরা বলল লঞ্চ রাত দুটোয় ছাড়বে । আমি মহিলা কেবিনি শুয়ে ছিলাম । আমি ছেলেটার হাত পা ধরে অনুরোদ করলাম , কলাম আমার অপারেশন অইছে , আমার সেলাই দিয়া , তাও শোনলো না । সেলাই কাইটে ম্যালা রক্ত পড়িছে , আমার কাছে যে বস্ত্র ছেলো তাই দিয়ে মুছিছি ।
এবার আমি চুপ করে এক রাশ যন্ত্রনা নিয়ে কুয়াশার দিকে তাকিয়ে রইলাম ।
ওকে নাম জিজ্ঞেস করলাম , বলল সুলেখা দাস ।
নিজে থেকেই বলতে থাকল এহন আমার কি অবে ? জানাজানি হলি ঘরে জায়গা অবেনানে ।
আমি বললাম কেন বাপের বাড়ি !
সুলেখা বলল হিন্দু বিবাহিতা নারীর বাপের বাড়ি থাহে না , স্বামীর বাড়ি জায়গা না হলি গলায় দড়ি ছাড়া উপায় নেই ।
এবার সুলেখার দুচোখ বেয়ে জলের ধারা নামলো ।
আমার ডান দিকে সারেঙের কেবিনের সামনে একটা হৈচৈ শুনে উঠে গেলাম । একটা যুবক , কম বয়েসি কান ধরে হাঁটু গেড়ে বসা । তার সামনে দাড়িয়ে চারজন বয়স্ক লোক । একজন আমাকে আর বন্ধুকে দেখে যুবককে গালাগাল শুরু করল । তারপর জুতা দিয়ে মার । আট দশ ঘায়ে শুয়ে পড়ল বেচারা । এই সেই রাত্রি বেলার ধর্ষক । এখন তার বিচার চলছে । চলে এলাম সুলেখার দিকে । সুলেখা জলের দিকে তাকিয়ে ধুসর চোখে দেখছে তার ভবিষ্যৎ । বললাম দেখলেনা ওকে মারছে ? হতাশ সুলেখা আমায় জবাব দিল ওসব নাটক দেখে আমার সন্মান ফিরে পাব না ।
ঘণ্টা বাজল লঞ্চের । লাউডুব এসে গেছে । সামনের লোকগুলো সুলেখাকে বলল ছেলেটার ভুল হয়ে গেছে , কি আর করা , এই নাও বলে দশ টাকার নোট বাড়িয়ে দিল । সুলেখা টাকা ছুড়ে দিয়ে বলল আমার ইজ্জতের দাম দশ টাকা! টাকায় ইজ্জত ফেরে না । সুলেখা সিঁড়ি দিয়ে একাকী নেমে গেল । লাউডুবের একমাত্র প্যাসেঞ্জার । সবাই দেখছিল কি খাসা বিচার ! কিন্তু টাকা না নেওয়ার দৃশ্য হতাশ করে দিল সবাইকে । লঞ্চ চলা শুরু করল ঘণ্টা বাজিয়ে । আমি তাকিয়ে সুলেখার চলার পথে , ঝোপ ঝাড়ের আড়ালে সুলেখা হারিয়ে গেল । দাড়িয়ে থাকা লোকদের একজন আমাদের দিকে তাকিয়ে বলল ওর ভাড়া কিন্তু নেইনি আমরা ।
লঞ্চ মংলা বন্দরমুখী । সামনেই দুখানা বড় জাহাজ দাড়িয়ে । মংলা থেকে জোয়ারের পানি সবেগে খুলনার দিকে ধাবমান । আমি একটি সিগারেট ধরালাম , এক কাপ চা খেতে ইচ্ছে হচ্ছে প্রচণ্ড ।
© শাহ আজিজ

আমার জীবনের সত্যি ঘটনা , প্রতিটি শব্দ সত্যি ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিচারের বাণী নিভৃতে কাঁদে।
অবশ্য গরীব বিচার পায়না এবং গরীবের ইজজতের দাম এমনই হয়ত এই দুনিয়ায়।তবে পরকালে ঠিকই তার বিচার পাবে তা সে যেই ধর্মের ই অনুসারী হোকনা কেন।

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: একালে কি হবে তাই বলুন ।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ইজ্জতের দাম দশ টাকা! টাকায় ইজ্জত ফেরে না।

'দাঁড়িয়ে থাকা একজন আমাদের দিকে তাকিয়ে বললো, আমরা কিন্তু ওর ভাড়া নিই নি!'
হায় রে! ভাড়া না নেয়ায় যেন ধর্ষণের অপরাধ অনেকখানিই কমে গেছে!

কী বলবো বুঝতে পারছি না। যেমন স্বামীর আচরণ, তেমনি তার শাশুড়ির আচরণ! আর ধর্ষণের বিচারটাও তেমনি, কয়েক ঘা জুতা মারার পর 'ওর ভুল হয়ে গেছে!' ধর্ষণ করাটা যেন আর দশটা ছোটোখাটো ভুলের মতোই খুব ছোট্ট এবং সাধারণ ভুল!

জানি না সত্য ঘটনা, নাকি গল্প। তবে যাই হোক না কেন, একেবারে চরম একটা বাস্তবতা উঠে এসেছে পোস্টে।

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: আজ থেকে ৪৪ বছর আগের ঘটনা । সত্যি ঘটনা এটি ।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ৪৪ বছর পর ও সব একি রকম আছে, কি দুঃখজনক.....

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: আগে মানুষ বিচার আচারের জন্য থানা পুলিশ করত না । সালিশিতে মিমাংসা করত । এখন দাবানলের মত ছড়িয়ে গেছে । ধর্ষণ সবকালে ছিল ।

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের বেশীরভাগ ধর্ষণ এই ধরণের পরিস্থিতি সৃষ্টি করেই হয়। কয়টার খবর আমরা রাখি। এই সুলেখা দাস পুলিশের কাছেও যেতে পারবে না, মামলাও করতে পারবে না, তাই জেল ফাঁসির তো প্রশ্নই ওঠে না। লঞ্চের লোকেরা আই ওয়াশ করেছে। হয়তো ঐ ধর্ষক ওদের পরিচিত কেউ। তবে আমার মনে হয় এই ঘটনাটার জন্য সুলেখার স্বামী, শাশুড়ি এরাও কম দায়ী না। একটা মেয়ের রাতের বেলা একলা চলার মত পরিবেশ ঢাকা শহরের অনেক জায়গাতেও নাই।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১২

শাহ আজিজ বলেছেন: ওই লঞ্চের স্টাফ সে । মালিকদের কেউই মেরেছে তাকে । আমি সুলেখার লোভী শাশুড়ি , স্বামীকে দোষ দেই । গ্রামে একজন দরিদ্র মেয়েকে বিয়ে করা হয় বাড়ির কাজ কাম সামাল দেওয়ার জন্য ।

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৮

আকন বিডি বলেছেন: ৪৪ বছর আগের ঘটনা। এখনো এই ঘটনা চলমান, বিচার নাই, রাষ্ট্রীয় মদদে এখন হচ্ছে এই সব। ৭১ পিছনে ফেলে আসতে পারি নাই। বরং সেটা প্রতিষ্ঠানিক স্বীকৃতি বোধয় অলিখিত ভাবে পেয়েছে।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: সত্য । এখনকার ধর্ষককে সন্মান জানাতে হয় । আমি ২০২০ সালে বলি ধর্ষণ রাষ্ট্রীয় আনুকুল্যে হচ্ছে আগে যা নিতান্ত ব্যাক্তিগত উদ্যোগে হত ।

৬| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



অনেকক্ষণ আগেই পোষ্টটা পড়েছিলাম, মন্তব্য করতে কষ্ট লাগছিলো; গরীবেরা এমনভাবে নির্যাতিত হয় বাংলাদেশে, যা শুনতেও কষ্ট লাগে।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: সবচে নির্যাতিত ক্ষমতাহীন গরিবরা । আর যেসব গরীব অস্ত্র হাতে ক্যাডারগিরি করে তারা ভাল আছে ।

৭| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

জগতারন বলেছেন:
গনতন্ত্র, অধিকার, সুবিচার সমাজে প্রতিষ্ঠা না হলে সে সমাজ আর মানুষী সমাজ থাকে না।

প্রিয় ব্লগার শাহ আজিহ;
এমনই নির্মোহ একটি পোষ্ট দেওয়ায় আপনার প্রতি আমার বিন্ম্র অভিন্দন রইলো।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: অনেকদিন ধরেই ভাবি লিখব এই ঘটনাটি কিন্তু অলসের জন্য দিনরাত সমান। এবারে সারাদেশ যখন প্রতিবাদ মুখর ভাবলাম লিখেই ফেলি । আমি এখনো অপরাধবোধে ভুগি যে কিছুই করতে পারিনি সুলেখার জন্য । লঞ্চ সিনডিকেট খুবই প্রতাপশালী সেই সময় । আমরা দলেবলে থাকলে মারামারি শুরু করতাম । কিন্তু হায় ----------।

৭৪ সালে গ্রামের বাড়িতে এক ধর্ষককে পিঠের দাড়ায় লাথি দিয়ে বিপদে পড়েছিলাম প্রায় , বেচারার দম বন্ধ হয়ে গেছিল ।ম্যাসাজ করে তার দম ফেরানো হয়েছিল , প্রায় মার্ডার কেস খাচ্ছিলাম ।

৮| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

আহা রুবন বলেছেন: খুঁজলে বাংলাদেশের প্রতিটি গ্রামেই এমন ঘটনা পাওয়া যাবে। অসহায় চিরকালই অপমানিত হয়ে আসছে।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: আমি ৭১ সালে ধর্ষিতা হিন্দু নারী দেখেছি , দেখেছি অনেক লাশ , যৌনাঙ্গ বেয়নেটে ক্ষত বিক্ষত ।

৯| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন সত্যি ঘটনা অহ রহ ঘটছে।প্রতিবাদ করার লোক কম।
আমি ভাবছিলাম,মারে আপনি আংশ নিবেন।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৩

শাহ আজিজ বলেছেন: আমার বন্ধু বলল ওরা নিজেরা নিজেরা নাটক করছে , এতে আমরা অংশ নেব না , হঠাৎ বিপদ হতে পারে । বন্ধুই সত্যি ছিল ।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭

আহা রুবন বলেছেন: হয়ত ৭১ এর বীভৎসতা দেখিনি বলে ভালই হয়েছে। এসব শুনলে নিজের জাতি, নিজেকে নিয়ে সংকুচিত হয়ে যেতে হয়।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: ৭১ সালের বীভৎসতা সব কিছুকে ম্লান করে দেয় ।

১১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০০

নেওয়াজ আলি বলেছেন: এইরকম অসংখ্য আছে গ্রামে গ্রামে প্রকাশ পায় না। আমার গ্রামেও আছে হয়তো

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: সারা বাংলাদেশ জুড়ে আছে এবং ইদানিং বেড়ে গেছে ।

১২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার ছদ্ম নাম ব্যবহার করতে পারতেন।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: ছদ্ম নামই ব্যাবহার হয়েছে ।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: বড্ড নির্মম। কষ্ট হচ্ছে।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: ট্যাবলেট খাও একটা ।

১৪| ১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ট্যাবলেট খাও একটা ।

এই ব্যথা, এই কষ্ট টয়াবলেটে সারবে না।
এক জীবনে মানুষকে অনেক দুঃখ কষ্ট বয়ে বেড়াতে হয়।

১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: তাইলে এক পেগ হুইস্কি :`>

১৫| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫০

তারেক ফাহিম বলেছেন: কি নিদারুন ধর্ষক দর্শন!

১৬| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

আমিন রবিন বলেছেন: আপনার লেখার স্টাইলটা মারাত্মক। কিছুটা জহির রায়হানের মত।

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: আমি সম্ভবত একখানা বই পড়েছি জহির রায়হানের , মনে নেই কি স্টাইল ছিল । আমি দীর্ঘদিন লিখি কিন্তু প্রকাশ নেই । আমি সুনীলের স্টাইল পছন্দ করি কিন্তু তা ফলো করা হয় কিনা তা দেখিনি ।
ধন্যবাদ ।

১৭| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

আমিন রবিন বলেছেন: প্রকাশ হওয়া উচিত। ভালো লেখকের খুব অভাব।

১৮| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সোহানী বলেছেন: অনেক মন খারাপের মাঝে আবারো মন খারাপ করলাম আপনার লিখাটা পড়ে।

১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে জানাবার জন্য । সুলেখার কথা এখনো মনে পড়ে , মনে পড়ে লঞ্চের বারান্দায় দুজন বসে কত সহজ হয়ে আলাপ করেছি । জানতে ইচ্ছে করে এরপর কি ঘটেছিল সুলেখার জীবনে ।

১৯| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৩

সোহানী বলেছেন: এরপর যা ঘটেছে তাহলো, ছোট এরিয়া বলে সবাই জেনে গেছে ঘটনাটা। সুলেখার স্বামী শাশুড়ি কোনভাবেই জায়গা দেয়নি সুলেখাকে। তারপর একসময় সে হারিয়ে গেছে................

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: হ্যা ঐরকমই কিছু হবে ----------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.