নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আরজু নাসরিন পনি

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১



সহ ব্লগার আরজু নাসরিন পনি এখন করোনা মুক্ত । আমরা জানতাম না এমন একটি খবর । গতকালই জেনেছি । সৃষ্টিকর্তার অশেষ দয়া । পনি আরও সুস্থ হয়ে উঠুক এই কামনা করি । নিচে পনির নিজের লেখা অভিজ্ঞতা যা ফেসবুকে পোস্ট করেছে , ছেপে দিলাম।

## ২৩ দিন পর একা বাসা থে‌কে বের হলাম কোভিড ফ‌লোআ‌পের জন্য।।

২৪ তা‌রিখ, শ‌নিবার রাত থে‌কে কা‌শি শুরু হয়। ১ তা‌রি‌খে টেস্ট ক‌রে প‌জি‌টিভ আ‌সে। তিন‌বেলা নাপা এক্স‌টেন্ড খে‌য়েও জ্বর ১০১ এর নি‌চে নামা‌নো যা‌চ্ছি‌লো না। অন্যসব কষ্ট‌তো ছি‌লোই। মা, বোন‌দের কা‌ছে থাক‌তে পা‌রি‌নি কিন্তু মা‌নিক য‌ত্নের কোন কম‌তি ক‌রে‌নি। বিপ‌দে আস‌লে স্বামী/স্ত্রী‌কে বে‌শি চেনা যায়। আল্লাহর কা‌ছে শুক‌রিয়া একজন ভা‌লো অ‌ভিভাবক পে‌য়ে‌ছি জীব‌নে।

‌কিছু বন্ধু খুব খবর নি‌য়ে‌ছে নিয়‌মিত। কথা বল‌তে কষ্ট হ‌তো ব‌লে ফোন দি‌তে নি‌ষেধ ক‌রে‌ছিলাম।

তারপরও এটা বু‌ঝে‌ছি বন্ধুরা জীব‌নে আশীর্বাদসম।

আজ ২৩তম দিন কিন্তু এখ‌নো কা‌শি র‌য়ে গে‌ছে। শরীরও বেশ দূর্বল।

‌কো‌ভিড কখন, কা‌কে কীভা‌বে ক্ষ‌তিগ্রস্থ কর‌বে বলা মুশ‌কিল। স‌চেতনতার বিকল্প নেই। নিয়‌ন্ত্রিত আর নিয়ম মানা ছাড়া উপায়ই নেই।

আল্লাহ রাব্বুল আলআ‌মিন সবাই‌কে হেফাজ‌তে রাখুন।##

ব্লগার বন্ধুরা সবাই ভাল থাকুন । মাস্ক পরুন , হাত ধুবেন সময়মত । ভিড় , বিয়ে বাড়ির রিস্ক নেবেন না ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলহামদুলিল্লাহ। খবরটা শেয়ার করার জন্য ধন্যবাদ। আল্লাহ তাকে আরোগ্যমুক্তি করেছেন, এটাই সবচাইতে বড়ো ও ভালো খবর।

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: আল্লাহ অসীম দয়াময় ।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পনি আপুর রোগ মুক্তিতে স্রষ্টার কাছে
লাখ লাখ শুকরিয়া।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

শাহ আজিজ বলেছেন: দোয়া

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ।
সহব্লগার আরজু নাসরিন পনি এর আরোগ্যলাভের খবরে স্বস্তি পেলাম।
আল্লাহ রাব্বুল 'আ-লামীন আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং করোনার ছোবল থেকে সুরক্ষা করুন!

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: দোয়া

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১৩

ফয়সাল রকি বলেছেন: নিঃসন্দেহে ভালো খবর।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: দোয়া

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনার জন্য শুভ কামনা রইলো।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৫

শাহ আজিজ বলেছেন: দোয়া , শুভেচ্ছা

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: আসলেই করোনা কাকে কখন আক্রমন করবে বলা যায় না। তাই সাবধান থাকতে হবে।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

শাহ আজিজ বলেছেন: হুম , ঘুরাঘুরি সাবধানে

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

নেওয়াজ আলি বলেছেন: আলহামদুলিল্লাহ। শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো খবর।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল থাকুন পনি আপু।

শেয়ারের জন্য আপনাকে ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

অধীতি বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১০| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

ইসিয়াক বলেছেন: আলহামদুলিল্লাহ।

পনি আপুর জন্য শুভকামনা রইলো।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১১| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপুর জন্য

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

শাহ আজিজ বলেছেন: আল্লাহ খায়ের

১২| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



ভালো খবর, উনি সুস্হ হয়ে উঠেছেন; উনি বরাবরই খুবই সচেতন মানুষ; কিন্তু বাংলাদেশে সব কিছু বিশৃংখল অবস্হায় চলছে; ফলে, কে, কখন, কিভাবে ভাইরাসে আক্রান্ত হবেন বলা মুশকিল

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

শাহ আজিজ বলেছেন: অফিস থেকেই সংক্রমণ হয় , ফাইল, ডায়রি , কলম , ডোর নব ইত্যাদির মাধ্যমে হাতে , হাত থেকে নাকে । বিয়ে , জন্মদিন ইত্যাদি থেকে বেশি ছড়াচ্ছে । উপায় নেই । আমরা আবদ্ধ তারপরও আতংকে ---------------

১৩| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু সুস্থ হয়ে উঠেছেন খুব ভালো খবর। ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমাদের জানা আরেকজন ব্লগার প্রিয় পদ্ম পুকুর ভাইও গতকয়েকদিন ধরে ভুগছেন। ওনারও আরোগ্যলাভ কামনা করি।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । সবার মঙ্গল কামনা করি ।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৭

করুণাধারা বলেছেন: শুভকামনা রইল উনার জন্য। আপনার জন্য ধন্যবাদ, ভালো খবর দেবার জন্য।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৫| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গত ব্লগ ডেতে পনি আপুর সাথে পরিচিত হয়েছিলাম।
প্রাণ শক্তিতে ভরা কি স্নিগ্ধ একজন মানুষ।
উনার শতভাগ সুস্থতা কামনা করছি।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৬| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৪

জুন বলেছেন: শীঘ্রই ভালো হয়ে উঠুন পনি। দোয়া রইলো।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৭| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম , ঘুরাঘুরি সাবধানে

আমি এখন কম বাইরে যাই। তবে সন্ধ্যার পর একটু হাঁটতে বের হই।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০০

শাহ আজিজ বলেছেন: ৬ ফিট দূরত্বে কথাবার্তা ।

১৮| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: সুস্থতা কামনা করছি।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:১১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৯| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু খুব দ্রুত তাকে সম্পূর্ণ সুস্থ করুক সেই কামনা রইল। বিষয়টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:১২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

২০| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা। আল্লহ সবাইকে সুস্থ রাখুন

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১০

শাহ আজিজ বলেছেন: দোয়া

২১| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

কালো যাদুকর বলেছেন: আল্লাহ্‌ দ্রুত তাকে সুস্থ করুন এটাই আশা।

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: দোয়া

২২| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

রকিব লিখন বলেছেন: আল্লাহর রহমত।। আল্লাহ মহান।। আল্লাহু আকবার।।
আপনার সুস্থতায় আমরা খুশি।।

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।দোয়া

২৩| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য আপনাকে একটা আন্তরিক ধন্যবাদ দিতে চাই।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

শাহ আজিজ বলেছেন: উক্কে উক্কে

২৪| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহব্লগার আরজু নাসরিন পনি এর আরোগ্যলাভের খবরে স্বস্তি পেলাম।
.......................................................................................................
আমি আশাবাদী , তবুও করোনা উত্তর চট করে সুস্হ বলা চলে না ।
আমার পরিচিত একজন তিন মাস হয়ে গেল এখনও সুস্হভাবে হাটতে পারেনা ।
কারও কারও হার্ট এটাক লক্ষন দেখা দিচ্ছে,
তাই অন্তত একমাস সম্পূর্ন রেষ্টে থাকতে হবে ।

১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: ওষুধ আর পরিচর্যার উপর জীবন কাটবে । বিভিন্ন জনের উপর করোনার প্রভাব ভিন্ন রকম । পনি একজন সাবেক সাতারু । সে তার সুস্থতা দ্রুত ফেরত পাবে । আমার বড়জন , ৬৭ ,টেনিস প্লেয়ার , খুব দুর্বল হয়ে পড়েছিল , ধীরে শক্তি সঞ্চয় করছে । যাদের পূর্বের লাংস সমস্যা , হার্টে সমস্যা ছিল তাদের জন্য পুরো সুস্থ হতে সময় নেবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.